নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
এই বছর খানিক আগেও দেখতাম সামুতে প্রায় হাজার খানেক ভিজিটর আর ব্লগার থাকত। এখন তা নেমে এসেছে ১০০-২০০ এর মধ্যে। কিন্তু যাদের স্বভাব বাংলা ব্লগ নিয়ে ঘাটাঘাটি করা, তারাই বা যাচ্ছে কোথায়? কেউ কি জানাবেন, এখন সবচেয়ে প্রপুলার বাংলা ব্লগ কোনটি?
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২০
অপলক বলেছেন: কিন্তু ভাই, সামুর হোম পেজে একটা পরিসংখ্যান তুলে ধরা হয় প্রত্যেক মুহূর্তের। আমি তো সেটা দেখে ধারণা করছি মাত্র। মন্তব্যের কথা বাদই দিলাম।
যাই হোক আপনিও ভাল থাকবেন।
২| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
পুরান লোক নতুন ভাবে বলেছেন: *অদক্ষ এডমিন প্যানেল!!
**রাজনৈতিক দলকে এক পেশে সমর্থন!!
***ভালো ভালো ব্লগারদের মুল্যায়ন না করা!!
****পান থেকে চুন খসলেই ব্যান!!
*****স্বর্ণার নামক ছাইয়ার ক্ষমতার অপব্যাবহার!!
******নাস্তিকদের মাথায় তুলে রাখা!!
*******ধর্মীয় পোষ্টের জন্য ব্যান খাওয়া!! (চাইলে প্রমাণ দিতে পারি)
এখন সবাই ফেবু কেন্দ্রিক কারণ ওইখানে সবার স্বাধীনতা আছে!!
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
অপলক বলেছেন: আমার ধারনা সবগুলো পয়েন্টই ঠিক আছে। শর্তযুক্ত স্বাধীনতা আসলে কেউই চায় না।
ধন্যবাদ শেয়ার করা জন্যে।
৩| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: সামুর কিছু টেকনিক্যাল সমস্যার কারনেও অনেকে লগইন করে না।
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
অপলক বলেছেন: এটাও একটা কারন হতে পারে। আমি বেশ কিছুদিন হল বিভিন্ন রকম অনাকাঙ্খিত সমস্যার সম্মূখিন হচ্ছি এই সামুতে। অদ্ভূদ !! আগে এরকম হত না।
৪| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
নীল আকাশ ২০১৪ বলেছেন: পুরান লোক নতুন ভাবে বলেছেন: *অদক্ষ এডমিন প্যানেল!!
**রাজনৈতিক দলকে এক পেশে সমর্থন!!
***ভালো ভালো ব্লগারদের মুল্যায়ন না করা!!
****পান থেকে চুন খসলেই ব্যান!!
*****স্বর্ণার নামক ছাইয়ার ক্ষমতার অপব্যাবহার!!
******নাস্তিকদের মাথায় তুলে রাখা!!
*******ধর্মীয় পোষ্টের জন্য ব্যান খাওয়া!! (চাইলে প্রমাণ দিতে পারি)
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
অপলক বলেছেন: আমার মনে হয়, নতুন নতুন সুবিধাদি বা আগ্রহ সৃষ্টি না করতে পারলে ব্লগাররা হতাশ হয়ে পড়বে। এক ঘেয়েমিতে পড়বে। হয়ত পড়েছে। তারই প্রভাবও হতে পারে।
৫| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭
মুগলী নন্টে বলেছেন: সহমত
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫
অপলক বলেছেন: আগে অনেক মজা হত সামুতে। মাঝে আমি সময় করতে পারিনি। তাই মাঝের বেশ কিছু সময় ঠিক কেমন আবহাওয়া ছিল সামুতে বলতে পারব না। এখন তো পুরা পদ্মার চর।
