![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুচরো পয়সার জীবন। আমার প্রতিটা মুহূর্ত কাটছে খরচ হয়ে যাবার ভয়ে, হারিয়ে যাবার ভয়ে...।
শাহবাগের মোমের আলো
বুকের ভেতর মশাল হয়ে জ্বলতে থাকে দাউ-দাউ-দাউ
শুনতে কি পাও?
সবার চোখ গোলার মতন জ্বলছে এখন
ধোঁয়া-র ভীষণ কুন্ডলীতে সবার ক্রোধ উড়ছে এখন
চোখ মেললেই আগুন দেখি, আগুন পাখি উড়ছে মাতাল
চোখ বুঁজলে বিস্ফোরিত বারুদ পাচ্ছি নাকে
এখান-সেখান স্ফুলিংগরা নাচছে ঝড়ের বেগে
আমরা এখন আছি শাহবাগে।
তখন মধ্যদুপুর, রোদে ঝলসায় জল্লাদ-দের হাসি
প্রহসনের বিচার হালো, হাতছাড়া কসাই-এর ফাঁসী।
ফুঁসে ওঠে রাজপথ, তুমি কি তার আওয়াজ শুনতে পাও?
সমস্বরে বলেছিলাম- “আমায় না হয় ফাঁসী দিয়ে দাও”।
কিন্তু এবার লড়বো বলে ঠিক জুটেছি মরণ নেশায়
জুটেছে লোক হাজার হাজার ধর্ম-বর্ণ, নানান পেশায়।
একটা দাবী আজ আমাদের-‘রাজাকার ঝোলাতে হবে’।
শুয়োরের পাল নাক নামিয়ে পাপীস্থানে ফিরে যাবে।
প্রহসনের বিচার নয়, আর নয় জারজের হাঁসি
মুষ্টিবদ্ধ হাত তুলে চাই প্রতি রাজাকারের ফাঁসী।
এক দফা, এক দাবী; আমরা আছি জেগে
রাজাকারের বধ্যভূমি গড়বো শাহবাগে।
ব্যানারে লিখেছি শব্দ- ‘ফাঁসী, ফাঁসী, ফাঁসী’।
পোস্টারে লিখেছি দাবী- ‘ফাঁসী, ফাঁসী, ফাঁসী’।
মোমের আলো হাতে বুকেতে মশাল জ্বেলে
গেয়েছি প্রাণের গান-
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”।
বিক্ষোভে ফেটেছে রাস্তা, পাগলও হুঁশে ফিরে আসে
রাজাকার ছাড়া আজ সব্বাই দেশ ভালোবাসে।
দলে দলে লোক আসে কিন্তু কোন দলাদলী নাই
একের অন্ন ভাগে খাই আমরা সব রাতজাগা ভাই।
বর্জ্রমুষ্টি উর্দ্ধপানে, স্লোগানে কাঁপাই রাজপথ
‘ফাঁসী দিয়েই ফিরবো’- এই বলে নিয়েছি শপথ।
আগুনে এঁকেছি দেশ, মানচিত্র জ্বলজ্বল করে
রাত হলে শুয়ে পড়ি মোমগলা রাস্তার উপরে।
ক্ষুধা নেই, তৃষ্ণা নেই; জেগে আছে পুরো শাহবাগ
প্রজন্ম লড়ছে আজ, চোখে মুখে ঘৃণা-দুঃখ-রাগ।।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
চনদ্র্রমানব বলেছেন: থলের বিড়ালটা শেষ মেষ বেড়িয়ে এলো...এখানে গুতা মারুন।
Click This Link
এটা আওয়ামীলীগের আয়োজীত বিশাল একটা নাচ-গান আর হ্ট্টগোলের মেলা ছাড়া কিছুই না। পদ্মা সেতুর টাকা চুরি, ডেসটিনির সাড়ে তিন হাজার কোটি টাকার মারপ্যাচ, হলমারকের চার হাজার কোটি টাকার দুরনীতি, শেয়ার বাজার খেয়ে পেলা, সবশেষে জন গনকে আবুল বানানোর জন্যইএই আয়োজন।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
জুনাইদ মাহমুদ রক্তিম বলেছেন: দেখা হবে শাহবাগে !
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
ইফতেখার ভূইয়া বলেছেন: এক কথায় অসাধারণ লিখেছেন। আবেগ দিয়ে লিখা বলেই হয়তো এতটা জীবন্ত মনে হচ্ছে কথাগুলো। আমার হয়েও একবার "জয় বাংলা" আর "রাজাকারের ফাঁসি চাই" কথাটা খুব জোরে বলে দিয়েন। সময় করে আমার এই লিখাটাও পড়ুন: আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক । ধন্যবাদ।