নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

রক্তের বদলা রক্ত, জানের বদলে জান

১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৩

নুসরাত জাহান রাফি। ৪ দিন আগুনের দগ্ধ হবার যে শারিরীক যন্ত্রনা পেয়ে আর মানসিক কষ্ট নিয়ে মারা গেল, তার শোধ ঐ অধ্যক্ষকে (সিরাজউদ্দৌলা ) ২ মিনিটের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু হওয়া উচিত নয়। তাকেও কেরোসিন দিয়ে শরীরের ৮০% পুরিয়ে যন্ত্রনায় কাতরাতে কাতরাতে মরতে দেয়া উচিত।



ইসলামে তো বলাই হয়েছে, কাউকে অন্যায়ভাবে খুন করা হলে, রক্তের বদলা রক্ত, জানের বদলে জান দিয়ে শোধ করতে হবে। আর মজলুম পরিবার যদি রাজি থাকে তবে সম্পদের মাধ্যমে আপােস করা।

আপনারা কি বলেন ?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৯

করুণাধারা বলেছেন: ফাঁসি দূরে থাক, কারাদণ্ড হবে না, সম্পদ দিতে হবে না। এর আগেও অনেক মেয়েকে নিষ্ঠুর ভাবে খুন করা হয়েছে, কোন হত্যাকারীর কোন শাস্তি হতে দেখেছেন কোন দিন?

১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৪

অপলক বলেছেন: সাংবাদিক ভাইয়েরা যখন কোন হত্যাকান্ডকে হট টপিকস বানায় আর সরকার যখন সেগুলোকে অনন্য উদাহরন হিসেবে চায়, সেসব খুনের বিচার হয়।

২| ১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৯

নাহিদ০৯ বলেছেন: প্রধান মন্ত্রী কি এবার মামলা করার জন্যে নারী নেত্রী দের আহ্বান করবেন না ? মুন্নী সাহা কি মানব বন্ধন, সেমিনার, সংবাদ সম্মেলন করবেন না ?

১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৬

অপলক বলেছেন: মুন্নী এবার বের পায়নি। কারন মুন্নী মাঠে নামার আগেই প্রধানমন্ত্রীর ঘোষনা গেছে সর্বোচ্চ শাস্তি দেবার।

৩| ১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৩

ইনাম আহমদ বলেছেন: আপনার সাহস কতো বড়? দ্বীনের রক্ষক মাওলানার বিরুদ্ধে শাস্তির দাবী তোলেন? জানেন তাঁর এলাকার তাওহীদি জনতা সোচ্চার হয়েছে দ্বীনের রক্ষকের সসম্মানে মুক্তির জন্য?
লিখে নিতে পারেন, কোন বালটাও বিচার হবেনা। মাওলানা সাহেব দুদিন পরে মাদ্রাসায় কোরআন শিক্ষা ক্লাস নিবেন। দেশের মেয়েদের দ্বীনী শিক্ষার প্রয়োজন আছে।

১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৬

অপলক বলেছেন: ঠিকই বলছেন ভাই, আমার ভয় লাগতেছে। তওবা করে, আল্লাহর ওয়াছথে হজ্জ করে আসলেই তো অধ্যক্ষ সাহেব জান্নাতী মানুষ।

তাদের পথ খোলা আছে। আমাদের সাধারন মানুষেরই সব দোষ। না আমরা টুপি বাহিনীর লোক, না সরকারের পা চাটা কুত্তা আর না আমরা দ্বীনি শিক্ষা দাতা।

বাংলাদেশ সরকারের উচিত প্রত্যেক খাবারে এমন এক ক্যামিক্যাল মেশানো, যাতে সব দিনে দিনে ন:পুংশক হয়ে যায়। বোরকা পরা নাতনির বয়সী মানুষ দেখলেও এদের ঐটা দাড়ায় কেমনে বুঝিনা।

৪| ১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৬

সাদা-কালো মন বলেছেন: উনি তো কোরআন বিশ্বাসী, আমার কাছে মনে হয় কুরআনি শাসনের আলোকে উনাকে পাথর মেরে হত্যা করা হোক।

১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৩

অপলক বলেছেন: সেখানেও ফ্যারকা আছে ভাই। তখন বলবে, কমপক্ষে একজন পুরুষ বা ২ জন মহিলার সাক্ষী লাগবে। যেহেতু মৃত বোন একাই ঘটনার সাক্ষী, তাই পাথর নিক্ষেপ ধোপে টিকবে না।

শীলতাহানির বিচার কি হবে জানি না। তবে হত্যার বিচার নিষ্টুরতার মধ্য দিয়ে হওয়া দরকার। যাতে বাকি মওলানারা এসব ভয়ঙ্কর শাস্তি দেখেই হাত আর যৌনাঙ্গর সুরসুরির কথা মাথা থেকে বাদ দেয়।

৫| ১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: ইনাম আহমদ বলেছেন: আপনার সাহস কতো বড়? দ্বীনের রক্ষক মাওলানার বিরুদ্ধে শাস্তির দাবী তোলেন? জানেন তাঁর এলাকার তাওহীদি জনতা সোচ্চার হয়েছে দ্বীনের রক্ষকের সসম্মানে মুক্তির জন্য?
লিখে নিতে পারেন, কোন বালটাও বিচার হবেনা। মাওলানা সাহেব দুদিন পরে মাদ্রাসায় কোরআন শিক্ষা ক্লাস নিবেন। দেশের মেয়েদের দ্বীনী শিক্ষার প্রয়োজন আছে।

চমৎকার বলেছেন।

১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৭

অপলক বলেছেন: ভাইরে... মাদ্রাসার বালকদেরই ছাড়ে না, আর এসব তো সাবালিকা, কেমনে ছাড়ে! বোঝেন না!

মানুষের সমাজে হয়ত বিচার হবে না, তবে কবরে শোয়া মাত্রই আল্লাহর বিচার শুরু হবে... নো টেনশান।

৬| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০১

আখেনাটেন বলেছেন: তনু, রুনু, মিতা, রাফি এভাবে চলতেই থাকবে...।

১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৮

অপলক বলেছেন: ভয় পাই এটা ভেবে, না জানি কোন দিন আমার/আমার পরিবারের সিরিয়াল পরে...

৭| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১০

আনু মোল্লাহ বলেছেন: আমাদের বিচারহীন সংস্কৃতি দেশকে একটা জাহেলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে।

১১ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২২

অপলক বলেছেন: আইন আছে, স্বজন প্রীতি আছে, অনেক ফাঁক ফোকর আছে, তাই যথাযথ প্রয়োগ নাই।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনার শেষের কথাটাই সমর্থন করছি।

৯| ১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৩

পদ্মপুকুর বলেছেন: দুর্ভাগ্যজনকভাবে দৃষ্টান্তমূলক অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হয়না এ দেশে। ফলে অপরাধ বাড়তেই থাকে।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১

অপলক বলেছেন: ঠিক বলেছেন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.