নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতায় ব্যাপক বিশ্বাসী। তবে অন্যকে অনৈতিক ভাবে হেয় করে কখনও স্বাধীনতা প্রয়োগে বিশ্বাসী নই।

ফারুক আহাম্মেদ

আমি ভাল থাকতে ভালবাসি।

ফারুক আহাম্মেদ › বিস্তারিত পোস্টঃ

আবহাওয়া কমেডি!

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪

সেদিন পাশের সিটে বসা ভদ্রলোক আমার দিকে দু-তিন বার তাকিয়ে হাল্কা হাসি দিয়ে জিগাসা করলেন আপনি কি করেন? বললাম ছাত্রজীবি। বিমূঢ় হয়ে রইলেন। জিগাসা করলাম আপনি কি করেন? তিনি জানালেল আবহায়া অধিদপ্তরে চাকুরি করেন। বললাম তাহলে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আপনারাই কমেডিগুলো প্রচার করেন!! যা কোন দিন মেলে না এবং কমন কথা হা হা হা...!!! হাসতে হাসতে জীবন তচনচ!! ভদ্রলোক চুপ করে বসে আমার হাসি দেখলেন। নামার আগে জিগাসা করলাম এ থেকে উত্তরনের উপায় কি? কিছুই বললেন না।

এ মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দু-একটি নিম্নচাপ, হতে পারে তিন-চারটি কালবৈশাখী। আর দাবদাহ হতে পারে দু-একটি। মাস শেষ হতে বাকি আর এক দিন। এই এক দিনের মধ্যে আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস সত্যি হতে হলে অনেকটা ক্রিকেট খেলায় শেষ বলে ১০০ রান নেওয়ার মতো ঘটনা ঘটতে হবে। আবহাওয়ার পূর্বাভাস তো এবার মিললই না, বরং খরতাপের রুদ্ররূপ আর বৃষ্টির গোস্সা দেখেই পার হয়ে গেল এপ্রিলের প্রায় পুরোটা। (সুত্র প্রথম আলো)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

বিজন রয় বলেছেন: হা হা হা হা হা

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

সান্তুইয়া বলেছেন: গরমে মানুষের হাসি পূর্যন্ত উদাও। কমেডিয়ানরা এখন অঙ্ক ক্লাসের শিক্ষদের মতো গম্ভীর.। না ভাই গৌতম গম্ভীরের কথা বলছি না।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: গরমে এখন খালি মাথা গলে পড়ার বাকি। রাস্তায় হাঁটলে মনে হয় মাথায় কেউ গরম পানি ঢালছে অবিরত :((

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা
ঠিক বলেছেন।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

আরণ্যক রাখাল বলেছেন: এইটা তো পূর্বাভাস রে ভাই। সঠিক যে হতেই হবে তার কোন মানে নেই।
সারা মাস বৃষ্টি হয়নি এজন্য নিশ্চয়ই তারা দায়ী নয়!

৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

প্রামানিক বলেছেন: কমেডি ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.