নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপার্থিব অন্তরীন

অপার্থিব অন্তরীণ

খুচরো পয়সার জীবন। আমার প্রতিটা মুহূর্ত কাটছে খরচ হয়ে যাবার ভয়ে, হারিয়ে যাবার ভয়ে...।

অপার্থিব অন্তরীণ › বিস্তারিত পোস্টঃ

জীবন্মৃতের শহরে...

১৯ শে মে, ২০১৩ রাত ৯:০০

শহরে লাশের মিছিল।

লাশেরা হাঁটছে, কথা বলছে, খিস্তি দিচ্ছে

চা এর কাপে চুমুক দিয়ে অর্থনীতির আলোচনা করছে

কুকুর খেদাচ্ছে আবার কাঁটাবন থেকে কুকুর কিনে হাড় খাওয়াচ্ছে।

লাশেরা জৈবিক, লাশেরা মানবিক, লাশেরা সচেতন

বৌকে আদর করছে, বাচ্চাকে ক্যাডবেরী দিচ্ছে

ভিক্ষা দেয়ার আগে ভিক্ষুকের হাত পা ঠিক আছে কিনা বিচার করে নিচ্ছে।

যে জন্মালো এই মাত্র সুতীব্র চিৎকারে; লাশের বাচ্চা-

লাশ তাকে শিখিয়ে দিচ্ছে লাশ হয়ে থাকা।

লাশ তাকে চেনাচ্ছে স্কুল, টিফিন, ডরেমন, ডিগ্রী, চিকেন আর সর্বোপরি

এক নির্ঝঞ্ঝাট, নিরাপদ প্রাণবন্ত লাশের জীবন।

লাশ দেখেনা দারিদ্র, লাশ দেখেনা রিক্সার হাতলে চুইয়ে পড়া বাহকের ঘাম।

গ্রীজহীন ঠেলাওয়ালার জীবন বা সোহরাওয়ার্দির বেশ্যা, ধুলোপড়া টোকাই-এর মুখ

লাশদের এসব দেখা মানা।

যদি কখনো তা চোখে পড়ে যায়; তবে লাশ বিরক্তিতে বলে ওঠে-

"আহ, ইচ্ছে করে ম'রে যাই"।।

শহরে লাশের মিছিল;

লাশেরা হাঁটছে, কথা বলছে, খিস্তি দিচ্ছে।

কফিন বন্দী জীবন গুলো স্পন্সরের অভাবে অপ্রকাশিত, শহরে বড্ড বেমানান।।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্লাস

১৯ শে মে, ২০১৩ রাত ৯:১২

অপার্থিব অন্তরীণ বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪

ধূসর সপ্ন বলেছেন: oooonnnnnnekkkkkk Sundooooooooooooor !

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩১

স্বপনবাজ বলেছেন: কিছু বলার নেই! আল্লাহ আমাদের সহায় হোন!

৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:১৯

বোকামন বলেছেন:
বড্ড বেমানান ....

লেখককে ধন্যবাদ।

৫| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


++++++++++++++ ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.