নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সরকার এখন চোরদের পাশে, অপরাধীদের পাশে। আমজনতা শুধু দিয়েই যাবে..

১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

আবারো বিদ্যুতের দাম বাড়ছে। চোরেরা দেশ চালায় তাই আর বিদ্যুতের দাম সহ সবকিছুর দাম বাড়ে। ভারতে প্রেট্রোল + ডিজেলের দাম ৬ মাসে প্রায় ২ রুপি কমিয়েছে। আর বাংলাদেশে একবার কোন কিছুর দাম বাড়লে কমার ইতিহাস নেই।

এক ফোঁটা চুনা এক ড্রাম দুধে দিলে যেমন নষ্ট হয়ে যায়, শেখ হাসিনা যতই ভাল হোক, তার সরকার ভাল না। এক দৃষ্টিতে তিনিও নিজেও এই চোরদের পক্ষে। কেন তিনি বুঝতে পারেন না যে, বিদ্যুতের দাম অসহনীয় পর্যায়ে গেলে, যারা আজ অবৈধ্য বিদ্যুৎ ব্যবহার করছে না,তারা কাল হতাশ হয়ে সেটা করবে। আর একজনের দেখাদেখি আর একজন সেটা করতে উদ্বুধ্য হবে।

ইচ্ছে করলেই এই সরকার পারে বিদ্যুৎ চুরি রোধ করতে। যেমন:
১. যত অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে, সব এক মাসের মধ্যে কেটে দিতে হবে।
২. সারা দেশ থেকে বিদ্যুৎ চালিত রিক্ষা + অটোরিক্ষা নিষিদ্ধ করতে হবে।
৩. যত বস্তি আছে সব জায়গায় মিটার বসাতে হবে।
৪. সরকারী + সামরিক স্থাপনা সহ সকল স্থানে বিদ্যুতের বিশেষ সুবিধা বন্ধ করে দিতে হবে।
৫. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে সিস্টেম লস বলে কোন শব্দ থাকবে না।
৬. নজরদারির জন্যে ৬ মাসের জন্যে বিদ্যুৎ সেক্টরে সেনাবাহিনীর হাতে তদন্ত ভার দেয়া হোক।
৭. যাদের তিন মাসের বকেয়া বিল থাকবে, তাদের উপর মোট বিলের ৫০% জরিমানা করা হোক। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করতে হবে ৪র্থ মাসে।
৮. কোন সরকারী রেসরকারী অফিসে দিনে ৪ ঘন্টার বেশি এসি চলবে না।
৯. বাধ্যতামূলক ভাবে ইলেকট্রিক সেভিংস লাইট / এলইডি লাই ব্যবহার করতে হবে।
১০. সমস্ত সরকারী/ বেসরকারী দ্বিতল ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হবে।
১১. বিদেশী পরামর্শক বা ইঞ্জিনিয়ারদের নিয়োগ বন্ধ করতে হবে।
১২. সরকারী অফিসগুলো ও বিদ্যুৎ অফিস গুলোতে ফাইল আটকে রাখার মত কোন দীর্ঘসূত্রিতার নিয়ম রাখা যাবে না।
১৩. যারা ইন্টারনেট সার্ভিস দেয়, তাদের প্যাকেজগুলোতে ব্যন্ডউইথ বাড়াতে হবে এই দামে। কারন কম ব্যান্ডউইথে যা ডাউনলোড হতে ১০ ঘন্টা লাগে সেটা যদি ১ ঘন্টায় করা যায় তাহলে, কম্পিউটার কম সময় চালু থাকবে এবং বিদ্যুৎ অপচয় কম হবে। তাই প্রোভাইডারদের উপর সরকারের চাপ দিতে হবে।
১৪. সমস্ত নতুন বাস ভবনে দিবালোকের ব্যবস্থা না থাকলে বিল্ডিঙ কোড বাতিল করতে হবে ।
১৫. যারা অবৈধ্য সংযোগ দেয়, বিদ্যুতের সেই সব কর্মীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।
১৬. রাত্রিকালী বিদ্যুৎ সংযোগ লাইন পাহাদার বসাতে হবে।
১৭. ওয়াদুল কাদেরের মত মন্ত্রীকে বিদ্যুৎ খাতে নিয়োগ দিতে হবে।


বিদ্যুতের দাম বাড়ার খবর এখানে

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩

যদুমধু বলেছেন: +++++দিলাম।

এই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিৎ , সরকারেরও ব্যাবস্থা নেওয়া উচিৎ ।

পোস্ট স্টিকি করা যেতে পারে ।

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪২

অপলক বলেছেন: সরকার তো তার সুবিধামত ব্যবস্থা নিচ্ছে । আমজনতা শুধু বাঁশ খাবে। কোন দিক দিয়া খাবে সেটাও আমজনতার ব্যাপার।

২| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪২

শামীম অাহেমদ বলেছেন: ভাই,

মরার ওপর আরেক ঘা হলো যে

গ্যাস বিল ৪৫০ টাকার স্থলে ১০০০ টাকা হচ্ছে।


১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৩

অপলক বলেছেন: ঠিকই বলেছেন। :(

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮

ঢাকাবাসী বলেছেন: হাজার হাজার মন্ত্রী এমপি নেতা নেত্রীদের ভোগের ব্যাস্হা করা লাগবেনা? টাকা চাই, সুতরাং আছে আম জনতা, দে বাঁশ, এরা কথা বলেনা, হজম করে যায়!

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৫

অপলক বলেছেন: এই দেশের মানুষের হজম শক্তি যে কতটা ভাল তা কল্পনাও করা যায় না...

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

কলমের কালি শেষ বলেছেন: এখন আর হতাশার ফিলিংস পাই না । :( :(

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২০

অপলক বলেছেন: বুঝলাম, আপনার অবৈধ ইনকাম বাড়ছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.