নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
ঘোরাঘুরির শুরুটা মায়ের কোলে করে ট্রেনযোগে সেই আশির দশকে। কিন্তু মায়ের কোল ছেড়ে পুরো দেশটাকে ঘুরে ফিরে দেখছি ২০১২র মাঝামাঝি থেকে।
প্রধানত: দু'চাকায় ভর করে এখন পর্যন্ত ৪৩ টা জেলা শহর ঘুরে বেরিয়েছি। কোথাও কোথাও একই স্পটে বেশ কয়েকবার গেছি। ভাবছি আজ বন্ধুদের সাথে শেয়ার করব কিছু তথ্য।
এই মটর বাইকের পিঠে চেপে বেশিরভাগ জায়গায় গেছি, প্রায় ৭৬,০০০কিমি রাস্তা।
ঢাকা = কমপক্ষে ২০ টা স্পট দেখেছি
মুন্সীগঞ্জ = যাওয়া হয়নি।
নরসিংদী = বেলাব জামে মসজিদ, লটকন গ্রাম
নারায়ণগঞ্জ = দর্শনীয় জায়গায় যাওয়া হয়নি।
মানিকগঞ্জ = দর্শনীয় জায়গায় যাওয়া হয়নি।
ময়মনসিংহ = দর্শনীয় জায়গায় যাওয়া হয়নি। শহরের ভেতর দিয়ে বেশ কয়েকবার গেছি। মধুপুর রিজার্ভ ফরেস্ট।
গাজীপুর = সাফারী পার্ক, রাজেন্দ্রপুর সহ বেশ কয়েকটি স্পট
কিশোরগঞ্জ =শহরের ভেতর দিয়ে বেশ কয়েকবার গেছি। ভৈরব।
জামালপুর = শুধু শহর দেখেছি।
শেরপুর = যাওয়া হয়নি।
নেত্রকোণা = বারেকটিলা, বিরিশিরি, সাত শহীদের করবস্তান।
টাঙ্গাইল = দর্শনীয় জায়গায় যাওয়া হয়নি। শহরের ভেতর দিয়ে বেশ কয়েকবার গেছি।
ফরিদপুর = দর্শনীয় জায়গায় যাওয়া হয়নি।
গোপালগঞ্জ = টুঙ্গিপাড়া, কাশিয়ানি থানা।
শরীয়তপুর = যাওয়া হয়নি।
মাদারীপুর = যাওয়া হয়নি।
রাজবাড়ি = যাওয়া হয়নি।
চট্টগ্রাম = ফয়েজ লেক, বৌদ্ধমন্দির, চিড়িয়াখানা, মাজার, পতেঙ্গা, শহর।
কক্সবাজার = ৯টি কমন স্পট
বান্দরবান = চিম্বুক, মেঘলা, কেউক্রেরাডং, নীলাচল, স্বর্নমন্দির
রাঙামাটি = ঝুলন্ত ব্রিজ, সাজেক ভ্যালী
খাগড়াছড়ি = শহর, পৌর পার্ক, আলু টিলা, দীঘিনালা
ফেনী = যাওয়া হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া = দর্শনীয় জায়গায় যাওয়া হয়নি। শহরের ভেতর দিয়ে বেশ কয়েকবার গেছি।
চাঁদপুর = যাওয়া হয়নি।
রাজশাহী = বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, পদ্মা পাড়, শহর
নাটোর = ২টি রাজবাড়ি, শহর
নওগাঁ = বলিহার রাজবাড়ি, পাহাড়পুর বৌদ্ধ বিহার
নওয়াবগঞ্জ =যাওয়া হয়নি।
বগুড়া = মহাস্থান গর, ভাসুবিহার, শেরপুর রাজবাড়ি, সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট, গোকুল বেহুলার বাসরঘর, যাদুঘর।
পাবনা = যাওয়া হয়নি।
সিরাজগঞ্জ = শহর, এনায়েত পুর
জয়পুরহাট = হিল বর্ডার, শহর
রংপুর = তাজহাট বাজবাগি, শহর
লালমনিরহাট = যাওয়া হয়নি।
কুড়িগ্রাম =দর্শনীয় জায়গায় যাওয়া হয়নি।
নীলফামারী = তিস্তা ব্যারেজ
গাইবান্ধা = যাওয়া হয়নি।
পঞ্চগড় = বাংলাবন্ধা জিরে পয়েন্ট, স্থল বন্দর, চা বাগান, শহর, মহারাজার দিঘী
দিনাজপুর = রাজবাড়ি, রামসাগর, কান্তাজির মন্দির
খুলনা = খানজাহান আলীর মাজার, সুন্দরবন
ঠাকুরগাঁও = চা বাগান, শহর
সাতক্ষীরা = চিংড়ি ঘেড়, ইকোট্যুরিজম পার্ক
বাগেরহাট = চিংড়ি ঘেড়, মংলা
যশোর = বেনাপোল
ঝিনাইদহ = যাওয়া হয়নি।
নড়াইল =যাওয়া হয়নি।
মাগুরা =যাওয়া হয়নি।
কুষ্টিয়া = লালন শাহ সেতু
চূয়াডাঙ্গা = যাওয়া হয়নি।
মেহেরপুর =মুজিবনগর
বরিশাল = শহর
ঝালকাঠি =যাওয়া হয়নি।
পিরোজপুর =যাওয়া হয়নি।
পটুয়াখালী = শহর, কুয়াকাটা এবং অন্যান্য ট্যুরিস্ট স্পট
বরগুনা = যাওয়া হয়নি।
ভোলা =যাওয়া হয়নি।
সিলেট = জাফলং, ভোলাগঞ্জ, সোয়াম ফরেস্ট, লোভাছড়া, ডিবির হাওড়, বিছানাকান্দি, পান্তমাই ঝরনা, মাজার, গোলাপগঞ্জ, হরিপুর গ্যাসফিল্ড, লালাখাল
