নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

বৈশাখ এলো

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৯

আকাশ ভরা জোছনার আলো
জীবনের গল্প আঁধার কালো।

বছর শেষে বৈশাখ এলো
ভালবাসার ঝড়ে সব এলোমেলো।
মনের মানচিত্রে দুটি দেশ
প্রাণ চায় তাকে নিয়ে হই নিরুদ্দেশ।

স্মুতিতে কতশত গল্প কথা,
বোঝাতে পারিনা হৃদয়ের ব্যকুলতা।
কিছুতেই মেটে না, না পাওয়ার বেদনা
আমার ভালবাসা হয়ত আমার হবেনা।

মেঘে ঢাকা দিন শেষে আজ, আকাশ ভরা জোছনার আলো
চাঁপা কষ্টে ধিকি ধিকি জ্বলি, জীবনের গল্প আঁধার কালো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

অপলক বলেছেন: সুন্দর লিখেছেন... ধন্যবাদ

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

পদাতিক চৌধুরি বলেছেন: ভাল লিখেছেন।কাওসার ভায়ের ছড়াও ভাল হয়েছে।

নববর্ষের শুভেচ্ছা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

অপলক বলেছেন: শুভ নববর্ষ ১৪২৫...

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪

অপলক বলেছেন: বৈশাখী শুভেচ্ছা । ধন্যবাদ....

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
অত্যন্ত মনোরম।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪

অপলক বলেছেন: ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.