![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুচরো পয়সার জীবন। আমার প্রতিটা মুহূর্ত কাটছে খরচ হয়ে যাবার ভয়ে, হারিয়ে যাবার ভয়ে...।
অতঃপর তাদের ধরে নিয়ে যাওয়া হবে।।
বেশি কিছু না, যারা শুধু বলেছিলো-
লিখবার মতন একটা পাতা আমাদের নামে লিখে দেয়া চাই।
স্বর্গের জমি নয় নয়তো অভিশপ্ত আপেল
তারা শুধু বলেছিলো আমাদের অনেক কিছু ভালো লাগেনা।
আমাদের ভালো না লাগা গুলো শুনতে হবে, আমরা শোনাবো;
তবে না; পল্টনে মিছিল করে না, নাগরিক সমাবেশ করে না;
কিছু শব্দে বলে দেবো যা কিছু খারাপ, কার বাপের কি?
"বাপ তুললি কেন?"-বলে তাদের ধরে নিয়ে যাওয়া হবে।
হয়তো আর ফিরবেনা তারা;
মিলিয়ে যাবে অপ্রকাশিত কবিতা বা গল্পের মতো।
হয়তো এভাবেই একটা জাতি কোমায় কাটাবে সময়।
মিথ্যের বেসাতি করে ঘরে ফিরবে দেশপ্রেমিক সব।
জলপাই রঙ তখনও ডিসিপ্লিন শেখাবে সাদা-কালো-লাল কে।
শুধু যাদের ধরে নিয়ে যাওয়া হলো তারা আর ফিরবেনা।
তাদের দোষ একটাই! বোকাদের স্বর্গে পা দেয়ার পর-
ওরা নির্লজ্জ্ব অপ্সরীকে দেখে বলেছিলো- 'ও মা, এতো দেখি বেশ্যা'!
বোকার স্বর্গে সত্য চলেনা, ওরা এটা বোঝেনি
শুধু গলা ফাটিয়ে চিৎকার করে বলেছে-
"লিখবার মতন একটা পাতা আমাদের নামে লিখে দেয়া চাই"।।
১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৩০
অপার্থিব অন্তরীণ বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মুনসী১৬১২ বলেছেন: ভালা হয়েছে তবে আরেকটু রিভাইস করা যেতে পারে
১৩ ই জুন, ২০১৩ রাত ১০:২৯
অপার্থিব অন্তরীণ বলেছেন: হ্যা, যেতেই পারে। হবে।।
৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এই ধরনের রুপক কবিতা লেখার জন্য যে পরিমান মেধার দরকার তার সবটাই কবিতাতে বিদ্যমান। কবিতার ভাষা সহজ সরল। কোন রকম মেকি কিছু ছারাই যে একটি কবিতা দুর্দান্ত হয়ে উঠতে পারে সেটা এই কবিতাটি প্রমান। তবে চেষ্টা করলে আরও দুর্দান্ত কিছু কবিতা পাওয়া যাবে আশা করি।
সাধারনত আধুনিক কবিতাগুলোর ভাষা এমনি হওয়া উচিত।
হয়তো এভাবেই একটা জাতি কোমায় কাটাবে সময়।
মিথ্যের বেসাতি করে ঘরে ফিরবে দেশপ্রেমিক সব।
এই লাইনে যে নিদারুন বাস্তবতা আছে সেটা আমরা সবাই বুঝলেও নিরুপায়। জিম্মি হয়ে আছি কিছু ভণ্ডদের হাতে।
ওরা নির্লজ্জ্ব অপ্সরীকে দেখে বলেছিলো- 'ও মা, এতো দেখি বেশ্যা'!
এখানে কবির নিজের ভাব ধারা থাকলেও কিছুটা সচেতন হওয়া যেত আরও তাতে কবিতা আরও প্রাণবন্ত হত।
১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮
অপার্থিব অন্তরীণ বলেছেন: কবিতা আসবে।
৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:২৬
নীল_সুপ্ত বলেছেন: আগুন ঝরা কবিতা... লাইনে লাইনে সহজ সরলতার মাঝে দাবানলের স্পষ্ট ছাপ...
কবিতায় মেটাফোরের আশ্রয় নেয়া হয়েছে কয়েকটি জায়গায়...
৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:২৮
নীল_সুপ্ত বলেছেন: দুটো লাইন খুব ভালো লেগেছে
"স্বর্গের জমি নয় নয়তো অভিশপ্ত আপেল"
আর " জলপাই রঙ তখনও ডিসিপ্লিন শেখাবে সাদা-কালো-লাল কে।"
++++++++
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১
অপার্থিব অন্তরীণ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো এভাবেই একটা জাতি কোমায় কাটাবে সময়।
মিথ্যের বেসাতি করে ঘরে ফিরবে দেশপ্রেমিক সব।
জলপাই রঙ তখনও ডিসিপ্লিন শেখাবে সাদা-কালো-লাল কে।
শুধু যাদের ধরে নিয়ে যাওয়া হলো তারা আর ফিরবেনা।
তাদের দোষ একটাই! বোকাদের স্বর্গে পা দেয়ার পর-
ওরা নির্লজ্জ্ব অপ্সরীকে দেখে বলেছিলো- 'ও মা, এতো দেখি বেশ্যা'!
বোকার স্বর্গে সত্য চলেনা, ওরা এটা বোঝেনি
শুধু গলা ফাটিয়ে চিৎকার করে বলেছে-
"লিখবার মতন একটা পাতা আমাদের নামে লিখে দেয়া চাই"।।
+++++++++++