নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

রানা কে যে ভাবে বাঁচিয়ে রাখবে সরকার...

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

টাকা কথা বলে। অন্তত সার্কভুক্ত দেশগুলোর জন্যে এ কথা সত্য। সাভার ক্রাইম হিরো রানা'র অঢেল টাকা। জায়গা মত টাকা ঢালতে তার সমস্যা নেই। বেঁচে থাকলে টাকায় টাকা আসবে সেটা সুরঞ্জিতের মত চুল পাকা থেকে শুরু রানা পর্যন্ত সবাই ভাল করেই জানে।



যা হোক, RAB কিন্তু রানাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যশোর থেকে আকাশ পথে ঢাকায় নিয়ে এসেছে। স্হল পথে তাকে নিয়ে আসা যেত না। আবেগ প্রবন গরিব বাঙ্গালিকে ধরে রাখার সামর্থ সরকারের নেই। আর সরকার ভাল করেই জানে, রানা হল টাকার খনি, টাকা বানানোর মেশিন, অনন্য তরুণ প্রতিভা। তাকে জনগনের হাতে ছেড়ে দিলে তো টাকাগুলো হাতে আসবে না। কাজেই সরকার বিচারের নামে তাকে নিরাপত্তা দিয়ে যাবে। খুব সহজ কাজ। সাপও মরবে লাঠিও ভঙ্গবে না।



এই যে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে রানাকে, এতে রানার এবং সরকার বা আন্তর্জাতিক মহলের সবারই সুবিধা হয়েছে। যদি আরও বেশি দিন নেয়া যেত আরও ভাল হত তাদের।



সুবিধা কেন হয়েছে বলছি এবার। প্রথমত রানা এখন অন্তত জানে বেঁচে থাকবে। গুম হবে না বা গুপ্ত হত্যা কেউ করতে পারবে না। দ্বিতীয়ত: বাংলাদেশের আইনের অনেক ফাঁক ফোকর। আর বিচার কাজ দীর্ঘ করা কোন ব্যাপারই না। এর মধ্যে নিশ্চয় অন্য কোন দিকে আম-জনতার চোখ ঘুরে যাবে। হতে পারে সেটা জাতীয় নির্বাচন, প্রচন্ড বন্যা, আরও একটা থলের কাল বিড়াল মঞ্চ নাটক....।



আপনার একটু ভেবে দেখুন, সব সরকারই এক ঘটনাকে আর একটা ঘটনা দিয়ে চাপা দেয়। এই সরকারে সময় যেমন, ডেস্টিনির ধস, সুরঞ্জিতের কট খাওয়া, সাগর রুনির হত্যা, ইলিয়াস গুম, পদ্মা সেতু কেলেঙকারি.... এভবে চলছেই, চলবেই। চা'র দোকানে নতুন নতুন গল্প ধোঁয়া উঠবেই।



যেহেতু আমাদের বর্তমান সরকার সব পারে। ফাঁসির আসামিকে পর্যন্ত রাষ্ট্রপতি বেকসুর খালাস দিতে পারে। আর কথাই তো আছে, সব সম্ভবের দেশ বাংলাদেশ। কাজেই টাকার খনি এযুগের হিরো, সাভার গোল্ডেন বয় রানা বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষের ভুলে ভুল করা ভোটে নির্বাচিত পরিবার ভিত্তিক গনতান্ত্রিক সরকার কোন না কোনভাবে তাকে বেঁচে রাখবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

শ্রীঘর বলেছেন: সহমত।

রানা এখন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ স্থানে আছে। তাকে মারার সাধ্য কার?

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

জাহাজ ব্যাপারী বলেছেন: রানাকে যারা সৃষ্টি করেছে, তারাই রক্ষা করা শুরু করেছে দুর্ঘটনার দিন থেকেই।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

ঢাকাবাসী বলেছেন: রানা ১৫ দিনের রিমান্ডে মানে ১৫ 'খোকা' খসল আরকি। (১০০ পেটিতে ১ খোকা)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.