নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

জামাআতের ডাকা হরতাল বাস্তবায়িত হচ্ছে পুলিশ দ্বারা

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

হরতাল জামাআত ডেকেছে ঠিকই কিন্তু মনে হয় পালন করছে সরকার। আজ অফিসে যাবার পথে আমাকে ৪ বার হেনেস্তা করেছে পুলিশ। কোন কারন বা অপরাধ ছিল না।

সবক্ষেত্রেই আমাকে জানানো হল, "আজ কোন যানবাহন নিয়ে শহরে ঢোকা যাবে না। নিষেধাঞ্জা জারি হয়েছে"।

মজার কথা হল আমি থাকি সিলেট সিটি কর্পোরেশান এলাকায়। অথচ পুলিশ আমাকে বলছে : "---- শহরে ঢোকা যাবে না--- "

যারা হরতাল ডাকে তারাই সাধারণত এই ধরনের কথা বলে এবং গাড়ি বা রিক্সা থেকে নামিয়ে দেয়। এখন তো দেখছি জামাতের পক্ষে পুলিশ সে কাজ করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, হরতাল পালন করছে।

আমি অনুরাগের স্বরে বললাম, আপনাদের কখন কোন রুল জারি হয় বুঝিনা। তখন আমাকে ঝারি দিয়ে বলল, "বাইক বাসায় নিবেন নাকি থানা থেকে তুলবেন?"

এই অবস্থা শুধু আমার সাথে নয়, অফিসে এসে শুনলাম, আমার আরও কয়েকজন কলিগের সাথেও পুলিশ এ রকম করেছে। গাড়ি, সিএনজি বা মটরসাইকেল থেকে নামিয়ে দিয়েছে।

সাধারণ মানুষের গন যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছন্ন না রেখে, নিরাপত্তা নিশ্চিত না করে, পুলিশরা উল্টো আরও গোদের উপর ফোঁরা মত হয়ে উঠেছে।

কোন দেশে আছি বুঝিনা। কালিজিরার মধু খেলে নাকি মানুষ সুস্থ্য হয়, আবার ধুতরা ফুলের মধু খেলে মারাও যায়। এখন সবকিছুতেই ভয় লাগে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

অবুজ বালক আমি বলেছেন: আমাকে ও ২ বার হেনাস্তা করেছে একবার উপশহর পয়েন্টে আরেকবার জেল রোড পয়েন্টে .... এই হল বাংলাদেশের আইন শৃঙ্বলা

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

অপলক বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.