নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আমজনতা যদি গরু ছাগল নাই হবে তবে হালের বলদের মত মার খেতে হবে কেন? মানুষের গায়ে হাত তোলা বা লাঠি চার্জের অধিকার সংবিধার কোন পাতায় লেখা আছে? কোন আইন বলে যে, কোন আক্রমন ছাড়াই বা কোন আত্মরক্ষার কারন ছাড়াই পুলিশ লাঠি পেটা করতে পারে।
প্রথম আলে রিপোর্ট
দেশে বাকস্বাধীনতা সংরক্ষণ আর হয় না। দেশে আর স্বাধীকার সংরক্ষণ উদ্যোগ নেয়া যায় না। দেশের সবাই এখন অবলা পশু হয়ে গেছে, শুধু সাংসদ আর পুলিশ ছাড়া। না হলে মন্ত্রির ভাষ্য এরকম হয়? ::: গুরু ছাগল চিনলেই নাকি তাকে লাইসেন্স দেয়া যায়। এই গরু ছাগল কে বা কাকে বোঝান হয়েছে?
কিছুদিন আগে ঘোষনা ছাড়াই যেমন ঢাকায় পথচারীদের হেনেস্থা করা হয়েছে, কিছু নারী পথচারীকে মারধর করা হয়েছে রাস্তা পারাপারের সময়, তার কোন শাস্তি নীল পোশাকের মানুষদের (কুত্তাদের) দেয়া হয় নি। ভিজুয়াল মিডিয়াতেও আসেনি। আমার তো মনে হয়, দেশের সাংবাদিকরা সাংসদ পুলিশের মত পুরোপুরি মানুষ হয়ে উঠবে আর কিছুদিনের মধ্যে।
সাধারন মানুষ যদি পশু হয়, তাহলে আভিশম্পাত রইল, এই পশুর দল ছাড়া বাকি যারা মানুষ রইল, তারা যেন একে অপরের মাথা খেয়ে মরে।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
অপলক বলেছেন: ধন্যবাদ ভাই। আমারও একই অবস্থা।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১
ভোরের শিশির । বলেছেন:
সাধারন মানুষ যদি পশু হয়, তাহলে আভিশম্পাত রইল, এই পশুর দল ছাড়া বাকি যারা মানুষ রইল, তারা যেন একে অপরের মাথা খেয়ে মরে
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
অপলক বলেছেন:
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
নুরএমডিচৌধূরী বলেছেন: আক্ষেপটা খুব বেশি হয়ে গেলনা ?
তাই বলে নিজেকেও গরু ছাগলের দলে জড়াবেন?
আসলে কষ্টটা সবারই
শেয়ার করলাম
১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২২
অপলক বলেছেন: যেখানে আমি নিজেও ভিক্টিমার, সেখানে নিজেকে বাদ রাখার প্রশ্ন আসে না। আর আমি সাংসদ বা পুলিশ কোনটাই নই। আপনার মনে কষ্ট লেগেছে বলে আন্তরিক দু:খিত।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
অালমগীর ৮৫ বলেছেন: ঠিক কথা বলছেন রে ভাই। নিজ দেশে এখন সব সময় আতঙ্কে থাকি। কখন সরকার কিংবা তার সাঙ্গো পাঙ্গোদের গয়ে ঘা লাগে এই জন্য কথা বলা ও বন্ধ করে দিয়েছি। দিয়েছি কি কথা বলা ভুলেই গেছি।