নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
অনেক আশা করেছিলাম, ওয়াল্টনের কাস্টমার সার্ভিস নিয়ে। কিন্তু সিলেটে এদের সার্ভিস এতো বাজে তা ধারনাও করিনি। আমি জানি না, অন্যান্য ডিস্ট্রিকে কেমন?
আমি ব্লগে এটা প্রকাশ করতাম না, যদি না পর পর দুবার এদের সার্ভিস খারাপ না পেতাম।
দেশের একটা আশার আলো দেখানো প্রতিষ্ঠানের এমন অবস্থা মেনে নেয়া যায় না। শুধু আমি না, আমার অফিসের কলিগ এবং আমার প্রতিবেশি, তিনিও একই হতাশাজনক অভিঞ্জতার কথা বলেছেন।
শুধু আমার কথা বলছি:
ঘটনা ১. গত বছর গিয়ার বক্সের অর্ডার দিয়ে ২ সপ্তাহ পরেও দিতে পারেনি। আমি কম করে হলেও ৫ দিন ফোন দিয়েছি। এমন কি, স্বশরীরে গেছি ৩ দিন। আজ দিচ্ছি কাল আসবে এসব বলে শেষ ২ সপ্তাহ পার করেও দেয়নি। তাদের এন্ট্রি খাতায় হয়ত এখনও আমার নাম ঠিকানা পাওয়া যাবে ।
ঘটনা ২. এই বছর ইঞ্জিনের কাজ করাতে আমার লেগেছে ১৬ দিন। তাও আমি নিজে গেছি ৪ দিন। আর ফোন দিয়েছি ১১ বার। তারউপর আমার ভাল স্পার্ক পেলাগ খুলে নিয়েছে। পুরান একটা সেট করা দেখে আমি বললাম আমার আগের প্লাগ কই। আমাকে জানান হল এটাই আমার। প্রতিবাদ করাতে চুপ থাকে তারা। পরে আমাকে নতুন প্লাগের টাকা দিতে হয়েছে।
এরপর দেখলাম, ব্যাটারীর এক্সট্রা লিকুইট বের হবার একটা পাইপ থাকে, সেটাও নাই। বাইকে নতুন ব্রেক সু লাগিয়েছিলাম সার্ভিসে দেবার ২ সপ্তাহ আগে। বাইক রিলিজ করার পর বাসায় যাবার সময় বুঝলাম ব্রেক লুজ, চাকা কাপছে। পরের দিন স্হানীয় এক ওয়ার্ক সপে গিয়ে দেখালাম। ওরা জানাল ব্রেক সু একদম ক্ষয় হয়ে গেছে। মজার কথা হল, ইঞ্জিনের সমস্যা হবার কারনে আমি ব্রেক সু লাগানোর পর তেমন চালাইনি। তারউপর রেয়ার হুইল এ্যাডযাস্ট করা নেই, দেখলাম বাম সাইটের নাট খুলে আছে।
শেষে ইঞ্জিনের যে কাজ করাতে আমার প্রায় ৫০০০ টাকা খরচ হয়েছে ওয়াল্টন সার্ভিস সেন্টারে তা পুরাই গচ্চা। কারন এই এক মাসের মাথায়, আগের সমস্যা আবারও হচ্ছে। যাই হোক মন টা খুব খারাপ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
অপলক বলেছেন: আমার সাথে যা হলো, সেটা রীতি মত অপরাধ। একধরনের চুরি, লোক ঠকানো ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
মাথাল বলেছেন: এইভাবে তো ঠিকে থাকতে পারবে না, ব্যবসা কি মামুর বাড়ির কলা? যে অল টাইম রেডী থাকে, যে কোন সময় ছিল্লা খাইয়া ফেললেই হল...
:/
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
অপলক বলেছেন: এরা ওয়ান টাইম বিজনেজ করবে। ২০২০ সালের মধ্যে ধরা খাবে যদি একনকার মত চালিয়ে যায়।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
জ্ঞাতিবৈর বলেছেন: আপনি এই ([email protected]) address complain করে দেখতে পারেন, আপনার মোবাইল নম্বর সহ। এটা ওয়াল্টন সার্ভিস সেন্টারের উচ্চপদস্ত কর্মকর্তারা দেখেন। সেখানে সার্ভিস সেন্টারের ইনচার্জ ফারুক সাহেব জানলে আশা করি ভাল কিছু হবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
অপলক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
পথহারা সৈকত বলেছেন: Would you please give your mail ID ? I think, I can help you.....
My mail id: [email protected]
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১
অপলক বলেছেন: I will mail you. Thanks
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
মদন বলেছেন: খুবই দু:খজনক এবং একই সাথে হতাশার খবর।
ইমেইল করে কোনো লাভ হয়েছে কি?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৭
অপলক বলেছেন: আমি কোন রেসপন্স পাইনি। ওরা নিজেদের স্বার্থে একশান নিলেই ভাল।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
কেএসরথি বলেছেন: মতো ওয়ারেন্টি দিয়ে আমরা কি করব? যদি তাদের সার্ভিস সেন্টারে জিনিস নিয়ে গেলে, তারা ভালো জিনিস খুলে পুরানো জিনিশ লাগায়ে দেয়, এই ালের ওয়ারেন্টি দিয়ে কি করব??
অভদ্র জানোয়ার আর কি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৮
অপলক বলেছেন: আপনার আপনার গালি ওদের কান পর্যন্ত যায় না রে ভাই ...
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
গেন্দু মিয়া বলেছেন: দুঃখজনক। দেশীয় প্রতিষ্ঠানগুলোর এহেন আচরন আমাদেরকে আরো পিছিয়ে দেবে।