হবিগঞ্জ = সাতছড়ি, রাজবাড়ি
সুনামগঞ্জ= ছাতক, বাঁশতলি, লাউরেরগড়, তাহেরপুর, টাঙ্গুয়ার হাওড়, শিমুল বাগান, বিশ্বম্ভরপুর, দিরাই
ফেন্সুগঞ্জ= সার কারখানা, নানা নাম ভুলে যাওয়া বিল।
মৌলভীবাজার = শহর, শ্রীমঙ্গল, লাওয়াছড়া, মাধবকুন্ড ঝরনা, মাধনপুর লেক, রাজনগর টি স্টেট, আখাউড়া, কুলাউড়া, চিড়িয়াখানা, চা বাগান, রাবার বাগান, কমলা বাগান, জুড়ি ইত্যাদি
নোয়াখালী = যাওয়া হয়নি।
লক্ষ্মীপুর =যাওয়া হয়নি।
কুমিল্লা = বার্ডস, ময়নামতি, ৫ টি ভিটা সহ মোট ১১ টি স্পট
আসলে বাংলাদেশে ট্যুরিস্ট স্পটের শেষ নেই। আমার মনে হয় প্রসিদ্ধ জায়গা গুলোর ভেতর আমি এখনও ৪ আনা দেখে শেষ করতে পারিনি।
ধন্যবাদ সবাইকে...
০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৩
অপলক বলেছেন: ধন্যবাদ। আমি একটা কথা বলি পরিচিতদের, আমার রাইডিং হল: সমগ্র বাংলাদেশ ৬০কিমি/আওয়ার।
তারপরেও খুব ভয় পাই। নিজে সাবধান থাকি কিন্তু অন্যেরা তো সাবধানে থাকে না।
২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫
ফয়সাল রকি বলেছেন: চমৎকার। বাকী জেলাগুলোও ঘুরে ফেলুন।
সুযোগ পেলেও হয়তো আপনার মতো ঘুরে দেখা হতো না। আমি একজন ঘরকুনো মানুষ এবং ফাঁকিবাজ।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫১
অপলক বলেছেন: ঘরকুনো আমিও। নাগরিক জীবনের এক ঘেয়েমি কাটাতেই ঘোরাঘুরি।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন
ভ্রমন শুভ হউক
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫২
অপলক বলেছেন: ধন্যবাদ।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৪
মিরোরডডল বলেছেন:
বাহ চমৎকার কিন্তু কোথায় কি ভালো লেগেছে , কেনো ভালো , কোনটা ইন্টারেষ্টিং এগুলো নিয়ে ছবি দিয়ে লিখুন । আপনার এই লিস্টের ২০ টা জেলায় আমি গেছি । আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বেড়ানোর ।
সবচেয়ে সুন্দর হচ্ছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের মানুষ ।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯
অপলক বলেছেন: "সবচেয়ে সুন্দর হচ্ছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের মানুষ" : ঠিক বলেছেন। শহরের চেয়ে প্রত্যান্ত অঞ্চল বা গ্রাম্য এলাকার মানুষের সহযোগিতার মনোভাব বেশি।
আমাদের দেশটা অনেক সুন্দর। খুব ছোট্ট দেশ হলেও রসদে ঠাসা। রুপসী, বাইরের দেশের মত কসমেটিক সুন্দরী না। যাইহোক, আপনার উপদেশের জন্যে ধন্যবাদ। আমারও ইচ্ছা আছে ওভাবে উপস্থাপন করার।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি গেছি ৪৮টি জেলাতে। যার কয়েকটাতে গেলেও কিছুই দেখা হয়নি। আর কিছু কিছু জেলায় টুকটাক ঘুরে দেখেছি।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৪
অপলক বলেছেন: শুধু ঘুরে দেখলে হবে? দস্যুগিরিও তো করতে হবে। ছবি ভিডিও সময়ের কাছ থেকে ছিনিয়ে ধরে রাখতে হবে।
জলদস্যু, খুব শীঘ্রই আমি হাফ সেঞ্চুরী করতে বের হব। এখানে পোস্ট পাবেন
৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
আমি সাজিদ বলেছেন: চমৎকার। এবার ক্রস কান্ট্রি দেন।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৮
অপলক বলেছেন: স্বপ্ন আছে তবে সাধ্যি নাই। আমার কোন সেভিংস নাই। যা ইনকাম করি, তা দিয়ে চলি, ঘুরে বেরাই আর দান করি। ব্যাস...
