নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

যে স্বপ্ন কে ভয়ঙ্কর দু:স্বপ্ন বললে কম বলা হয়

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

বেশির ভাগ মানুষ নাকি সাদাকাল স্বপ্ন দেখে। কিন্তু ঘুমের ভেতর দেখা আমার সব স্বপ্ন রঙ্গীন। বেশির ভাগই মনে থাকে না ঘুম ভাঙ্গার পর। তবে ভাল স্বপ্ন দেখলে মনটা ভাল লাগে। আর খারাপ স্বপ্ন দেখলে যদিও বা মনে নেই, তবুও মনটা ভার হয়ে থাকে। আর যদি দু:স্বপ্ন মনে থাকে, তাহলে যতবার মনে হয় ততবারই গা শিউরে ওঠে। nnআমার কয়েকটা ভয়ঙ্কর দু:স্বপ্ন আছে। শুনে হয়ত খুব সিম্পল মনে হবে, কিন্তু অনুভূতিটা বাস্তবের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারন স্বপ্নে কিছু করার থাকে না, ঘটনা একটার পর একটা ঘটতে থাকে।


স্বপ্ন ১.
এটা আমার চাকরিতে জয়েন করার কিছু দিন আগের। আমি দেখলাম, আমারা তিন ফ্রেন্ড আমাদের ভার্সিটির পেছনের এলাকায় ঘুরছি। হঠাৎ বন্যার পানি এসে পুরো এলাকা ডুবিয়ে দিল। আমি টিলার মত একটা জায়গায় বসে মাছ মারা শুরু করলাম। অন্য দুজন বসে আছে। nবিকেল বেলায় হঠাৎ করেই পানি নেমে যায়। আমি সামনের বাজারের দিকে যাই। বাজারে সব পরিচিত লোক। তারপর লক্ষ্য করলাম, বাজারে একটা মাংষের দোকান নতুন বসেছে। তো আমি ভেতরে গিয়ে দেকি, সেখানে মানুষের হাত পা কেটে কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। পুরো শরীর গুলিয়ে ওঠে। আরও ভাল করে লক্ষ্য করে দেখি, কষাই আমাকেই কাটছে। মানে আমি দুই হাত দুরে দাঁড়িয়ে দেখছি, আমার শরীরটাকে এবার কাটা হচ্ছে। আমি দৌঁড়ে বের হতে হতে চারিদিক অন্ধকার হয়ে গেল। আর সেই মুহূর্তে ঘুম ভেঙ্গে গেল।



স্বপ্ন ২.
আমার শ্বশুর বাসায়, সখ করে একটা ছাগল পালা হয়। প্রায় ৬ বছর বয়স হবে। তো আমি স্বপ্নে দেখলাম কোন এক জঙ্গলে হাটছি। তারপর গ্রামের হাটের মত একটা জায়গা। আমি ছাগলের মাংস কেনার জন্যে কষায়ের কাছাকাছি যেতেই দেখলাম, দুটো ছাগল জবাই হয়েছে। আমি মনে মনে ভাবলাম মাংসের সাথে মাথা দুটো কিনে নিব।

কিন্তু যখন মাথাগুলোর দিকে তাকালাম, দেখলাম একটা মাথা বাসার পালা ছাগলের। সাধারণত মাথাগুলো কান বরাবর কেটে ধর থেকে আলাদা করা থাকে। কিন্তু এটার ক্ষেত্রে দেখলাম, যেন সামনের পা থেকে পুরো লম্বা গলাটা কাটা মাথার সাথে লাগান। তারচেয়ে আবাক হলাম এবং ভয় পেলাম ,যখন দেখি ঐ ছাগলের চোখ নড়ছে। এ অবস্থায় আমি ছুটে পালাতে গিয়ে দেখি চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে খুব দ্রুত। আর তখন ঘুম ভেঙ্গে যায়।


স্বপ্ন ৩:
এই স্বপ্নটা একবার দুবার নয়, বহুবার দেখেছি। প্রতিবারই গোসল দেবার মত ঘেমে ঘুম ভাঙ্গে আমার। স্বপ্নে দেখি, দুটো সলিড বল সিলভার কালারের, শূন্যে ভাসে। একটা ছোট অন্যটা তুলনামুলকভাবে বেশ বড়। ছোট বলটা বড় বলের কাছে ধীরে ধীরে এগিয়ে যায়। তারপর একসময় ছোট বলটা বড় বলটাকে গিলে ফেলে। কিন্তু আকারের কোন পরিবর্তন হয় না। কিন্তু ছোট সলিড বলটা কিভাবে বড় বলটাকে গিলে ফেলে ভ্যানিস করে ফেলে, সেটা স্বপ্নের ভেতরে কোন ক্রমেই মেনে নিতে পারি না। আর একটা ব্যাপার হল, বলটি যখন গিলে ফেলা হচ্ছে, সে মুহূর্তে যেন একটা আবেশ বা অনুরণন আমার শরীরে খেলে যায়। গা মাথা গুলিয়ে ওঠে। স্বপ্নের ভেতরেই এই পুরো ব্যাপারগুলো হতে থাকে।


আরও বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন এখনও মনে পড়ে। আশাকরি ব্লগে লিখব অন্য এক সময়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২

অপূর্ণ রায়হান বলেছেন: ভয়াবহ এমন কিছু স্বপ্ন আছে, আমিও দেখি, ঘুরে ফিরে। তবে ইদানীং স্বপ্ন কম দেখি।

শুভ ইংরেজি নববর্ষ !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

অপলক বলেছেন: Happy New Year

ধন্যবাদ আপনাকে। আপনিও লিখুন না, আমরা না হয় একটু জানলাম।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: প্রথম স্বপ্নটা পছন্দ হৈসে। আপনার কাছ থেকে দুঃস্বপ্ন ধার নিতে পারলে ভালো হতো। দুঃস্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে যে স্বস্তির অনুভূতিটা হয় তা অসাধারণ!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৮

অপলক বলেছেন: আসলেই অসাধারণ। :)


ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

কলমের কালি শেষ বলেছেন: দুঃস্বপ্নগুলো সুন্দর !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১১

অপলক বলেছেন: ভাই কাঁটাবহুল ক্যাকটাসগুলো অনেক সুন্দর হয়.... কাঁটা ফুটলেই শুধু বোঝা যায় কতটা ভয়ঙ্কর।

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.