নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
রাত আনুমানিক ৯টা। অফিস থেকে ফিরে পেপার পরছি। আমার নতুন ফ্লাট গোছান মোটামুটি শেষ। আপনার ভাবিকে তখনও দেশের বাসা থেকে নিয়ে আসা হয়নি। চারিদিকে ঘড়ির টিক টিক আওয়াজ ছাড়া আর কিছু নেই।
আমার ফ্লাটে মোট ৩ টা বাথরুম। হঠাৎ মনে হল, কমন বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। বোঝার চেষ্টা করলাম বৃষ্টি হচ্ছে নাকি আশেপাশে কোন বাসার শব্দ। মোবাইল হাতে নিয়ে গেলাম ঐ বাথরুমের কাছাকছি। মনে হল বাথরুমে কেউ আছে।
বাথরুমের দরজা না খুলে আগে মেইন দরজার কাছে গিয়ে চেক করলাম যে দরজা খোলা কিনা? দেখালাম ভেতর থেকে ছিটকিনি দেয়া প্লাস তালা লক করা। আবার বাথরুমের দিকে গেলাম, হাতে মাকড়াসার ঝুলি ঝাড়ার লাঠি। কিন্তু কোন শব্দ নেই। বাথরুমের ভেতর ঢুকলাম। বাথরুমের মেঝে শুকনো। পুরা মফিজ বনে গেলাম...
সব ঘর ভাল করে চেক করালাম । একটা তেলাপোকাও নেই। বেডরুমে এসে আবার পেপার হাতে নিলাম। সাথে সাথে কারেন্ট গেল। মম বাতি জালালাম। মোমবাতি + ম্যাচ আমার বালিশের নিচেই থাকে। ভাবসি গরম লাগছিল। ভাবলাম জানাল খুলে দিব। মশা আসলেও কিছু করার নেই।
জানালাটা দক্ষিণ দিকে। প্রায় ৮ ফুটের থাই জানালা। এদিকে একটু আগের ঘটনায় আমি একটু ভীত। মনে মনে দোয়া পরছিলাম। জানালাটা এক বিঘের মত কেবল খুলেছি আর পুরোটাই ধারাম করে নিচে পড়ে গেল। আমি তো পুরা আহম্মক । পাশের বাসা থেকে চোর চোর বলে চিৎকার আসল। আমি মোম বাতি নিয়ে জানালায় দাড়িয়ে, শুধু বললাম, ভাই আমার জানালা খুলে পড়ে গেছে।
পরে চিন্তু করলাম, যে জানালা ৩ জন মিস্ত্রি তুলে আনতে ঘাম ঝড়ে গেল, আমি একা কিভাবে সেটা ঠেলে নিজে ফেলে দিলাম। আরও মজার ব্যাপার হল, প্রায় ১৫ ফুট ওপর থেকে পড়েও জানালা কোন ক্ষতি হয়নি।
এর পরের ঘটনা.........
তখন আমার বউ আসছে। দুজনেই ঘুমিয়ে পড়েছি। শীতের সময়। আমার বেডরুমের কাঠের ভারি দরজা। দরজার পাল্লা এই সময়টাতে একটু বেকে যায়। লক করতে বেশ জোরাজুরি করতে হয়। যাই হোক বাসার সব দরজা জানালা বন্ধ। ঠান্ডা বাতাস আসার কোন চান্স নাই।
দরজা বন্ধই ছিল। কিন্তু লক করা হয়নি। বা ছিটকানি দেয়া হয়নি। হঠাৎ খুব শব্দ করে দরজা খুলে গেল। দুজনেই জেগে উঠলাম। ও শুধু বলল, এটা কি হল? আমি বললাম জানি না। তারপর লাইট জালালাম। দেখি রাত ৩টা ১০।
পুরো বাড়ি চেক করলাম। কোথাও কিছুই নেই। আবার যাতে ঘুম না ভাঙ্গে, তাই পাল্লাটা খুলেই ঘুমালাম। সকালে ভাল করে পা্ল্লাটা চেক করলাম, বাইরে থেকে কতটা প্রেসার পেলে এভাবে ধারাম করে থুলতে পারে। যা বুঝতে পারলাম সেটা আর আমার ওয়াইফ কে জানায়নি।
এভাবেই চলছে ... আগামী পর্বে আরও ঘটনা বলব। ভাল থাকুন সবাই।
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫
অপলক বলেছেন: একটা ব্যাখ্যা নিশ্চয় আছে। তবে এখনও ওটাকে ভুত নাম দেইনি।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
অহন_৮০ বলেছেন: ভালোই তো হচ্ছে....... ভূতের সাথে বসবাস