নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম বাঙ্গি কেনা... অ-ফাঁটা বাঙ্গি

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১




তখন কতই বা বড়... সম্ভবত: ক্লাস সেভেনে। গ্রীষ্মের ছুটি চলছে। এক বিকেলে নানি পাঠাল বাজার। একটা ভাল দেখে বাঙ্গি কিনতে।

যত দোকানেই যাই বা যত ভাঁড় আলার কাছেই যাই সবারই কাছে হয় ফাটা বাঙ্গি, নয়ত ছোট সাইজ। শেষে এক জনকে বললাম, কাকা ভাল বাঙ্গি দেন। উনি খুঁজে খুঁজে একটা হলুদ কালারের ফাঁটা বাঙ্গি দিলেন কলা গাছের ছাল দিয়ে বাঁধা।

আমি বললাম, ফাঁটা বাঙ্গি কেন দিছেন, ফাঁটা ছাড়া দেন। উঁনি আমার মুখের দিকে তাকালেন, আর বাঙ্গির দিকে তাকালেন। বললেন, এটার দানা হয়েছে, জাতও ভাল, গন্ধ ছাড়ছে।

আমি ভাবলাম, শালা টাকা দিয়ে বাঙ্গি কিনব, তাও ফাঁটা? বাসার সবাই ভাববে আমি এখনও গবেট। যাই হোক, আমি জোর করে বললাম, ঐ আপনার পেছনের অ-ফাঁটা বাঙ্গি দেখা যাচ্ছে, ওটা দেন। ওটার সাইজও ভাল। আমাকে বলল, ফাঁটা বাঙ্গিটা ১৮টাকা আর অফাঁটা টা ১২ টাকা।

আমি তো খুশি, ১২ টাকায় অফাটা বাঙ্গি, তাও সাইজে বড়। তাইলে কেন আমি ১৮ টাকা মিডিয়াম ফাঁটা বাঙ্গি নিব? শেষ ১০ টাকায় অফাঁটা বাঙ্গি নিয়ে বীরপুরুষের মত বাসায় গেলাম।

তারপর আর যাই কই। উপদেশ শুনতে শুনতে একেতো কান ঝালাপালা। তার উপর হাসি ঠাট্রায় বীরপুরুষের একেবারে মাটির সাথে মিশে যাবার অবস্থা।



আজ প্রথম আলোর ছবি দেখে সেই দিনের কথা মনে পড়ল। তাই শেয়ার করলাম।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৫৮

পবন সরকার বলেছেন: বাঙ্গির গল্প ভালো লাগল।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৩

অপলক বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.