৬| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
আহমেদ চঞ্চল বলেছেন: সামুতে সেই সোনালী দিনগুলির কথা মনে হলে খুব কষ্ট লাগে !!!!!!!!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮
অপলক বলেছেন: এখন তো ভাই আগ্রহ নিয়ে পড়া বা জানার মত লেখা আসেই না। যারা লিখছেন, তারা অন্তত চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ তাদের কে। কিন্তু স্বাদটা যেন টিস্যু দিয়ে বানানো পুরান ঢাকার মাঠার মত।
আমারও কষ্ট লাগছে।
৭| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
তাশমিন নূর বলেছেন: আমি কি তবে এই দুর্ভিক্ষের দিনেই এসে পড়লাম? চতুরমাত্রিকে একটা আইডি খুলতে চেয়েছিলাম। ও বাবা, আজকে মাসখানেক হল। এখনো আবেদন পেন্ডিং হয়ে পড়ে আছে। সামু তারচে ভালো।
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
অপলক বলেছেন: অন্তত একটা ভাল কথা শুনলাম। যাই হোক দুর্ভিক্ষের দিনে ভাল কোন সৃষ্টি ব্লগে প্রকাশ করুন, দেখবেন আপনার জন্যে সেটাও অনেক বড় কিছু হয়ে ধরা দেবে।
আমরা অনেকেই ভাল কিছুর জন্যে আশায় থাকি।
৮| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২
আহমেদ চঞ্চল বলেছেন: হতাশ হবার কিছুই নেই।।। আবার সুদিন আসবে , আশাকরি।।।।
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
অপলক বলেছেন: ধন্যবাদ চঞ্চল ভাই। তাই যেন হয়।
৯| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
আমিনুর রহমান বলেছেন:
ক্যাচাল নাই তাই সামুর এই অবস্থা। ক্যাচালের দিন দেখবেন সবাই এসে হাজির।
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
অপলক বলেছেন: ও আচ্ছা তাই নাকি ? ঘটনা তাইলে গিট্টু লাগছে এখানে।
১০| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
সুমন কর বলেছেন: সামুতে ক্যাচাল হোক, আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না। এতে অনেক ভুল বোঝা-বুঝি হয়। ফেবুর জন্য কিছুটা কমেছে, এটা ঠিক। কারণ অনেককে ফেবুতে দেখা যায় কিন্তু সামুতে না।
তবে যারা থাকার, তাঁরা কিন্তু থাকবে।
আপনি থাকুন আর বেশী বেশী মন্তব্য করুন, দেখবেন ভাল লাগবে।
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
অপলক বলেছেন: ধন্যবাদ মন্তব্যে জন্যে।
১১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
মুঘল সম্রাট বলেছেন:
*অদক্ষ এডমিন প্যানেল!!
**রাজনৈতিক দলকে এক পেশে সমর্থন!!
***ভালো ভালো ব্লগারদের মুল্যায়ন না করা!!
****পান থেকে চুন খসলেই ব্যান!!
*****স্বর্ণার নামক ছাইয়ার ক্ষমতার অপব্যাবহার!!
******নাস্তিকদের মাথায় তুলে রাখা!!
*******ধর্মীয় পোষ্টের জন্য ব্যান খাওয়া!!
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
অপলক বলেছেন:
১২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
বলেছেন: পুরান লোক নতুন ভাবে বলেছেন: *অদক্ষ এডমিন প্যানেল!!
