নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
যারা অনিয়মিত ভাবে বাংলালায়ন প্যাকেজ ব্যবহার করত, মানে কোন কোন মাসে গ্যাপ পড়ত,পরবর্তী মাসে আবার একটিভ করত, তাদের টাকা কয়েক মাস আগেও কটত না। কারণ গ্রাহক তাদের সেবা গ্রহন করেনি ঐ পুরো মাসে। কিন্তু বর্তমানে তারা এই নীতি পাল্টে ফেলেছে। এখন কেউ যদি তাদের সেবা দান কেন্দ্র গিয়ে সংযোগ বিচ্ছিন্ন না করে, তাহলে শুধু এই কারনেই ঐ ব্যক্তিকে প্রতি মাসে তার মডেমের শেষ ব্যবহারকৃত প্যাকেজের টাকা গুনতে হবে।
এই রুক্ষ নীতির আওতায় বাংলালায়ন এই বছর জানুয়ারী মাসে ৯৩১৭ জন গ্রাহকের কাছ থেকে ডিসেম্বর মাসের মাসিক চার্জ হিসেবে প্রায় ২ কোটি টাকা কেটে নিয়েছে, যদিও ঐ গ্রাহকরা সারা মাস কোন ইন্টারনেট সেবা গ্রহন করনি।
আমি নিজে ৯৩১৭ জনের একজন। আপনারা সাবধান হবেন আশা করি।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
খাইয়া কামনাই বলেছেন: ধন্যবাদ। তবে আমি qubee ব্যবহার করি। এটা কে কি মনেয় হয়!!!