নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু মুসলিম

শুধু মুসলিম › বিস্তারিত পোস্টঃ

জেনে রাখুন: একটি জাল হাদিস।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

এই হাদিসটি তাবলীগ জামাত ব্যাপক ভাবে প্রচার করে। হাদিসের নাম করে নবী সাঃ এর নামে মিথ্যারোপ হিসেবে এই হাদিসটি প্রচারিত হয়ে থাকে। তাবলীগী নিসাবের "ফাজায়েলে তাবলীগ" এই নামে একটি অধ্যায়ই রয়েছে যে "আলেমদের মতবিরোধ (এখতেলাফ) রহমত স্বরুপ"।



আলেমদের মতবিরোধ (এখতেলাফ) রহমত স্বরূপ ।



হাদিসটি জাল। ইবনে হাজম বলেছেন এটি নিতান্তই বাজে কথা। মানাবী সুবকীর উদ্ধৃতিতে বলেছেন, এ হাদিসটি মুহাদ্দিসিনদের নিকট হাদিসটি পরিচিত নয়। এটি কোন সহীহ, যইফ ও জাল সনদেও বর্ণিত হয় নি। আলবানী বলেন হাদিসটি ভিত্তিহীন। (দেখুন: যঈফ ও জাল হাদিস সিরিজ, প্রথম খন্ড ১০৬ পৃষ্ঠা)



সুতরাং জাল হাদিস প্রচার করা আর নবী সাঃ এর নামে মিথ্যারোপ করা সমান অপরাধ। না জেনে করলে ভিন্ন কথা।



আল্লাহ আমাদের কোরআন ও সহীহ হাদিস তাবলীগ করার তৌফিক দান করুন। আমীন।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-১

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

রিওমারে বলেছেন: সব হাদিস ই জাল। এগুলো নবীর নামে বানানো মিথ্যাচার। নবী অনুসরন করেছেন কোরান ।আমাদেরকে ও তাই অনুসরন করতে বলেছেন। এর বাহিরে কিছুই বলেন নাই, যুক্তি ও নাই। কোরানে যাদের বিশ্বাস নাই তারাই হাদিস নিয়ে মাথা ঘামায়। আর এরাই বিপদ গামী।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

শুধু মুসলিম বলেছেন: রিওমারে @ ভাই আপনার যথেষ্ট তাকওয়া আছে। আল্লাহ আপনার তাকওয়ার পূর্ণতা দান করুন। তবে বুঝায় একটু ভূল আছে। মূলত আহলে কোরআন/কোরান অনলি গ্রুপের লোকজনই এমনটি বলে থাকে। যাহোক আপনি নিচের দুটি লিংক ঘুরে আসুন। যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তো আমাকে জিজ্ঞেস করবেন। ইনশা আল্লাহ সাধ্যের মধ্যে থাকলে বুঝিয়ে দিব।

১ম পর্ব: Click This Link
২য় পর্ব: Click This Link

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

আমি ও মানুষ বলেছেন: আলবানী বলেন
হাদিসটি ভিত্তিহীন। (দেখুন:
যঈফ ও জাল হাদিস সিরিজ,
প্রথম খন্ড ১০৬ পৃষ্ঠা)
এই আলবানী চিড়িয়া টা কে ?

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

শুধু মুসলিম বলেছেন: প্রথমত কোন আলবানীর কথা বলতেছেন, এক আলবানী হলো আপনার মায়ের বড় ভাইয়ের বড় ভাই খালাতো ভাইয়ের চাচার ঘরের নাতির ছেলের বড় ভাই। আরেক আলবানী হলো আপনার জন্মদাতা পিতা।

আপনার কাকে দরকার?

দ্বিতীয়ত ইবনে হাজম আপনার কে হয়? আপনার বংশের কেউ হবে বলে তো মনে হয় না?

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

মূসা আলকাজেম বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। ভাই আমি তাবলীগ জামাত না করলেও, আপনার এই কৌশলী মিথ্যাচারের প্রতিবাদ না করে পারলামনা।

জাকারিয়া (রহঃ) প্রকাশিত উর্দু ফাজায়েলে আমলে এবং কাকরাইলের মুরুব্বীদের দ্বারা সম্পাদিত, দারুল কিতাব থেকে প্রকাশিত ফাজায়েলে আমলে এই নামের কোন অধ্যায় নেই। হয়তো সাখাওয়াত উল্লাহ সাহেবের অনুবাদে থাকতে পারে। তাহলে এটা উনার দোষ, জাকারিয়া সাহেবের নয়।

এরপর কথা হলো, সাখাওয়াত উল্লাহ সাহেবের অনুবাদে নিশ্চয়ই একথা বলা হয়নি যে, এটা হাদীসে আছে। কোন একটা কথা শিরোনামে থাকা মানেই তো এই নয় যে এটা হাদীস। তাবলীগের কোন লোক এটাকে হাদীস মনে করেনা।

এরপর কথা হলো , কোন কথা হাদীসে না থাকা মানেই কি সেটা ভুল? নিশ্চয়ই নয়। এই কথাটা সবক্ষেত্রে থেকে সঠিক না হলেও অনেক জায়গায় সঠিক। আলেমরা সেগুলো নিয়ে আলোচনা করেছেন। কথাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটা নিয়ে আলোচনা, বিতর্ক হতে পারে। হয়েছেও।

কিন্তু এভাবে আপনারা তিলকে তাল বানিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন?
আল্লাহ্‌ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন । আমীন ।

সবাই এই পোষ্টে গিয়ে দেখুন কিভাবে আহলে হাদিসরা মানুষকে ধোঁকা দিচ্ছে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

শুধু মুসলিম বলেছেন: Wait for Answer.

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

সুলাইমান হাসান বলেছেন: আমি কয়েক জায়গায় পেয়েছি যে, "বিদ্বানের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র" -- এই হাদিসটি নাকি জাল । কিন্তু আমার মনে হয় এটি বিশুদ্ধ হাদিস । এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

শুধু মুসলিম বলেছেন: এই হাদিসটি জাল। আপনার বা আমার মনে কি হলো সেটা মূখ্য নয়, হাদিস টার রাবীগণ ভাল কিনা সেটাই মুখ্য বিষয়।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

শার্ক বলেছেন: yeah correct.

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

ফারিহা রহমান বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

আমি ও মানুষ বলেছেন: Click This Link
পড়ার জন্য অনুরুদ করা হইল । X(( X(( X(( X(( X(( X(( X((

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

শুধু মুসলিম বলেছেন: লিংক নষ্ট।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ধ্বণি বলেছেন: ভাই এই সব কইরা লাভ কি.... নিজের আমল ঠিক মত করেন বেহশতে যাবেন। যার যার টা তারে বুঝতে দেন। সবাই নিজের টা কে ঠিক মনে করে। যেমন আপনি মনেকোরেন..... এই সব কইরা বাংলাদেশ রে ফাকিস্তান বানায়েন না .. /:) /:) /:) /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.