![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুচরো পয়সার জীবন। আমার প্রতিটা মুহূর্ত কাটছে খরচ হয়ে যাবার ভয়ে, হারিয়ে যাবার ভয়ে...।
এই মাত্র ফিরলাম শাহবাগ থেকে। কি আন্দোলন, কি আবেগ, কি ক্ষোভ তা যে না গেছে তাকে ঠিক বলে বোঝানো যাবেনা। 'কে সরকার, কে বিচারক, শুনেই পায়রে হাঁসি; আমরা চিনি রাজাকার, দেবোই তাদের ফাঁসী'। "আমাদের শরীরে, শহীদের রক্ত"; "গর্জে ওঠো বাংলাদেশ, মুক্তিযুদ্ধ হয়নি শেষ" ইত্যাদি স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। সবাই তার নিজের জায়গায় বসে কাঁপিয়ে তুলছে আকাশ-বাতাস। দেখে মনে হয় হ্যাঁ, আমরাও পারি। আমাদের পারতেই হবে। "ধন ধাণ্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা" "তীর হারা এই ঢেঊ-এর সাগর পাড়ি দেবোরে" কিংবা "কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কররে লোপাট" গানে বারবার উদ্বেল হয়েছে মানুষ। কতবার গানের তাল কেটে গেছে, স্কেল চেঞ্জ হয়ে গেছে কিন্তু তাতে কিচ্ছু যায় আসেনি আমার। কারন তখন প্রতিটি স্কেলেই গান গাইছে অজস্র মানুষ। আমার গান সবার গান, আমার দাবি সবার দাবী-- 'ফাঁসী, ফাঁসী, ফাঁসী চাই; রাজাকারের ফাঁসী চাই"। প্রতিটি মানুষের মুষ্টিবদ্ধ হাতে আজ যেন ছিলো ৭১' এর অদৃশ্য স্টেনগান। শাহবাগের বাতাসও আজ লাল-সবুজের পতাকা ওড়াতে পেরে নিজেকে গর্বিত ভাবছিলো। প্রতিটি মানুষই আজকে এক পরম আত্মীয়তার টানে ছুটে এসেছে আন্দোলনে। জাতি-ধর্ম-বর্ণের একেক নদী আজ এক সাথে মিশেছে এক বিশাল সাগরে। সেই সাগর বাংলাদেশী/বাঙ্গালী জাতীয়তাবাদ। অকুতোভয় বিশাল আকৃতির ঢেউ মুহুর্তেই চুরমার করে দিতে পারে সব অসুন্দর, আপোষ। আমি কাল আবার ঢেউ তুলতে যাচ্ছি শাহবাগে। আপনাকে পাচ্ছি তো আমার পাশে?
অদ্ভুত, অভূতপূর্ব আন্দোলন চলছে শাহবাগে। কোন রাজনৈতিক স্লোগান নেই। এমনকি 'জয় বাংলা' বলার পর স্বভাবসুলভ 'জয় বঙ্গবন্ধু' ও উচ্চারিত হচ্ছেনা করো মুখ দিয়ে। কারা জানি নিয়ে এসেছিলো দলীয় পতাকা। তারাও সানন্দে তা নামিয়ে ভাঁজ করে রেখেছে। এখন দেখা যাক বি-এন-পি কি করে!! আমি জানি আজকের সমাবেশে ছাত্রদলের অনেকেই ছিলো। তারাও স্লোগান দিয়েছে। যদি বি-এন-পি এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে দেরী করে ফেলে তবে তারা জানেনা তারা নিজেদের কতটুকু ক্ষতি করবে! এটা আর সাধারন কোন আন্দোলন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এর সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্ররা জড়িয়ে পড়েছে এই আন্দোলনে। এবং ইতিহাস বলে, এরা কখনো হারেনা।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
এডওয়ার্ড মায়া বলেছেন: বি-এন-পি এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে দেরী করে ফেলে তবে তারা জানেনা তারা নিজেদের কতটুকু ক্ষতি করবে! এটা আর সাধারন কোন আন্দোলন নয়
সহমত ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
-এভারগ্রীন নাহিদ- বলেছেন: হই হই রই রই রাজাকার তুই গেলি কই। ▄ ▄ ▄
অস্র জমা দিয়েছি , ট্রেনিং জমা দেই না।
৭১ এর রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়।
এক দফা এক দাবি রাজাকার এর ফাঁসি চাই।
৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আর এক বার।।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: অচ্ছা আন্দোলন আরো আগে করেন নাই ক্যান?..
তাহলে তো রায় ভিন্ন রকম হতো!
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
আন্ধার রাত বলেছেন:
"ফাঁসি চাই, ফাঁসি চাই আর কোন কথা নাই।"