নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত পৃথিবীর নাগরিক আমি, পৃথিবীর বাসিন্দা। মুক্তভাবে চলতে ভালবাসি। ভালবাসি বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে। সাথে ভালবাসি মাঝে মাঝে নিজের মনের মাঝে হাজারো মন খুলা গল্প লিখতে, যা বাস্তব জিবনের সাথে কতটা মিল তা নাহয় নিজেরাই খুজে দেখুন

হাসান ইবনে মুবিন

সবার পরিচয়ের সাথে যদি নিজেকে আলাদা করেই বলতে চাই তবে নিজেকে কি আমি এই মানুষ গুলির থেকে আলাদা প্রমান করছিনা? থাক তবে, পরিচয় মাঝে মাঝে না দেয়াই বরং ভাল

হাসান ইবনে মুবিন › বিস্তারিত পোস্টঃ

আমি হেঁটে চলছি

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:০১

আমি হেঁটে চলছি রাস্তার ধাঁরে ফুটপাত দিয়ে, ওই সোডিয়াম বাতির নিচে
আমি হেঁটে চলেছি এই রাস্তা দিয়ে যেই রাস্তা সারাদিনের হাজারটা স্মৃতির সাক্ষী
এই সেই রাস্তা যেখানে খানিক আগেও ছিল কোলাহল
ছিল হাজার খানিক মানুষ, সাথে ছিল তাদের কোলাহল
আমি হেঁটে চলছি ওই ফুটপাত দিয়ে যেখানে নিদ্রার জন্যে অপেক্ষা করছে
আমার মতন অনেক মানুষ, যারা সাড়াদিনের পরিশ্রমের পর একটুকু শান্তি খুজতে এসেছে এখানে।
আমি এই রাস্তার ধার ধরে ওই ফুটপাতের মেঝেতে নিজের দামি জুতোর ক্ষয় করে চলে যাচ্ছি।
আমি ছেড়ে চলে যাচ্ছি এই ফুটপাত যেখানে ঘুমিয়ে থাকে কিছু সুখি মানুষ
যারা বুঝেনা এই শহরে টাকার লোভ কতটা আক্রমন করে নিয়েছে মানুষের মস্তিস্ককে।
আমি চলে যাচ্ছি এই ফুটপাত ছেড়ে ওই বড় দালানকোটায় যেখানে আছে হাজারটা লোভী মানুষ।
এই মধ্যরাতে আমিও তাদের থেকে সুখী নই, কারণ আমিও যে সেই লোভীদের মধ্যেই পড়ি।
তাও আমি হেঁটে চলছি এই সোডিয়াম বাতির নিচে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.