নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

আমার ১৮ নম্বর বাসা পর্ব: ২

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

কিছুটা ভৌতিক: আমার ১৮ নম্বর বাসা পর্ব ১



আমি থাকি দোতালায়। আমার ফ্লাটে দিনের বেলায় একটাই প্রহর। মানে আপনি বুঝতে পারবেন না যে,কখন সকাল, কখন দুপুর বা বিকেল। সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত একই আলোর আভা।



নতুন বাসায় সব জিনিস একা একাই গোছ গাছ করলাম। আপনাদের ভাবী তখনও দেশের বাসায়। আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। যাই হোক, বাসাতে বেডরুম দুটা। কি ভাবতে ভাবতে ২য় বেড রুমে ঢুকলাম। বাড়িতে পুরা থম থমে অবস্থা। সেদিন শুক্রবার বিকেল ৪টার মত হবে। রুমে পা রাখতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। মনে হল কেউ যেন আমার শরীরের ভেতর দিয়ে পার হয়ে গেল। একটু দাঁড়িয়ে ভাবলাম, বন্ধ থাকায় মনে হয় রুমে গ্যাস জমেছে, তাই মাথা চক্কর দিল। কিন্তু শরীরের ভেতরে যে অনুভূতিটা হল সেটা ঠিক বুঝলাম না।



এরপর জানালাগুলো খুলে দিলাম। দক্ষিন আর পশ্চিমে দুটো বড় জানালা। কোন বাতাস নেই। আকাশ গুমোট। তারপর আমি ঐ রুমের দরজা পেরুতেই ধারাম করে পাল্লা লেগে গেল। এত জোরে শব্দ হল যে, রীতিমত চমকে উঠলাম। দেখি দরজা লক হয়ে গেছে। মাস্টার বেডরুমে চাবির গোছা রেখেছিলাম, সেটা এনে লক করা দরজা খুললাম। খুলেই তালা টা চেক করলাম। দেখি লকটা সব সময় দাবানো থাকছে। তারমানে দরজা বন্ধের আগে আমি ভুল ক্রমেও তালা লক করিনি। জানালার কাছে দাড়ালাম। কোন দমকা বাতাস গায়ে লাগল না। বরং মনে হল ২ মিনিট আগের চেয়ে এখন ঘরটা আরও অন্ধকার।



তখন আর দেরি করলাম না। তাড়াতাড়ি রুমের জানালাগুলো বন্ধ করে আবার দরজাটা ভিজিয়ে দিলাম।



এরপর গেলাম ৩য় তলার ভাড়াটিয়ার সাথে আলাপ করতে। কথায় কথায় জানতে পারলাম, তারা আগে আমার ফ্লাটেই ছিল। আড়াই মাস ছিল আমার ফ্লাটে। কেন তারা এই ফ্লাটটা ছেড়ে এসেছে, তার কোন উত্তর দিল না।







দিনে দিনে আরও মজার ঘটনা ঘটেছে। প্রতি পর্বে একটু একটু করে লিখব। ভাল থাকবেন সবাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

মদন বলেছেন: চলুক
আরেকটু বড় হলে পর্বগুলো কম হতো।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

অপলক বলেছেন: চেষ্টা করব :)

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

রবিউল ফকির বলেছেন: ভাই বাসাটায় বদ জীন আছে, সাবধানে থাইকেন। দিনের বেলায় ভাবীরে বাসায় একা রাইখেন না। তাইলে ....................। পারলে সঙ্গে করে অফিসে/কাজে নিয়ে যাবেন। নইলে কিন্তু উপায় থাকব না..................................।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

অপলক বলেছেন: উপদেশ মাথায় রাখলাম। :||

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভুত এফ.এম আপনার কাছ থেকে নতুন কোন ঘটনা পাবে আশা করছি।

যুগাযুগ কৈরা লন :)


(তবে সাবধানে থাকবেন)

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

অপলক বলেছেন: বাসায় যে সব ঘটছে, সেগুলো খুবই সিম্পল ঘটনা। এতো ছোট খাটো ঘটনা নিয়ে ভুত এফ এম এ যাওয়া যায় না। আমার সাথে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সিলেট রাবার বাগানে। ওসব নিয়ে এখনই ভুত এফ এম এর সাথে চুদুরবুদর (বাড়াবাড়ি) B-) করতে ইচ্ছে করছে না।

৪| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

অহন_৮০ বলেছেন: চলুক...

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

অপলক বলেছেন: চলছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.