নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
প্রধানমন্ত্রি শেখ হাসিনার প্রশংসা বানী আপনাকে প্রচার করতে হবে না। রহীঙ্গাদের তথ্য আপনাকে দিতে হবে না। আপনি দেশের রাস্তাঘাট আর সেতুর দায়িত্বটুকু ঠিক ঠিক ভাবে সততার সাথে দৃষ্টান্ত স্হাপন করার মত কাজ করুন। প্রধান মন্ত্রী নিজের দায়িত্ব ঠিকই পালন করছেন, টিভি ইন্টারনেটের যুগে আপনাকে আলাদা করে বলার দরকার নেই। সময় অপচয় হচ্ছে।
দেশের রাস্তা ঘাটের যে অবস্থা, আমার বুদ্ধি বয়স থেকে আমি জীবনে এতটা খারাপ দেখিনি। প্রতিদিন শুধু খারাপ রাস্তার জন্যে বা ট্রাফিক জ্যামের জন্যে বা রাস্তায় চাঁদাবাজির জন্যে যে পরিমান কর্মঘন্টা নষ্ট হচ্ছে বা অতিরিক্ত জ্বালানি পুরছে বা যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা খাদ্যপন্য নষ্ট হচ্ছে বা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে তা দিয়ে রহিঙ্গাদের ৬ মাস খাওয়ানো সম্ভব।
বিশ্বাস না হয়, আপনার মন্ত্রনালয়ের উচ্চশিক্ষিত প্রতিনিধিদের খাতা কলম নিয়ে বসতে বলুন। এক পদ্মা সেতু দিয়ে পুরো দেশ সামাল দেয়া যায় না। পুরোদেশ পদ্মা নদীর পেটে না।
আজ এ্যাম্বুলেন্সে রুগি নিয়ে বের হলে, রুগি মরে পঁচতে শুরু করে। তবুও হাসপাতাল পৌঁছান যায় না। আপনারা VIP, তাই যে রোড ধরে যান, তা আগেই ক্লিয়ার করা থাকে। সড়ক দুর্ভোগ কি জিনিস একবার ননএসি বাসে ৪০০কিমি যাত্রা করুন।
বিকল্প সড়কের ব্যবস্থা না করে প্রধান সড়ক বিবর্ধনের কাজ কি করে শুরু করেন? আপনার ইঞ্জিনিয়াররা কি করে? পরিকল্পনা নেই কেন? মহাসড়ক কেন নতুন অবস্থাতেই এবড়ো থেবড়ো হবে, কেন ডেবে গিয়ে আপ ডাউন হবে। যমুনা সেতুর পূর্ব পশ্বিম ৪০কিমি এর কাজ দেখেন আর আপনার সময়ে যে কাজ হচ্ছে সেটা দেখেন। কাজের কোয়ালিটি কেন খারাপ হয়। পৃথিবীর মধ্যে সড়ক নির্মানে আপনার মন্ত্রানালয় সবচেয়ে বেশি ব্যয় করে, আর সবচেয়ে বাজে সড়ক নির্মানের কাজ করে। বিশ্বাস না হবে তবে গুগল সার্চ করুন।
আমার এই লেখায় আপনাকে হেয় প্রতিপন্য করার অভিপ্রায় আমার নেই। কথাগুলো কষ্ট থেকে বেরিয়ে এসেছে; আমার একার কথা না।
যদি আপনারা না শোনেন, তবে কোথায় যাব?
(অপরাধ হয়ে থাকলে মার্জনা করবেন)
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪
অপলক বলেছেন: আপনার অবজারভেশন ১০০% ঠিক।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯
মলাসইলমুইনা বলেছেন: ব্যস্ত মন্ত্রীকে তার চোখ দিয়ে দেখতে দিন, কান দিয়ে শুনতে দিন, আর অপেক্ষা করুন | কতই আর অপেক্ষা -খুব বেশি হলে কেয়ামত পর্যন্ত ! একটু ধৈর্য্য ধরুন | সব সমস্যার সমাধান হলো বলে !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯
অপলক বলেছেন: লাশ এ্যাম্বুলেন্সে পঁচতে শুরু করে আর প্রেগনেন্ট রুগি ব্যথায় কাতর হয়ে ৪ ঘন্টা পর রাস্তায় ডেলিভেরি দেয়... এই হল যোগাযোগ অবস্থা....
এখন তো ভাই ব্রীজ, কালভার্ট, মহসড়ক, উড়ালসেতু সবই ভার্চুয়্যাল উদ্বোধন হয়, ইন্টারনেটে। কে জানে যাতায়াতের ধকল সহ্য হবে না জেনেই ডিজিটাল উদ্বোধন করে হয়ত....
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনির্বাচিত আর পরাজয়েরও কোন সম্ভাবনা না থাকলে সে দেশের মন্ত্রীরা এরকমই হন...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০০
অপলক বলেছেন: নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক... কারও কোন জবাব দিহিতা নেই বলেই এই অবস্থা।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৩
মলাসইলমুইনা বলেছেন: খুবই সত্যি সেই সম্ভাবনা ! এই যন্ত্রনা আরো কত দিন সহ্য করতে হবে কেউ জানে না | ভাই,দোয়া করা ছাড়া উপায় নেই | সেটাই করেন |
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
অপলক বলেছেন: দোয়া করি যাতে সড়ক নামক যন্ত্রনা থেকে মুক্তি পাই দ্রুত।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কাজ কম কথা বেশি নীতিতে বিশ্বাসী। আগে লোকটা কিছু কাজ করত । হঠাৎ করে বক্তা হয়ে গেল।