নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

আমি কেন এক কাজ বারে বারে করব?

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

গত দু বছর আগে আমি গ্রামীন ফোন এবং বাংলালিঙ্ক এর সার্ভিস সেন্টার থেকে আমার সিম কাগজ পত্র সব সহ রেজিস্ট্রি করেছি। আমি ২০০৬ থেকে এই একই নাম্বার ব্যবহার করছি। শুরুতেও আমি নিয়ম মেনে রেজিস্ট্রি করে সিম কিনেছি। এখন কেন আবার ৩য় বারের মত আমি রেজিস্ট্রি করব? আমার সময়, টাকা বা পূর্ববর্তী তথ্যের কোন মূল্য নেই?

এটা তো রীতিমত আমাকে অবমূল্যায়ন করা। কোন স্বাধীন রাষ্ট্রের কোন বৈধ নাগরিক কে অবমূল্যায়ন করা মানে ঐ দেশকেই অবমূল্যায়ন কার। এখানে শুধু আমার কথা চিন্তা করে বলছি না। ২০১৪সাল পর্যন্ত প্রায় ৫কোটি গ্রহক ছিল। এর ৫০% ধরলাম বৈধ গ্রহক। চিন্তা করুন সংখ্যাটা কত বড় !

দুটো বেসরকারী কম্পানি আমাকে এভাবে হেনেস্তা করার অধিকার রাখে কি করে? যদি আমার পূর্ববর্তী সব তথ্য তারা হারিয়ে ফেলে তাহলে আমি তাদের কে বিশ্বাস করব কোন শর্তে? তারা আমার নতুন তথ্যও যে হারিয়ে ফেলবে না, বা আমার ফিঙ্গার প্রিন্ট ২য় কারও হাতে ফেলবে না, তার নিশ্চয়তা কি?


আর তাছাড়া আমার ফিঙ্গার প্রিন্ট বা বায়োমেট্রিক কোন ডাটাই আমি কোন বেসরকারি প্রতিষ্ঠান কে দিতে বাধ্য নই। তারও আগে আমাকে জবাবদিহতা করা হোক, আমার আগের তথ্য কেন বিশ্বাস যোগ্য নয়? অথবা আমার প্রদেয় উপাত্ত্বের অযোগ্যতা সত্ত্বেও কম্পানি দুটো কেন গত ১০ বছর আমাকে জানায়নি তার জবাব দিহিতা করা হোক এবং এই ১০ বছরে আমার উপর যে ব্যবসা করেছে, তার ক্ষতিপূরন দিক।



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সহমত।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২

অপলক বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

বিজন রয় বলেছেন: কিছু কাজ বার বার করার দরকার হয় দক্ষতা বাড়ানোর জন্য।

কিন্তু যা বলেছেন তা নয়।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

অপলক বলেছেন: তা যা বলেছেন ......... :)

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

অপলক বলেছেন: ধন্যবাদ কবি সাহেব...

৪| ২১ শে মে, ২০১৬ রাত ১১:০৯

সিলা বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.