নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
"ইদানিং বুকের ভেতরটা কেমন যেন খা খা করে ! না পাওয়ার বেদনাগুলি কি তবে এমনি হয় ! কীসের যেন অভাববোধ আমার হৃদয়টা চিড়ে ক্ষয় হয়ে যাচ্ছে ! কেন এমন হয় ! হাহাকার ময় দিনগুলি যেন কাটতেই চায়না একদম ! এ কেমন হাহাকার যার কারণই আমি জানিনা ! এ হৃদয়টা পুড়তে পুড়তে ছাই হয় আবার কোত্থেকে যেন কোন পূর্বাভাস ছাড়া একটা আচমকা কি এসে আমাকে বদলে দিয়ে আবার সে তাঁর গন্তব্যে ফিরে যায় ! আর আমি !! আমি পড়ে থাকি ঐ বিক্ষত অবস্থায় !!." (সংগৃহিত)
আর আমি !! আমি পড়ে থাকি ঐ বিক্ষত অবস্থায় !! ..................... সাগর পাড়ে ভেসে আসা কোন ঝিনুকের মত। কোন এক ভোরে হয়ত কেউ কুড়িয়ে নিবে। আচমকা একটা বড় ঢেউ হয়ত বিদায় জানাবে পুরোন গল্পের। কে জানে তবু হয়ত স্মৃতিগুলো ঢেউয়ের মত বারে বারে জীবন খেলাঘরে আছড়ে পড়বে।.......... যেখানে একটা গল্পের শেষ সেখানে আর একটা গল্পের জন্ম হবে। তবু এই আমি, আমার আমিত্ব, সব মিলিয়ে একটা এলোমেলো খাপছাড়া কবিতা।
জীবনটা এমন হয়ে গেছে, যেন হঠাৎ কুড়ান দুটো লাইন। সারাক্ষণ মাথায় ঘুরছে। কোন কারন ছাড়াই। কিছুতেই ছাড়ছে না। ভালবেসেছি বলেই ভাল লাগে, নাকি ভাললাগে বলেই ভালবাসি, ঠিক জানি না।
ধুর, এত সব চিন্তা করার চেয়ে একটা সিগারেট টানা অনেক সহজ। ওহ না... সিগারেটের তেষ্টা পেয়ে গেল......
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:০১
অপলক বলেছেন: জীবনের অনেক গল্প জমে আছে। শুধু সময়ের অভাব। তবে দেব....
ধন্যবাদ।
২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৮
তার আর পর নেই… বলেছেন: প্রথম অংশ সংগৃহীত, পরের অংশ ভালোই। এলোমেলো খাপছাড়া কবিতা এই পর্যন্ত ভাল লাগলো।
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৬
অপলক বলেছেন: আমি জানি কেন ঐ পর্যন্ত আপনার ভাল লেগেছে।
ধৈর্য নিয়ে যে পড়লেন, জোড়াতালি দেয়া দুটো প্যারা, সে জন্যে ধন্যবাদ।
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১
তার আর পর নেই… বলেছেন: অপলক, আপনি জানেন? কেন আমার ভাল লেগেছে? যদি বলতেন কৌতুহল মিটে যেতো
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
অপলক বলেছেন: এখন তো মনে হচ্ছে 'জানি' বলাটা ভুল হয়ে গেছে। আচ্ছা আমি কোন সেন্স থেকে বলেছি, সেটাই লিখছি।
ওখানে কল্পনা, উপমা আর বস্তবতা তিনটা জিনিস আছে। আপনার যে পর্যন্ত ভাল লেগেছে, সেখানে কল্পনা আর পরিচিত বস্তুর উপমা দিয়ে উপস্থাপনটুকু অনেক কোমলতার সাথে বলা হয়েছে। হয়ত আপনার মনের একটি অন্ধকার কোণের সাথে এই ব্যাপারটা মিশে গেছে। সব মিলিয়ে তাই ভাল লেগেছে। আর বাকিটুকু কর্কশ খরখরে বাস্তব উপস্থাপন হয়েছে, একটা ধাঁধায় ফেলার মত কথা বলা হয়েছে, তার উপর একটা নেশার কথা বলা হয়েছে। হয়ত নেশা নিয়ে একটা বি:তৃষ্ণা রয়েছে আপনার অবচেতন মনে।
যাই হোক, কিছু একটা বললাম। ঠিক হলেও জানাবেন, না হলেও জানাবেন প্লিজ।
৪| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
তার আর পর নেই… বলেছেন: চমৎকার যুক্তি। বাকিটুকু বাস্তবের নিত্যদিনের কথন মনে হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: ভাল লাগল লেখাটি।
নতুন লেখা দিন।