নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আকাশ ভরা জোছনা আজ নিশিথে...
কী আসে যায়, অন্ধ আমি ভালবাসার ঘরে।
উড়ে উড়ে দূরে গিয়ে যায় না ভোলা
গভীর থেকে গভীরে ফিরে সোহাগী ময়না।
ভাষাহীন ভালবাসায় সেই সূচনা...
পথের শেষে আমার সবটুকু, মন আর মানে না।
স্বপ্নের বাগানে ফোটেনা ফুল ময়না ছাড়া
স্মৃতি কথা গুনগুনিয়ে করে তাড়া।
ময়না পাখির বাড়ে যত মনের যাতনা
বাঁচার আশায় পড়ে তত মরণের ছাঁয়া।
ময়নার গায়ে অদেখা যত বেদনা
আমার গায়ে দেয় হাজার গুনে ধরা...
আজ নিশিথে আকাশ ভরা জোছনা
অন্ধ ভালবাসার ঘরে আমি একা।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০
অপলক বলেছেন:
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
কাওসার চৌধুরী বলেছেন:
অপলক চেয়ে থাকি,
দূর আকাশের তারায়।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১
অপলক বলেছেন:
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
অপলক বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
"আজ নিশিথে আকাশ ভরা জোছনা
অন্ধ ভালোবাসার ঘরে আমি একা"
দারুণ।