নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

শাবাশ হাসিনা বুবু

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোন রাজনীতিবিদ কে পছন্দ করি না। এদের নোংরামি আমার ভাল লাগে না। তবে শেষ মেষ শেখ হাসিনাকে একটা ধন্যবাদ না দিয়ে পারছি না। শুধু এই জন্যে যে, বাংলাদেশের পক্ষ থেকে যে ধমকটা দেয়া দরকার, পাকিস্তানকে সেটা দেয়া হয়েছে। এটা যেন সব সময়ই হয়।



আমার এই কথাটুকু হয়ত তার কানে পৌঁছাবে না। তবু বাংলাদেশের সার্বভৌমত্যের আঘাতকারীকে যে দু'কথা শুনিয়ে দিয়েছেন, তাতেই যেন আমার গায়ের প্রত্যেকটা লোম আনন্দে দাঁড়িয়ে গেছে, শিহরন খেলে গেছে সমস্ত অস্তিত্বে। আবারও ধন্যবাদ তাকে।



কেউ যদি থাকেন, যদি পারেন, এই ভার্চ্যুয়্যাল জগত থেকে ধন্যবাদটুকু বাস্তবে পৌঁছে দেবেন।



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

গুগলরকস বলেছেন: হাসিনার মতন লোকই দরকার দেশ চালানোর জন্য, এত চাপ সত্ত্বেও কসাইরে ঝুলাইলো। খুব সাহসী পদক্ষেপ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

অপলক বলেছেন: হাসিনা একা ভাল হয়ে তো লাভ নাই। তার আশেপাশে থলের কাল বিড়াল, বনের বাঘ আর বিচি ছাড়া পাঠারা আছে। তার উপর দাদাদের উপর অন্ধ ভালবাসা।

সমস্যা অনেক।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

দখিনা বাতাস বলেছেন: হুমমম। ঠিক এই কথাগুলোই একটু আগে অফিসে সবাই বসে বলছিলাম আমরা

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

অপলক বলেছেন: সারাদেশেই একই অবস্থারে ভাই। :)

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

হাসিব০৭ বলেছেন: সহমত কিন্তু জায়গামত ভারতেও মাঝে মাঝে দেয়া দরকার কিন্তু সেটা তো তারা করে না।

সীমান্ত হত্যাকান্ড নিয়ে তারা চিন্তিত থাকে না কিন্তু সীমান্তের মানুষগুলো কি মানুষ না তারা কি এদেশের নাগরিক না?

তিনি খাটেরতলা পাহারা দিতে পারবেন না ভাল কথা কিন্তু রাজপথ তো পাহারা দিতে পারবেন সেখানেও দিনেদুপুরে আজও মানুষ খুন হয়

এগুলো মানতে পারি না

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

অপলক বলেছেন: বাংলাদেশ ইচ্ছা করলেই পারে। কিন্তু শেখ বা জিয়া পরিবার কখনও তা করবে না। অন্যদিকে মাঠে নেমেও লাভ নাই। চীনের সাথে কি অবস্থা তা তো দেখছেন।

ভারত এখন রকেট বানায়।অথচ ৮০% লোকের কোন শৌচাগার নেই। সে হিসেবে আমাদের দেশে একটা টোটাল সোস্যাল ইকোনমিকাল ব্যালেন্স আছে।

তারউপর হাসিনা একা ভাল হয়ে তো লাভ নাই। তার আশেপাশে থলের কাল বিড়াল, বনের বাঘ আর বিচি ছাড়া পাঠারা আছে। কি বুঝলেন?

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

আকাশদেখি বলেছেন: বেচারী চাইলে অনেক কিছু করতে পাড়েন. কিন্তু কেন যে চায় না....।

সব দেশের সাথে যদি এমন করত তাইলে আমাগো বুক টা ভইরা যাইত...।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

অপলক বলেছেন: সবদেশের সাথে করে খাল কেটে কুমির আনার দরকার কি? তার নিজের দলটা শুধু ঠিক করতে পারলেই হত। অটোমেটিক অভ্যন্তরীন আন্তর্জাতিক সব সমস্যা সমাধান হয়ে যেত।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

মো ঃ আবু সাঈদ বলেছেন: আওয়ামিলীগ যখন জিতে তখন একা একা জিতে আর যখন ডুবে তখন সবাইকে (পুরো রাম-বামবলয়) নিয়ে ডুবে। বর্তমানে ডুবন্ত আওয়ামিলীগের অবস্থাও তাই। শহীদ কাদের মোল্লার জুড়িশিয়াল কিলিং নিয়ে সর্বশেষ প্রতিক্রিয়া দাতা দেশ হলো পাকিস্তান। ইতোপূর্বে ব্রিটেন,আমেরিকা, জাতীসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, বাহরাইন তাদের প্রতিক্রিয়ায় এটাকে বিচারিক হত্যা সাব্যস্ত করে নিন্দা ও দুঃখ প্রকাশ সাঙ্গ করেছে

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

অপলক বলেছেন: জোস বলছেন.... =p~

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

এই আমি সেই আমি বলেছেন: বাপকা বেটি ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

অপলক বলেছেন: হুমম।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

HHH বলেছেন: হ ভাই, আর উনি যখন ভারতের ইয়ে চাটেন তখন কোন জায়গার লোম খাড়ায়?

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

অপলক বলেছেন: তখন আপনার যে জায়গার লোম খাড়ায় আমারও তখন একই জায়গার লোম খাড়ায়।

আমি দেখি কোনটা ভাল দেশের জন্যে। কে করছে, সেটা আমার দেখার কথা না। আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষের সাধাসিধা জীবন, আমি সেটাই বুঝি। আমি ফাইল আটকে রেখে টাকা ইনকাম করি না। দিন আনি দিন খাই।

এইবার বুঝছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.