নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

আমার ১৮ নম্বর বাসা পর্ব ৫

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

তখন মাঝরাত। ঝাকুনিতে ঘুম ভেঙ্গে গেল। হর হর করে কিছু বলল আমার বউ। বুঝলাম ও মানুষের ছায়ার মত কিছু একটা দেখেছে। যেটা কিনা বিছানার সাথে লাগোয়া জানালা দিয়ে বেরিয়ে গেছে।



আমি রুমে কোন জিরো বাল্ব জালাই না। তবে পাশের বাসার বেলকুনিদে লাইট জালানো থাকে। ঐ আলোতে আমাদের বেড রুমে আবছা আলো থাকে। সাদা দেয়ালে টিকটিকি হাটলেও কিছু একটার নড়াছড়া বোঝা যায়। সে পরিমান আলো।



আমি অভয় দিলাম। বললাম, পর্দার উপর কোন ছাঁয়া পড়ায় এমন মনে হয়েছে। স্বপ্নও হতে পারে। কিন্তু ওর যুক্তি হল, পর্দার উপর হলে ঠিক আছে, কিন্তু ঘরের মাঝখান থেকে ওটা হেটে জানালার কাছে গিয়ে ভ্যানিস হয়েছে।



যা হোক, আমি আমলে না নিয়ে ঘুমালাম। এর কিছুদিন পরের ঘটনা। আমি এক অদ্ভূত জিনিস দেখলাম। আমার ঘরেই। বিছানা শুয়ে। তখনও মাঝরাত। গরমে নাকি অন্য কোন কারণে ঘুম ভেঙ্গে গেছে জানি না। বুঝলাম কারেন্ট নেই। খুব গরম।



হটাৎ মশারির বাইরে চোখ গেল। দুটো আলো। চারকোনা, ম্যাচের বাক্সের সাইজের হবে। একটা কলাপাতা কালার, অন্যটা আগুন কালার। এলোমেলো ভাবে নড়েই চট করে নাই হয়ে গেল। ছাদ আর মশারির মাঝামাঝিতে এটা ছিল। ঠিক যেন এক সেকেন্ডের ঘটনা। ব্যাপারটা কি হল বুঝলাম না। তারপর উঠে পানি খেলাম। জানালাটা খুলে দিলাম বাতাস আসার জন্যে।



ঘটনা ২.

অন্য সব দিনের মত সেদিনও রাতে খাবার পর আমরা হাসবেন্ড ওয়াইফ ছাদে হাটছি। রাত তখন ১২ টার কাছাকাছি হবে। আবহাওয়া মোটামুটি সুন্দর। আকাশ পরিষ্কার। একটু একটু বাতাসও হচ্ছে । আমারা এ গল্প সে গল্প করছি।



কেন জানি আচমকা আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। ও কিন্তু কিছু বুঝল না। আমিও বললাম না কিছু। এর ৫ থেকে ১০ সেসেন্ডের মাথায় আমরা পারফিউমের গন্ধ পেলাম। বেশ মিস্টি। আস্তে আস্তে গন্ধটা কড়া হয়ে গেল।



প্রথমে ওই আমাকে বলল। আমি কোন গন্ধ পাচ্ছি কিনা। আমি বললাম পাচ্ছি, বেলি ফুলের গন্ধ। ও বলল, ওটা বেলি ফুলের না। এদিকে হাসনাহেনার গন্ধ হলে আমি খুব ভাল করেই চিনতাম। সেটাও না। আর তাছাড়া আশেপাশে কোন বাসাতেই ফুলের গাছ নেই।



আমি পাশের বাসার ছাদের দিকে তাকালাম। কেউ নেই। হতে পারে নিচের ফ্লাটের কেউ হয়ত পারফিউম ইউজ করছে। সে যাই হোক, পুরো ছাদ জুড়ে আমরা বেশ কিছু ক্ষণ গন্ধ পাচ্ছিলাম।





