নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
হয়ত জরুরী কাজে হয়ত কোথাও যাবেন বা অফিসে বের হচ্ছেন, আপনার বাইক স্টার্ট নিচ্ছে না, অথচ গতকালই ঠিক ছিল, বা চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে গেছে, কি করবেন তখন?
আগে জানতে হবে কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে স্টার্ট বন্ধ হবার পেছনে :
১. গ্যাসোলিন না থাকা।
২. ইঞ্জিন ঠান্ডা হয়ে যাওয়া।
৩. ইঞ্জিনে ঠিকমত ফুয়েল না যাওয়া।
৪. চলন্ত অবস্থায় ইঞ্জিন খুব হিট হয়ে যাওয়া।
৫. ফুয়েল ট্যাঙ্ক এয়ার টাইট হয়ে যাওয়া। ফলে ফুয়েলের নিচে নামতে না পারা।
৬. স্পার্ক প্লাগে ময়লা জমা।
৭. ইঞ্জিন ওয়েলের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া।
৮. ঝাকিতে তার খুলে যাওয়া।
৯. কার্বুরেটরের সমস্যা ।
১০. আপনার কপাল তুমুল খারাপ।
১ থেকে ৬ পর্যন্ত সমস্যার সলুউশান আপনি নিজেই করতে পারবেন । ৬ নং এর জন্যে যা করবেন:
সাধারণত ময়লা জমলে এয়ার পাসের ছোট ছিদ্র বন্ধ হয়ে যায়। অথবা বৃষ্টির পানিতে ছিদ্র বন্ধ হয়ে যায়। তখন ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা খুলে আবার বন্ধ করুন। কাজ করবে আশা করি। আর গিয়ার ঠিক সময় মত ফেলবেন। যাতে যতটা সম্ভব ইঞ্জিনে প্রেসার কম পড়ে। উঁচু রাস্তা বা ব্রিজে ওঠার সময় লো গিয়ারে চালান। থামা অবস্থা থেকে দ্রুত স্পিড না তুলে ধীরে ধীরে স্পিড তলুন। একটানা চালানোর ক্ষেত্রে দেড় থেকে ২ঘন্টার মাথায় ১৫-২০ মিনিটের যাত্রা বিরতি দিন।
নতুন বাইক হলে প্রথম ১০০০কিমি এর পর সব সময় প্রতি ১০০০কিমি.তে ইঞ্জিন ওয়েল চেন্জ করুন। ভাল ওয়েল রিফিল করলে ১০০০-১২০০কিমি এর মধ্যে। আর খোলা ওয়েল হলে ৫০০ কিমি পর পর। তবে বাইকে যদি সব সময় পিলো প্যাছেঞ্জার থাকে বা একটানা ৬০০+ রান করান, তবে ১০০০কিমি হলেই চেন্জ করা উচিত। নয়ত, মাইলেজ কমে যাবে, ইঞ্জিন হিট হবে বেশি, হঠাৎ হঠাৎ স্টার্ট থেমে যাবে, বা গাড়ি চালিয়ে শান্তি পাবেন না, ইঞ্জিনে সাইন্ড হবে, কালো ধোয়া বের হবে। তবে ১০০ সিসির নিচের বাইকে দেরিতে ওয়েল চেন্জ করা যায়। কারন ঐ বাইকগুলো হালকা। ওসবে কেউ লঙ্গ ড্রাইভও করে না।
এখন বলব তাদের বাইকের কথা, যারা ৬ মাসের বেশি বাইক ফেলে রেখেছেন।
১. যতটা সম্ভব ধুলা পরিষ্কার করুন।
২. পুরাতন ফুয়েল, ট্যাঙ্কে থাকলে বের করে নিন।
৩. পুরান ব্যাটারী রিচার্জ করে নিন।
৪. ইঞ্জিন ওয়েল নতুন করে রিফিল করুন।
৫. স্পার্ক পেলাগের ময়লা পরিষ্কার করুন। পারলে নতুন প্লাগ লাগান।
৬. স্লেফ না দিয়ে কিকের মাধ্যমে স্টার্ট দিন। ১০ মিনিট ইঞ্জিন চালু রেখে গরম করুন। তারপর রান করান।
যদি স্টার্ট না নেয় তখন দেখতে হবে:
১. ব্যাটারীর প্লাস মাইনাস কানেকশান ঠিক মত লাগিয়েছেন কিনা ।
২. স্টার্টার পিন বা স্টার্টার গিয়ারের সমস্যা আছে কিনা?
৩. স্পার্ক প্লাগে স্পার্ক হচ্ছে কিনা ?
৪. ফুয়েল প্লাগ জ্যাম হয়ে গেছে কিনা ?
৫. ইঞ্জিনের প্রেসার সুইটিবল অবস্থায় আছে কিনা?
এ রকম শত শত কারন থাকতে পারে স্টার্ট না নেবার পেছনে। তবে না ঘাবড়িয়ে অভিঞ্জ কোন মেকারকে দেখানই ভাল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
অপলক বলেছেন: Thanks...