সুযোগ হলে যাব অবশ্যই। ধন্যবাদ।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫২
কালো যাদুকর বলেছেন: আমারও ঘোরার অনেক শখ ৷ আপনার পোষ্ট দেখে বেড়িয়ে যেতে ইচ্ছে করছো। ছবিও দিন।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২০
অপলক বলেছেন: চলুন বেরিয়ে পরি। আমি ভাই পরিকল্পনা ছাড়া বেরিয়ে পরি। শুধু মাথায় থাকে ওমুক স্পট দেখতে যাচ্ছি। চলার পথে ইচ্ছে হলেই যেখানে সেখানে দাড়িয়ে পরি। দুচোখ ভরে চারপাশটা দেখি, বুক ভরে দম নেই, কেউ অবাক হয়ে তাকিয়ে থাকলে হাসি মুখে দু চারটা কথা বলি। ব্যাস্ ...
প্রায় ৬০০০ ছবি আছে। তবুও ভেবেছি পরবর্তী ভ্রমন ব্লগে ছবি সহ দিব । ধন্যবাদ।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১
নেওয়াজ আলি বলেছেন: ফেনীতে আসার দাওয়াত দিলাম।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২২
অপলক বলেছেন: দাওয়াত কবুল। খুব শীঘ্রই ফেনী আর সীতাকুন্ডতে যাব।
কোন এডভাইস থাকলে বলতে পারেন।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯
কলাবাগান১ বলেছেন: আপনি এখনও নোয়াখালী যান নাই!!!! আপনার সকল ভ্রমন বৃথা.....
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮
অপলক বলেছেন: তাইতো বলি, জীবন টা অপূর্ন অপূর্ন লাগছে কেন?
পরিকল্পনা আছে, নিঝুম দ্বীপ আর কমলা দীঘি দেখার। বাকিটা ভাগ্য...
১০| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। আমি একটা কথা বলি পরিচিতদের, আমার রাইডিং হল: সমগ্র বাংলাদেশ ৬০কিমি/আওয়ার।
তারপরেও খুব ভয় পাই। নিজে সাবধান থাকি কিন্তু অন্যেরা তো সাবধানে থাকে না।
আমি বাইক খুব ভয় পাই। মারাত্মক ভয় পাই। বাইক দূর্ঘটনা গুলো হেবি ডেঞ্জারাস।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৫
অপলক বলেছেন: আমার স্নায়ু খুব দুর্বল। যে কোন দূর্ঘটনা দেখলেই আমার গা মাথা গুলিয়ে ওঠে। ঠিক মত আর চালাতে পারি না।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩২
আমিন রবিন বলেছেন: আমার ঝুলিতে ৫৫ জেলা।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৬
অপলক বলেছেন: আর মাত্র ৯টি। কিন্তু কোন ৯টি যাওয়া বাকি?
১২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:১৪
কবিতা ক্থ্য বলেছেন: ভাই তো কিছু বাদ দিলেননা।
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৮
অপলক বলেছেন: এখনও অনেক টা বাকি...এক জীবনে সম্ভব না বোধায়।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ঘুরে বেড়ানো ভালো। কিন্তু বাইক খুব সাবধানে চালাবেন।