**রাজনৈতিক দলকে এক পেশে সমর্থন!!
***ভালো ভালো ব্লগারদের মুল্যায়ন না করা!!
****পান থেকে চুন খসলেই ব্যান!!
*****স্বর্ণার নামক ছাইয়ার ক্ষমতার অপব্যাবহার!!
******নাস্তিকদের মাথায় তুলে রাখা!!
*******ধর্মীয় পোষ্টের জন্য ব্যান খাওয়া!! (চাইলে প্রমাণ দিতে পারি)
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
অপলক বলেছেন: মনে হচ্ছে সব একই ব্লগারের একাধিক আইডি। ভোট বাড়ানোর ব্যবস্থা।
১৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
আরুশা বলেছেন:
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
অপলক বলেছেন:
১৪| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
আদম_ বলেছেন: কবিতার প্রাদুর্ভাবও একটা কারণ। বলা নেই কওয়া নেই, যাচ্চে তাই মার্কা কবি আর কবিতা দিয়ে ব্লগের নির্বাচিত পাতা ভর্তি। আজে বাজে কবিতা মুক্ত ব্লগ চাই।
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
অপলক বলেছেন: এটা অবশ্য ১০০% ঠিক বলেছেন। কাকের চাইতে কবির সংখ্যা নাকি বঙ্গদেশে বেশি। সামুতে আসলেই বুঝতে পারি।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
ভিটামিন সি বলেছেন: বিনা কারণে বা কারো উষ্কানিতে, ক্লিয়ার করে বললে যা হয় কিছু রাজনৈতিক পেইড ব্লগারের রিপোর্টে যখন কোন স্বাধীন ব্লগার বা মন্তব্যকারীর নিকটি যদি ব্যান হয় তখন তার চলে যাবারই কথা। এটা সামু কর্তৃপক্ষ বোঝেও না বোঝার ভান করে দলীয় পোষ্টদানকারীদের মদদ দিয়ে চলছে যেখানে ভিন্ন মতাদর্শীরা কথা বললেই ব্যান। তারপরও আমরা আছি।
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
অপলক বলেছেন: ঐ যে বলেছিলাম, শর্তাধীন স্বাধীনতা ভাল লাগে না কারও। সামু এ রকম করলে একদিন হয়ত হারিয়ে যাবে। কালের স্বাক্ষী হয়ে থাকতে হবে।
১৬| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
খাটাস বলেছেন: সামুর এই অচল অবস্থার কারন গন জাগরণ ও হেফাজত পরবর্তী ব্লগে বিপুল পরিমাণ উগ্র অপদার্থের আবির্ভাব, তাদের নিয়ন্ত্রণে অ্যাডমিন প্যানেলের কূটনৈতিক দক্ষতার ঘাটতি।
উগ্র অপদার্থ দের নিম্ন রুচিয় অযৌক্তিক ফালতু ও অন্ধ দল ঘেঁষা মনোভাব নিয়ে একে ওকে দোষারোপ করে সুস্থ মানসিকতার মানুষদের অনুকূল ব্লগিয় পরিবেশ বিনষ্ট করা।
সে উগ্র অপদার্থ লীগ, বি এন পি, জামাত, আস্তিক, নাস্তিক সব দলের ছিল, এখন ও কিছু আছে। একটু চোখ কান খেয়াল রাখলেই দু চার টা পেয়ে যাবেন।
আর লোক জন নাই, আমার পোস্ট কে পড়বে- সম্ভবত এই মেন্টালিটি অনেক সিনিয়র ব্লগার লালন করছেন, বলেই ব্লগ জমে না।
আর এ ধরনের অভিযোগ পোস্ট, দুঃখমূলক পোস্ট ও আরেকটা কারন।
ভাল ভাল পোস্ট দেয়া শুরু করুন। অন্যের পোস্টে মন্তব্য করুন। ভাল পোস্টে অনুপ্রেরণা দিন।
কারো জন্য সামু থেমে থাকবে না।
আমিনুর রহমান বলেছেন:
ক্যাচাল নাই তাই সামুর এই অবস্থা। ক্যাচালের দিন দেখবেন সবাই এসে হাজির।
এই টার বাস্তব উদাহরণ ও পেয়ে গেছেন আশা করি।
ভাল থাকুন। সুস্থ থাকুন। দল কানা অপদার্থ থেকে দূরে থাকুন।
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮
অপলক বলেছেন: তা যা বলেছেন ভাই। আপনার কথা গুলো যেন সেরের উপর পোয়া বার।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
তালহা বিডি বলেছেন: পুরান লোক নতুন ভাবে@ এই লেখকের সাথে পুরপুরি একমত ।
১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
অপলক বলেছেন: ধন্যবাদ তালহা। কিন্তু এই অবস্থা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৭
সকাল হাসান বলেছেন: মন্তব্য করার মানুষ কমে গেছে!
আর ইদানিং ব্লগের প্রথম পাতায় আলতু-ফালতু পোষ্টই বেশি দেখা যায়! অনেকে এই কারনেও নিরাসক্ত হইতে পারে!
১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫
অপলক বলেছেন: আমিও সেটা অনুভব করি। ধন্যবাদ ধরিয়ে দেবার জন্যে।
১৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪
দীঘল গঁাােয়র েছেল বলেছেন: *অদক্ষ এডমিন প্যানেল!!
