নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপার্থিব অন্তরীন

অপার্থিব অন্তরীণ

খুচরো পয়সার জীবন। আমার প্রতিটা মুহূর্ত কাটছে খরচ হয়ে যাবার ভয়ে, হারিয়ে যাবার ভয়ে...।

অপার্থিব অন্তরীণ › বিস্তারিত পোস্টঃ

মানুষ-ই এভাবে পারে! X(( X(( X((

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মানুষ কিভাবে পারে!

এভাবে এক্কেবারে-

খুন হয়ে যেতে সময়ে বাঁচবে বলে?

সে ত' বাঁচবে বলতো

খুবই খাপছাড়া চলত

খুন হয়ে গেলো চাহিদার গ্যাঁড়াকলে।



মিলিয়ে লিখতো পদ্য,

মেটাফোরময় গদ্য;

চোখের কোটরে বারুদ রাখতো গুঁজে-

সে মানুষ গেলো কই?

কোথায় তার হইচই?

মাথা নিঁচু করে বাঁচে সে টাকার পুঁজে।



সারাদিন রোদে পুড়ে

অনেকটা পথ ঘুরে

'সমাজ মানিনা'- বলে যে দিয়েছে চিৎকার,

যে ভালোবাসেনি নারী

চুম্বন অদরকারী

তার ঘরে রোজ রাত্রে কে তোলে শীৎকার?



দুয়ারে নেড়েছে কড়া

স্বপ্ন পকেট ভরা

জামার বোতাম একটা ঠিকানাহীন

জিন্সটা ছিঁড়েছে নীচে

ময়লা রাস্তা পিচে

এখন সে বুকে ঝকঝকে কোটপিন।



পাঁচ টাকা ঝালমুড়ি

অথবা ডালপুরী

ছোলার প্লেটের পেঁয়াজে বসত' মাছি

ডায়েট দিয়েছে হানা

ছোটলোকিপনা মানা

খাওয়ায় এসেছে হাজারটা বাছাবাছি।



মানুষ কিভাবে পারে?

এভাবে এক্কেবারে-

বদলে যেতে আর সবকিছু ছাড়া!

বাঁকি বদলাবে কবে

সব ম'রে গেলে তবে?

বদলে যাবে কি শ্মশানের পোড়া মড়া?



জানি মানুষই পারে

এভাবে এক্কেবারে

নিজেকে বদলে মুখোশকে মুখ বলে

সে মুখে ঝুলিয়ে হাসি

মানুষ হয়েছে খুশি

মানুষ গেছে সব সুবিধামতন ভুলে।



মানুষই এভাবে পারে

তাই মানুষই একলা বাড়ে।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:১১

মুনসী১৬১২ বলেছেন: সুন্দর

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪১

অপার্থিব অন্তরীণ বলেছেন: ধন্যবাদ।।

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর ভাল লাগল +++

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

অপার্থিব অন্তরীণ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.