আর অল্প কিছু ঘটনা বাকি। হয়ত সামনের পর্বে শেষ হয়ে যাবে। সবাই ভাল থাকুন।



আগের পর্বের লিঙ্ক

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

ভিটামিন সি বলেছেন: খাইছে আপনারে। হাঁটা বাবার তেলপড়া খাইতে হবে আপনাদের দু'জনার। নাইলে শান্তি নাইরে পাগল।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

অপলক বলেছেন: বডিতে যত রে ভাই .... B-) সেই তো কমাইতে পারতেছিনা। :P

২| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

মেদভেদ বলেছেন: ঘরে উচ্চ স্বরে কোরান তেলাওয়াত করুন, উচ্চ স্বরে একামত দিয়ে নামায পড়ুন, দুষ্ট জিনের উপদ্রব থাকলে ইনশাআল্লা মুক্তি পাবেন।
{যদি আপনি মুসলিম হন}

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

অপলক বলেছেন: ও আচ্ছা ....

৩| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

অহন_৮০ বলেছেন: হুম........ ভালো

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

অপলক বলেছেন: কি ভালো? বুঝলাম না তো !

৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

আরহাসান বলেছেন: চালিয়ে যান, ভবিষ্যতে "ভুতের গল্প" ভাল লিখতে পারবেন।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

অপলক বলেছেন: গল্প না রে ভাই। এসব ঘটেছে আর এখনও ঘটছে ... 8-|

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

লজিক মানুষ বলেছেন: প্রথম ক্ষেত্রে হতে পারে আপনার পাশের বাসার কেউ বেলকুনিতে ছিল বা তার ছায়া আপনার ঘরে পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আলোর উৎসের কাছাকাছি ছোট্ট কিছু থাকলেও সেটা অনেক বড় ছায়া তৈরী করে যা অনেক সময় মানুষের আকৃতির হতে পারে।

পাত্তা দিয়েন না। ঘুমানোর সময় সৃষ্টিকর্তাকে সরণ করে ঘুমাবেন। সব ঠিক হয়ে যাবে। মনে বল আসবে।

আলো তো অনকে উৎস থেকেই আসতে পারে তাই না? ধরুন কারো ঘরের জানালার কাচ খাজ কাটা (আগের কালে এরকম কাচ ছিলো) চৌকোনা ধরনের। কোথাউ দেখছেন কিনা জানি না। তবে পুরাতন ঘর-বাড়িতে পেতে পারেন।

তেমন যদি হয় তবে ওপাশের আলো যখন বাইরে আসে তখন ঐ কাচ গুলো এক একটা প্রিজমের মতো কাজ করে। তখন আপনি বিভিন্ন রং এর আলো দেখতে পারেন। হয়তো ওটা কারো জানালার থেকেই আসছে। উনি জানালা খুলছেন/বন্ধ করেছিলেন তাই আলোটা ওরকম করেছিলো।



"একটু একটু বাতাসও হচ্ছে" এটাই ক্লু। আপনি তো ছাদে ছিলেন তাই না? গুলিস্থানের মোড়ে হকার রা কিছু পারফিওম বিক্রী করে যার ঘ্রান হাজার গুনে কড়া। বেলি ফুলের ঘ্রান/ হাসনাহেনার ঘ্রান।

ধরুন আপনার ছাদে যে দিক থেকে বাতাস আসছিলো সেই দিকের কোন একটা বাসার জানালার কাছে কেউ সেই পারফিওম স্প্রে করলো।

তখন কি হবে??? ঐ ঘন্ধ নিশ্চয় আপনাদের দিকেই আসবে? এবং ধীরে ধীরে কাছে আসবে। এবার তো ভয় কাটলো???



আপনার সব কিছুই কাকতলিয় ব্যাপার। আর নিতান্তই যদি মনে করেন আসলেই কিছু আছে তাহলে ঐ যে ইষ্ট নাম জব করতে হবে।



১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১

অপলক বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.