নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

সিলেট: সাধারণ মানুষ যাদের জিম্মায়

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪

পূন্যভূমি সিলেট। ভ্রমন পিপাসুদের জন্যেও তালিকায় আছে সিলেট। কিন্তু এই সিলেটের সিটি করপোরেশান এলাকায় বসবাসকারীরা এখন জিম্মায় শহর কর্তাদের হাতে।



প্রশ্ন করবেন হয়ত কিভাবে? যেদিক দিকে তাকাবেন সব দিকেই আপনি অনুভব করবেন আমার কথাটা । সেটা হতে পারে শহরের যানযট, পানি সাপলাই, সুয়ারেজ, ড্রেনেজ, চিকিৎসা, নতুন বিদ্যুৎ সংযোগ .... সব ক্ষেত্রেই। একটা সাধারণ কথা বলি, শুনলে হয়ত বিশ্বাস হবে না, সিলেট শহরে মনে হয় ৫০ টা ডাস্টবিনও নেই। সিটি করপো: ট্রাক রাস্তার পাশের স্তুপ করা কিছূ জায়গার ময়লা তুলে নিয়ে যায়। কিছু এলাকায় ব্যক্তি উদ্দ্যোগে ময়লার গাড়ির ব্যবস্থা আছে।



যাই হোক যে কথা বলার জন্যে লেখাটা শুরু করেছি। এখানকার উপর তলার কিছু মানুষ ডিস লাইনের ডিজিটাল করনের নামে কোটি টাকার মুনাফা করতে মাঠে নেমেছে।



তাদের টার্গেট হল, ১ কোটি টাকার বিপরীতে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়া শ্রেফ ১ বছরে। আর উপায়টা হল ডিজিটাল সেটটপ বক্স বিক্রি।

আর এই সেটটপ বক্সে তার ৫০০টাকায় ১৩৬টা চ্যানেল (কাগজে কলমে ১৫০টা ) । আর ৪০০ টাকায় ৮৬ টা চ্যানেল দিচ্ছে। সেটটপ বক্স আবার ২০০০ ও ৩০০০টাকা মূল্যের।



এই ডিভাইটির মাধ্যমে তারা পছন্দের চ্যানেল ব্যবহারের সুযোগ দিতে পারবে না। আবার একই পরিবারের প্রতিটি টিভির জন্যে আলাদা আলাদা বক্স কিনতে হবে। আলাদা বক্স মানে আলাদা মাসোহারা। বক্সের ওয়ারেন্টি সীমিত। কিন্তু বাস্তবতা হল, কোন সুবিধা দেয়া হয় না।



১৩৬টা চ্যানেলের মধ্যে ৬৮টা চ্যানেল ফ্রি ওয়েভ। অর্থাৎ নিজের বাসায় ডিস এ্যান্টেনা লাগালেই আপনি দেখতে পাবেন।

সিলেটে যারা শুরু থেকে এ্যানালগ সংযোগ ব্যবহার করতেন, তাদের এখন বাধ্য করা হচ্ছে, ডিজিটাল সংযোগ নিতে। উপায়টাও দারুন। তারা আগে ৫৬টা চ্যানেল রীতিমত ভাল মানের চ্যানেল দেখাত। এখন ৩০টা্ও ঠিক মত দেখা যায় না। আবার সার্ভিস সেন্টারে জাননো হলে, এ্যানালগের সার্ভিস তারা দিতে গরিমশি করে। সার্ভিস ম্যান এসেই বলে, সেটটপ বক্স নেন, সব ঠিক হয়ে যাবে। এটার উপর তাদের একটা এ্যাডও প্রচার করা হয়।



এই যে কোটি টাকার ব্যবসা, তাতে আবার শহরের মেয়র, পুলিশ সুপার, জেলাপ্রশাসক সহ আনেকেই উন্নত নগর সেবার নামে ডিজিটাল সংযোগের গুনগান গাচ্ছেন। আরে ভাই, একই শহরের সবাই তো লন্ডন প্রবাসীদের আত্মীয় না, খেটে খাওয়া মানুষও আছে। তারা হয়ত অর্ধেকের কাছাকাছি।



বার্তমানে এখানে প্রায় ৩০-৩৫টি (বাংলা + হিন্দি) চ্যানেলের একটি এ্যানালগ সংযোগের বিনিময়ে ৩০০ টাকা মাস প্রতি দিতে হয়। অথচ সারা দেশে ১০০-২০০ টাকার বিনিময়ে ৮০+ টিভি চ্যানেল দেখান হয়।



কেউ দেখার নেই আমাদের মত সাধারন মানুষের অবস্থাগুলো বোঝার। শুরুতে কিছুটা আন্দোলন হয়েছিল। পরে পানি ঘোলা হওয়ায়, আর ফাকা বুলির আশ্বাস পাওয়ায়, তারা তখন থেকে এখন পর্যন্ত নিশ্চুপ।



ভাল থাকবেন সবাই।



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৩

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সারা দেশেই এক চিত্র।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২১

অপলক বলেছেন: আর ভাল লাগে না রে ভাই :(

২| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

ফেরদাউস আল আমিন বলেছেন: ডিজিটাল সেটটপ বক্সের অনুমোদন আছে কি না, সেটাই অনুসন্ধান করলে দেখা যাবে অনেকটা কেচো খুড়তে সাপের মিলের মত।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২২

অপলক বলেছেন: ঠিকই বলেছেন। কিন্তু যারা অনুসন্ধান করবে তাদের সুরেশ খাঁটি সরিশার তেল দেয়া হয়েছে মনে হয়।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬

আজীব ০০৭ বলেছেন: সারা দেশেই এক চিত্র।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২২

অপলক বলেছেন: আর পারি না রে ভাই :(

৪| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০০

রাহি বলেছেন: আমিতো ভাবছিলাম জামান ভাই, পাঙ্গাশ, ফয়েজ ভাইদের নিয়ে পোষ্ট লিখেছেন।

৫| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:১৪

মামুন রশিদ বলেছেন: ঠিক বলেছেন । সেটবক্স কেনার জন্য কয়েকদিন ঘুরেছে, না করে দিয়েছি ।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৩০

অপলক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.