![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুচরো পয়সার জীবন। আমার প্রতিটা মুহূর্ত কাটছে খরচ হয়ে যাবার ভয়ে, হারিয়ে যাবার ভয়ে...।
আমি হলে তুই
সুতো হতো সুঁই
কুঁপিতেও ঘটে সুপারনোভা
শুতে ডাকে বৌ শারাপোভা।।
উট হলে হাতি
হাত দিয়ে লাথি
ছাগলেতে হাড় চাটে বেশ
ঘোড়া বসে গাছে অবশেষ।।
শেয়ালের ডিম
আগুন কি হিম!
বৃষ্টিতে গা জ্বলে গেলো
কুমীরের পাখাটা গজালো।।
গরু চ'রে জলে
রুই নাচে স্থলে
প্রজাপতি কোথা পেলো হুল?
হায়েনারা খায় জামরুল।।
দাঁড়ে বসে গাধা
কাকের গলা সাধা
ব্যাং সব সর্দিতে মরে
পাঁঠা-টা পেখম মেলে ধরে।।
গন্ডারের শীত
ভাল্লুকের গীত
কাছিমেরা দৌড়ায় রিলে
চিতাটা স্বভাবে খুব ঢিলে।।
শ্লথ হলে পেসার
পেঙ্গুইনও রেসার
সাঁরসের ঠোঁটে ওঠে ফোঁড়া
জেব্রার লাল-নীল ডোরা।।
সাপে নাড়ে পা
ব্যান্ডেজে ঘা
খরগোশে কি এতো শোঁকে?
আমার এলো ন্যাঁজ কোত্থেকে?
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৮
অপার্থিব অন্তরীণ বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৮
মায়াবী ছায়া বলেছেন: বেশ ভালো
৩| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ ! !
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: হ-য-ব-র-ল প্রযোজনা ভালো লেগেছে !