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
মদন বলেছেন: ++++++++++++++++++
অনুমতি দিলে এখানে পাবলিশ করতাম http://www.motorcyclevalley.com/
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
অপলক বলেছেন: আপনার এই সাইটে আমি প্রায়ই ঢুকি। ফিউশন ১২৫সিসি এর পেজ এ ইউটিউব লিঙকটা কাজ করে না। ওটা আশা করি ঠিক করবেন।
Click This Link
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
আমিনুর রহমান বলেছেন:
কাজের পোষ্ট
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
অপলক বলেছেন:
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
মদন বলেছেন: ফিউশনের ভিডিওটা ঠিক করা হলো
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
অপলক বলেছেন: হ্যাঁ এবার ঠিক আছে।
ঐ ভিডিওটা নিয়ে একটা প্রশ্ন জাগছে। লক্ষ্য করবেন সেখান ২ রকম বাইক নিয়ে রান করে নায়ক নাইকা। কিন্তু একটা মোটা টায়ারের বাইক কিন্তু ওয়ালটনের না। এ ব্যাপারে আপনার কোন ধারনা আছে? থাকলে জানাবেন।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খালি একটা মোটরবাইকই দরকার এহন.....
পুস্টে ++++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
অপলক বলেছেন: একদিক দিয়ে না কিনে ভাল আছেন। কিনলেই দেখবেন ঘটনাবহুল জীবন হয়ে গেছে।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
এম ই জাভেদ বলেছেন: সব ই বুঝলাম। কিন্তু শেষ পর্যন্ত যদি ম্যাকানিক ই ভরসা হয় তবে আমি এত কিছু জেনে লাভ কি ?
৩ বছর ধরে বাইক চালাই, টুলবক্সটি খুলে পর্যন্ত দেখিনি এখনো। যে পার্টস গুলোর নাম বললেন লেখায় তার অনেকটাই অজানা !!
এখন আমার কি উপায়!! একবার বিপদে পড়েছিলাম । ফোন করে গাড়ি এনে তবেই রক্ষা। সেবারের প্রব্লেম ছিল ফুয়েল শেষ কিন্তু আমি টের পাইনি। সেই থেকে এখন ট্যাংকে রিজার্ভ রাখি।
পোস্টে ++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
অপলক বলেছেন: একটা রেঞ্জ আর বাইকের টুলস গুলো থাকলে ১ থেকে ৭ এর মধ্যে যে কোন প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারবেন।
আর কোন ডিভাইসের কি নাম+কাম এখান থেকে দেখে নিন http://www.dansmc.com/glossary/motorcycle glossary.htm
যদি রিজার্ভ ফুরিয়ে যায়, তবে বাইকটাকে একটা ঝাকাঝাকি করুন ট্যাঙ্কের লকটা খুলে। এরপর লক বন্ধ করে বাইকটাকে সাবধানে কাত করে মাটিতে শুয়ে দিন। এতে করে আপনার বাইক কিছুটা ফুয়েল পাবে। এভাবে একবার সুবিধা পাবেন। কিন্তু তেল আসবে কোত্থেকে? সাধারনত ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে একটু উচু ডিভাইডার থাকে। কিন্তু ওয়েল পাছের কেবল একদিকে থাকে। যখন ডানে বামে ঝাকাঝাকি করবেন বা মাটিতে কাত করে শুয়ে দিবেন, কিছুটা তেল চুয়ে একদিকে চলে আসে। ফলে অনন্ত হাফ কিমি পর্যন্ত বাইক যেতে পারে। তবে কিছু কিছু বাইক মেজেলি, এফজেডআর এসব বাইকে এই প্রক্রিয়ায় কোন ফাইদা পাওয়া যাবে না।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
গরম কফি বলেছেন: আপনি কোন বাইকটা শেষ পর্যন্ত কিনেছিলেন ওয়াল্টন এক্সপ্লোর কিনবেন বলেছিলেন ..
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
অপলক বলেছেন: Fusion 125cc চালাচ্ছি এখন।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫
এম মশিউর বলেছেন: আমি মটরবাইক চালাইতে পারি না! তাই পোস্টটা আমার জন্য নয়!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
অপলক বলেছেন: আমি রাধতে পারি না, তাই খাবার আমার জন্যে নয়, এই টাইপের হয়ে গেল তো ভাই ! ব্যাপার না।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩
আমি অপদার্থ বলেছেন:
হেঁটে রওনা দেব। রিক্সা পাইলতো কথাই নাই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
অপলক বলেছেন: দারুন। কিন্তু জানেন তো রিক্সার প্রেট্রোল খরচও বেড়ে গেছে। :p
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১০
এহসান সাবির বলেছেন: উপকারী পোস্ট।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
অপলক বলেছেন: ধন্যবাদ ভাই।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
গরম কফি বলেছেন: ওয়াল্টন এক্সপ্লোর কিনেছিলেন ! আপনারটা (ফিউসন )কেমন সার্ভিস দিচ্ছে । আমি একটা কিনবো ভাবছি ...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৬
অপলক বলেছেন: মাইলেজের কথা চিন্তা করলে মনটা খারাপ হয়। এমনিতে মোটামুটি ভাল। এক্সফ্লোরার কেনা হয়নি শেষপর্যন্ত।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৩
৪০৪ পাওয়া যায়নি বলেছেন: হেহ!হেহ!হেহ! বাইসাইকেল চালাই। ইস্টার্ট না নিলে কান্ধে তুইলা হাঁটা শুরু করি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
অপলক বলেছেন: আমিও ৮ বছর ফনিক্স সাইকেল চালাইছি। কিন্তু কান্ধে নিতে পারতাম না। যে ভারি রে ভাই !
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
চান্টু ভাই বলেছেন: পোষ্ট টা আমার ভাল লাগল!
আমি বাইকের ফ্যান, খুব ভাল লাগে বাইক চালাতে!
ধন্যবাদ