নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
কেন বলছি আগে শুনন। আপনারা হযত আরও বেশি জানেন।
১. ক্ষমতার অপব্যবহার
২. শহরের যানযটের মূর কারন তার ভুল সিদ্ধান্ত আর টাকা খাওয়া প্রকল্প
৩. হাফ কিমি জিন্দাবাজার আধুনিকায়ন করতে কোটি কোটি টাকা ওড়ানো
৪. পর্যটন শিল্পের দিকে মনোযোগ না দেয়া
৫. ময়লা আবর্জনার সব ওয়ার্ড থেকে সংগ্রহ না করা। মানুষ বাধ্য হয়ে খাল, নালা বা খোলা জায়গায় ফেলে
৬. শহরের রাস্তা নষ্ট হলে শুধুই জোড়া তালি দেয়া, যে দিকে লক্ষ্য নাই।
৭. গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে পার্কিং ব্যবস্থা নাই। সিএসজি যেখানে সেখানে সিরিয়াল ধরে দাড়িয়ে থাকে
৮. সুরমা নদীর আশপাশের সব হোটেল তাদের রান্না ঘরের ময়লা কিং ব্রিজ, শেখ ঘাট ব্রিজ ও সুনামগঞ্জ বাইপাস ব্রিজ থেকে সন্ধ্যার পর ভ্যানে করে এনে নদীতে ফেলে। প্রশাসন জানা স্বত্বেও ব্যবস্থা নেয় না। নগর পিতা হসেবে মেয়র সাহেবের ব্যবস্থা নেয়া উচিত ছিল।
৯. মেয়র সাহেব ড্রেনের উপর স্লাব দিয়ে টাইলস লাগাতে ব্যস্ত। কিন্তু তিনি দেখেন না, ড্রেনের পানি আদৌ গড়ায় কিনা। কোন স্লপিং ব্যবস্থা নেই যে, পানি গড়িয়ে নদীতে যাবে।
১০. উনি দেখেন না যে ৩১ টা লিঙ্ক রোডে ঢোকা যায় না, লোহার পাইপ দিয়ে মেইন রোড বন্ধ করাতে। এসবের কারনে রাস্তায় রাস্তায় কৃত্রিম যানযট লেগে থাকে।
১১. রাস্তার ওপর যেখানে সেখানে কাচা বাজার। জনগনের ভোগান্তি কমাতে তার কোন উদ্যোগ বলার মত আমি খুজে পাই না।
১২. ডেঙ্গু কমাতে শুধু ১-২ দিনির মাইকিং আর বিশেষ কিছু এলাকায় ওষূধ ছেটান হয়, তবে সব বছরে নয়। আমার তো মনে হয়, এবারের ৪৩ কোটি টাকার মধ্যে ৪৩ লক্ষ টাকাও ডেঙ্গুর জন্যে খরচ হবে না।
১৩. পানির ব্যবস্থা এত খারাপ যে, মানুষ বাধ্য হয় প্রাইভেট কম্পানি থেকে পানি কেনে অথবা ৩-৪ লাখ টাকা খরচ করে ডিপ টিউবয়েল বসায় বাসা বাড়িতে।
১৪. পরিবহন খান এমন সিন্ডিকেট করা যে, ট্যুরিস্টরা পর্যন্ত হয়রানি হয়। গত বছর মেয়র সাহেব নিজেও হয়রানির স্বীকার হয়েছিলেন। তিনি সে সিন্ডিকেট আজও ভাঙতে পারেননি।
১৫. শহরে সিটি সার্ভিস বলে কোন ব্যবস্থা নেই। আগের মেয়রের সময় যেটা ছিল, সেটা ওনার সময়ে গায়েব করে দেয়া হয়েছে।
লিস্ট আরও লম্বা হবে। এতো কিছু লিখতে ইচ্ছে করে না। আমি সাধারন মানুষ। দিন কে দিন সিলেটে ভোগান্তি বেড়েই চলেছে... আর ভাললাগে না...
সম্ভবত এটাই আমার শেষ বাজেট: মেয়র আরিফ
১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:০৯
অপলক বলেছেন: প্রতিভা আর জন অসন্তোস কোনটা্ই বেশি দিন চাপা থাকে না...
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৫
নাহল তরকারি বলেছেন: প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন।
১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:০৭
অপলক বলেছেন: প্রধানমন্ত্রীকে কেউ খোটা দিয়ে কিছু লিখলে/বললে, জেলে ভরা হয়। কিন্তু ভাল কিছু ওনার চোখে পরে না... আমি চিঠি লিখলেও যে লাউ সেই কদু...
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
অক্পটে বলেছেন: এটা শুধু সিলেট নয়। পুরো দেশেরই চিত্র। চলুন আমরা দুর্ণীকে হ্যা বলি। আমরাতো তাদেরকে আমাদের নিয়তি হিসেবে মেনেই নিয়েছি।