নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
খুব বোরিং সময় কাটছিল। আবহাওয়ার মুডও ভাল না। কিন্তু কোথাও যেতে ইচ্ছে করছিল। ব্যস বেরিয়ে পড়লাম। ঠিক করলাম জাফলং যাব। রোড় ভাল, বৃষ্টির সময়, সিনারী ভাল দেখা যাবে। যদিও জাফলং বেশ কয়েকবার গেছি, তাও শেষমেষ ওদিকেই গেলাম। নিচের ছবি গুলো গত শনিবারের।
আসার সময় খুব ভয় পেয়েছি। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল। সেই সাথে ঘন ঘন বাজ পড়ছিল। এত জোরে শব্দ হচ্ছিল যে, কান তালা লেগে যাচ্ছিল। কোথাও যে দাড়াব সেই সুযোগটা পাচ্ছিলাম না। এদিকে এত ঘন বৃষ্টি যে ১০ হাত দূরের জিনিসও ঝাপসা।
যাই হোক অনেক অস্থায়ী ইন্ডিয়ান ঝর্না / পাহাড়ী ছড়ি দেখেছি। সব মিলিয়ে ৪-৫ ঘন্টা ভালই কেটেছে।
ভাল থাকবেন সবাই।
১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৫
অপলক বলেছেন: ধন্যবাদ ভাই। এতো সুন্দর জায়গায় ডিএসলার ছাড়া যাওয়া উচিত না। কারন পরে মন খারাপ হয়, ভাল ছবি ওঠেনা বলে।
২| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই রোডে বাইক চালানো খুবই বিপদজনক। বিশেষ করে যারা কিছুটা অস্থির প্রকৃতির তাদের জন্য আরো বেশি বিপদ। স্পীড কন্ট্রোলে থাকতে চায় না।
আপনার তোলা বেশ কিছু ছবি ভালো লেগেছে।
১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৯
অপলক বলেছেন: এই রোডে সবচেয়ে বেশি মানুষ এক্সিডেন্ট করে প্রতিবছর, সিলেটের সব দর্শনীয় স্হানে যাবার রাস্তাগুলোর মধ্যে।
তবে আমার নীতি হল, ঘুরতে বেরিয়েছি, যদি জোরে চালাই তাহলে তো আশ পাশের সৌন্দর্যই দেখা হবে না। তারপরেও আমি ভাই ৬০কিমি স্পিডের মধ্যেই থাকি।
ধন্যবাদ আপনাকে।
৩| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৩
মদন বলেছেন: বাহ................
১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০১
অপলক বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম। আপনার সাইট টা এখন অনেক ইনফরমেটিভ।
৪| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিগুলো খুবই সুন্দর লাগল।
কাল্পনিক_ভালোবাসার সংগে একমত।
১৮ ই মে, ২০১৪ সকাল ৯:৩৪
অপলক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৫| ১৫ ই মে, ২০১৪ রাত ৮:০৪
তূর্য হাসান বলেছেন: একটানা কত কিলো চালিয়েছেন? আমার খুব ইচ্ছে ঢাকা থেকে ফিউশন-১২৫ নিয়ে দূরে কোথাও যেতে। কিন্তু ঠিক সাহস করে উঠতে পারি না। ফিউশন নিয়ে কি আড়াইশ তিনশ কিলো একটানা যাওয়া সম্ভব?
আর হ্যাঁ ছবিগুলো খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৮ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭
অপলক বলেছেন: আমি ১৮ ঘন্টায় ৭৪০কিমি, সিলেট থেকে দিনাজপুর গেছি। নিচের লিঙ্কে বিস্তারিত।
সিলেট থেকে দিনাজপুর
৬| ১৬ ই মে, ২০১৪ রাত ২:২৩
আরজু মুন জারিন বলেছেন: চমৎকার কিছু ছবি দেখা হল।ধন্যবাদ শেয়ার করার জন্য।ভাল থাকবেন কেমন।
১৮ ই মে, ২০১৪ সকাল ৯:৩৮
অপলক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:০১
তাসজিদ বলেছেন: বাইক চালারে পারি না। লজ্জার বিষয়।
১৮ ই মে, ২০১৪ সকাল ১০:১৭
অপলক বলেছেন: চালাতে পারেন না এটাকে সাধুবাদ জানাই। কারন সিগারেট খোরের চেয়েও বাইক খোর বেশি ভংঙ্কর।
৮| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৮
সুমন কর বলেছেন: আমিও বাইক চালারে পারি না ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:০৯
মাটি আমার মা বলেছেন: কিছু ছবি ভাল লেগেছে।