নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

এতেই বোঝা যায়: পুলিশ রেশন খায়, ঘুষ তো খায়ই...

২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৫

রাষ্ট্র যখন স্বীকার করেছে যে, দ্রব্যমূল্য অনেক চড়া, তাদের নিয়ন্ত্রনে নেই, টিসিবি সেবা চালু করেছে, সেখানে বাংলাদেশ পুলিশ আমজনতার উপর হামলা করল মুখের ভাষায় ক্ষোভের বহিপ্রকাশকে রুখে দিতে। পুলিশের উচিত ছিল, বল প্রয়োগে না যাওয়া। তাদের এটা ভাবা উচিত ছিল, মাসে মাসে যে রেশন তারা পায়, বেতন পায়, যে ঘুষ (উৎসাহ ভাতা) পায়, তা এই জনগনের পকেট থেকেই আসে।

পুলিশের এই বাঁশ পেটার ছবি নি:শব্দে এটাই বলে যে, দ্রব্যমূল্য বাড়লেও তাদের কিছু যায় আসে না, তাদের আছে রেশন, ঘুষের পকেট মানি...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:১৯

নতুন বলেছেন: আমাদের দেশের পুলিশ যেমন মানুষ ও তেমন।

মানুষও জালাও পোড়াও ছাড়া আন্দোলনে জজবা পায় না আর পুলিশেরও হাত নিশপিশ করে মানুষের গায়ে হাত তুলতে... :(

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৪

অপলক বলেছেন: আপনার অবজারভেশন পাওয়ার ভাল। দারুন বলছেন।

২| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, যখন পুলিশ পেটাচ্ছিলো, তখনই যদি তাদের পকেটে কেউ টাকা ঢুকিয়ে দিতো, তাহলে কি তারা পেটাতো?

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

অপলক বলেছেন: মনে হয় না...

৩| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: অনেক পুলিশ ঘুষ খাওয়ার জন্যই পুলিশে ঢুকে। এমন কি অনেকে অনেক টাকা ঘুষ দিয়ে ঢাকায় আসে।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৯

অপলক বলেছেন: এটা Open secret . বাংলাদেশে যদি মেডিক্যাল আর পুলিশ সেক্টর টা ৮০% ও ঠিকঠাক থাকত, তাহলে দেশ আরও অনেকটা এগিয়ে যেত। বিনা চিকিৎসায় / বিচারে কেউ মারা যেত না।

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৬

জ্যাকেল বলেছেন: কাগজ কলমে পুলিশ তো জনগণের সেবা করার কথা, তাই না?

০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৬

অপলক বলেছেন: কি বলেন এসব...? কথা থাকলেই কি কথা রাখতে হবে নাকি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.