![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুচরো পয়সার জীবন। আমার প্রতিটা মুহূর্ত কাটছে খরচ হয়ে যাবার ভয়ে, হারিয়ে যাবার ভয়ে...।
প্রশ্নঃ ৫ এম-এল স্যাম্পুর দাম ৩ টাকা হলে, ৭৫ এম-এল স্যাম্পুর দাম কত???? আপনি যদি মনে করেন উত্তরটা ৪৫ টাকা তাইলে ভুল।
সঠিক উত্তরঃ ৯০ টাকা!!!!
ব্যাখ্যাঃ হেড এন্ড সোল্ডারের মিনিপ্যাকে থাকে ৫ এম-এল। দাম ৩ টাকা। কাল একটা ৭৫ এম-এল প্যাক কিনলাম ৯০ টাকা দিয়ে। ব্যাপারটা খেয়াল করলাম আজ পলাশী বাজারে চা খেতে খেতে। কি হইলো এইডা???? কোন ধরনের বাটপারি এইটা? এত্তো নামী কোম্পানী যদি এতো কাঁচা কাজ করে তাইলে কি হয়??? দামতো পুরা ডাবল হয়ে গেলো!!! নাকি, মিনিপ্যাকে মিথ্যা ইনফরমেশন দেয়া আছে? আদতেই ৫ এম-এল নাই সেই প্যাকে! ক্রেতারা আর কত বলি হবে???
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
অপার্থিব অন্তরীণ বলেছেন: যতদূর মনে পড়ে আগে বোধহয় ৩ এম-এল লিখা থাকতো। আর এই মিনি প্যাকের কোয়ালিটি আর লার্জ প্যাকের কোয়ালিটি আকাশ পাতাল তফাত। ব্যাপারটা ভালো বুঝবেন যদি সার্ফ এক্সেল ব্যবহার করেন। ওরা মিনিপ্যাকে খুব ভালো কোয়ালিটি দিয়ে কনজ্যুমারকে মোটিভেট করে তারপর বড় প্যাকে যা তা দিয়ে দেয়। খুবই কাঁচা কাজ ইউনিলিভারের।
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
নেংটি ইদুর বলেছেন: আপনি একটা পঁচা মানুষ। মেয়েদের জিনিস নিয়ে কথা বলতে নেই।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
অপার্থিব অন্তরীণ বলেছেন: আচ্ছা বিপদ হয়ে গেল তো!!
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: মিনিপ্যাকে ৫ এম এল নাই, আর বোতলেও ৭৫এম এল নাই। বোতলের দাম কি কোম্পানি দিবে?! হাহাহাহা বিজনেস।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
অপার্থিব অন্তরীণ বলেছেন: তাই বলে বোতলের দাম ৪৫ টাকা????? একটু বেশি মনে হচ্ছে না?? আর প্রাইসিং ডিফারেন্স টা ধরলেননা? খুচরা যা, পাইকারিও তা। এখন থেকে ঠিক করছি ১৫ টা মিনিপ্যাক নিয়ে কৌটা ভর্তি করে রাখবো। আমরা কি ঘাস খাই নাকি??? ওরা বিজনেস জানে, আমিও বিটলামো জানি। দুঃখ লাগছে গ্রামীনফোনের হোলসেল বিজ্ঞাপনের কথা ভেবে, ওরা এটার খবর জানে না। জানলে আর এই বিজ্ঞাপন বানাতে চাইত না।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
ভিনি বলেছেন: আমি আগে সানসিল্ক মিনিপ্যাক ইউজ করতাম। আমার কাছে মনে হয় মিনিপ্যাক গুলোর কোয়ালিটি খারাপ হতে পারে।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
অপার্থিব অন্তরীণ বলেছেন: আপনার অনুমান ভুল হবার সম্ভাবনা বেশী। কোম্পানী গুলো মিনিপ্যাক দিয়ে ডিফারেন্ট ইনকাম লেভেলের কনজ্যুমার ধরতে চায়। কনজ্যুমারদের একটা টেন্ডেন্সী থাকে প্রোডাক্ট যাচাই করার। যাচাই করার জন্য বেশির ভাগ ক্রেতাই মিনিপ্যাক কিনে, কন্টেইনার না। কোম্পানীগুলো এই সুযোগ নেয়। তারা তাই পারতপক্ষে মিনি প্যাকে ভালোই দেয়ার চেষ্টা করে যাতে আপনি বড় প্যাক কেনেন। তারা কখনোই চায়না আপনি তাদের ছেড়ে চলে যান। আপনি সানসিল্ক ব্যাবহার করেন যা ইউনিলিভার ম্যানুফ্যাকচার করে। ওরা এছাড়াও ডাভ, ক্লিয়ার বানায়; উদ্দেশ্য যাতে আপনি তাদের ছেড়ে না যান। কিন্তু পদ্ধতিতে প্রায়ই অনেক গলদ থাকে।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: আসলেই তো,ব্যাপারটা খেয়াল করিনি।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
অপার্থিব অন্তরীণ বলেছেন: ভাই, আমরা বাঁশ খেতে খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছি তো!!! সহজে খেয়াল হয়না। কেনার আগে আমিও কি খেয়াল করছিলাম নাকি? অথচ প্রতিদিন দেখি কি সুন্দর মিনিপ্যাকগুলা কচি লাউডগার মতো বাতাসে ঝুলছে!
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
হিমূ বলেছেন: Mini-pack এ মেয়াদ উত্তিন্ন বোতলের স্যাম্পু দেয় ।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
আমার জীবন বলেছেন: :-&
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২২
শিশেন সাগর বলেছেন: একমাত্র আমাদের সাব কন্টিন্টেই এই রখম মিনি প্যাক প্রথা চালু। ইউরোপে দেখিনি। এরা মিনি প্যাক মাগনা দেয় প্রোডাক্ট লঞ্চ করার সময়। অথবা এমনই গিফট হিসাবে। মিনি প্যাক আমার মতে ভালো। ব্যভার সাশ্রয়ী।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
শিশেন সাগর বলেছেন: এই জিনিস টা আমিও দেশে থাকতে খেয়াল করতাম, করার কিছু না পেয়ে আমি সব সময় মিনি প্যাক কিনতাম। আমার কাছে মনে হয়েছে মিনি প্যাক ই ভালো। যখন ইচ্ছা সাথে নিয়ে যাওয়া যায় যেখানে সেখানে। শেষ হলে প্যাকেট বিন করে ফেললাম। শুধু শুধু কৌটো বয়ে বেড়াবার মানে হয় না।