**রাজনৈতিক দলকে এক পেশে সমর্থন!!
***ভালো ভালো ব্লগারদের মুল্যায়ন না করা!!
****পান থেকে চুন খসলেই ব্যান!!
*****স্বর্ণার নামক ছাইয়ার ক্ষমতার অপব্যাবহার!!
******নাস্তিকদের মাথায় তুলে রাখা!!
*******ধর্মীয় পোষ্টের জন্য ব্যান খাওয়া!!
*******গন জাগরণ ও হেফাজত পরবর্তী ব্লগে বিপুল পরিমাণ উগ্র অপদার্থের আবির্ভাব, তাদের নিয়ন্ত্রণে অ্যাডমিন প্যানেলের কূটনৈতিক দক্ষতার ঘাটতি।
*******উগ্র অপদার্থ দের নিম্ন রুচিয় অযৌক্তিক ফালতু ও অন্ধ দল ঘেঁষা মনোভাব নিয়ে একে ওকে দোষারোপ করে সুস্থ মানসিকতার মানুষদের অনুকূল ব্লগিয় পরিবেশ বিনষ্ট করা।
কারন আসলে এসবই।
১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
অপলক বলেছেন: আসলেই খুব বাজে অবস্থা। পিন মারার স্বভাব পাল্টাবে না বা স্বার্থ ছাড়া পথ চলার চিন্তা হুযুগে বাংলির কখনও হবে না।
আমি একজন কে বলেছিলাম, ওয়াইড ডগ আর লেপার্ড দু'জনেই বন্য শিকারী। কিন্তু তাদের মধ্যে পার্থক্য কি জান? -- বন্য কুকুরগুলো দল বেঁধে শিকার করে সেটা যে সাইজেরই হোক, আর লেপার্ড একাই তার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালটুকু শিকার করে।
রবি ঠাকুর একটু অন্য ভাবে বলেছেন, যদি তোর সাথে কেউ না আসে, তবে একলা চল রে... আসলে ভালটুকু পাবার জন্যে, দেবার জন্যে এখন বোধায় একা একাই চলতে হবে।
২০| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: এখন ক্যাচাল কম , গালিবাজি কম , সিন্ডিকেটবাজি কম , পোস্ট-কাউন্টার পোস্ট কম , হনু কম , ছাগু কম , ভাদা পাদা কম , মুত্রমনা কম , ছাইয়া কম । অনেক কিছুই কম রে ভাই । কিছু কিছু বলতে গেলে প্রায় নাই ই !! সেজন্য তথাকথিত ব্লগারদের সংখ্যা কম । শো নাই তো দর্শকও নাই । দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়ালই ভালো মনে করি ।
আমার মতে , সামু এখন সবচেয়ে সুস্থ , সুন্দর ও শান্ত একটা সময় অতিক্রম করছে ।
আর ভালো পোষ্টের অভাব ! সংকলন পোস্টগুলো ঘুরে দেখার অনুরোধ রইল ।
ভালো থাকবেন ।
১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
অপলক বলেছেন: ভালই বলেছেন। আপনার অভিঞ্জতা দেখছি অনেক তেঁতো কিন্তু বেশ রসাল....
ধন্যবাদ।
২১| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪
তারাবেষ্ট বলেছেন: অপূর্ণ রায়হান সবচেয়ে সত্য বলেছেন, সে জন্য কপি পেষ্ট চুরি করলাম।:
অপূর্ণ রায়হান বলেছেন: এখন ক্যাচাল কম , গালিবাজি কম , সিন্ডিকেটবাজি কম , পোস্ট-কাউন্টার পোস্ট কম , হনু কম , ছাগু কম , ভাদা পাদা কম , মুত্রমনা কম , ছাইয়া কম । অনেক কিছুই কম রে ভাই । কিছু কিছু বলতে গেলে প্রায় নাই ই !! সেজন্য তথাকথিত ব্লগারদের সংখ্যা কম । শো নাই তো দর্শকও নাই । দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়ালই ভালো মনে করি ।
আমার মতে , সামু এখন সবচেয়ে সুস্থ , সুন্দর ও শান্ত একটা সময় অতিক্রম করছে ।
আর ভালো পোষ্টের অভাব ! সংকলন পোস্টগুলো ঘুরে দেখার অনুরোধ রইল ।
ভালো থাকবেন ।
১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
অপলক বলেছেন:
ধন্যবাদ।
২২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫
আমি তুমি আমরা বলেছেন: সমস্যা অনেক। প্রধান সমস্যা হচ্ছে মডারেশন আর সামুর নানা টেকনিক্যাল সমস্যা। সেই সাথে কর্তৃপক্ষের প্রফেশনালিজমের অভাব।
১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০
অপলক বলেছেন: সব জায়গায় একই কাহিনী রে ভাই। ভাল্ লাগে না আর।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: সবেচেয় জনপ্রিয় ব্লগ এটি ই। কিন্তু সমস্যা হচ্ছে সবাই পড়ে কিন্তু মন্তব্য করতে চায় না।
ভাল থাকবেন।