নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
যে ব্যক্তি / কবি দেশের জনগনের কথা ভাবে না, তার তো জাতীয় স্বাধীনতা পদক ও একুশে পদক থাকাই উচিত না।
দেশ মানে তো জনগন, আর সেই জনগনের সর্বোচ্চ স্বীকৃতি হল জাতীয় পদক। খবরে দেখলাম, নিজের সামান্য সুবিধা আদায়ের জন্যে নির্মলেন্দু গুণ পোষ্ট দিয়েছে:
‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে।’
শালা সুবিধাভোগী কবি, শব্দ ব্যবসায়ী... আমিও তো ২০১০ এ বাড়ি করছি, আজও গ্যাস পাইনি। আমি কি হোগার ভিতরে পাইপ লাগায়ে চুলা জ্বালাচ্ছি? আমার টাকা খরচ হয়না?
যদি বলত, দেশের সরকারী সুবিধাদি স্বক্রিয় করতে আমি জনগনের পক্ষে আবদার করছি, আমলে না নিয়ে জাতীয় পদক বিক্রয় করব, ১ মাস সময় বেধে দিলাম.....
তবেই না সে হল সত্যিকার পদক ধারী...যত্তসব। বাঙ্গালী জাতটাই খারাপ। সবসময় ভাবে নিজে বাঁচলে বাপের নাম।
স্বাধীনতা পদক ও একুশে পদক বিক্রির হুমকি নির্মলেন্দু গুণের
২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৮
অপলক বলেছেন: কাঁদব না হাসবো বুঝতেছিনা...
শেষ মেষ হেসেই ফেললাম...
২| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৮
জুল ভার্ন বলেছেন: ওনার সেই পোস্টে আমি মন্তব্য করে ছিলাম- "আপনি একজন ভালো কবি, গুণী কবি- তা নিয়ে কারোরই কোনো দ্বিমত নাই। তবে আপনি যে প্রকৃয়ায় একুশে পদক বাগিয়েছিলেন সেই একই প্রকৃয়ায় বাড়িতে গ্যাস লাইনও পেতে পারেন"। তারপর গুম কবি আমাকে ব্লক করে দিয়েছেন।
২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৪
অপলক বলেছেন: হা হা হা....
পুরাই ঘটি বাঁশ দিয়ে দিছেন...
৩| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: নির্মেলেন্দু আসলে হিরো আলম হতে চাচ্ছেন।
২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২০
অপলক বলেছেন: হিরো আলমের একটা কবিতার আবৃত্তির ভিডিও দেখলাম...মজা আর মজা
হিরো আলম কে কবি নি.গুন এর খোঁজ দিতে হবে...
৪| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫০
শাহ আজিজ বলেছেন: বয়স হয়েছে তাই সৌজন্য বদান্যতাও কমেছে ।
গুন দাকে নিজ গুনে ক্ষমা করে দিন ।
২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২১
অপলক বলেছেন:
৫| ২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১২
রানার ব্লগ বলেছেন: নির্মলেন্দ গুন । আমার প্রীয় কবি !!!!
২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৫
অপলক বলেছেন: বলেন তো এটা কোন কবির লেখা:
"যখন আমি নগ্ন
তখন কবি ..."
৬| ২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৮
শেরজা তপন বলেছেন: আমিতো জানি উনি পুরনো চাটুকার ও ধান্ধাবাজ!
২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৫
অপলক বলেছেন: আর বইলেন না ভাই... ওনার ভুল হয়েছে... ক্ষমা করে দেন...
৭| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৫
কামাল৮০ বলেছেন: গুন পদক না পেলেও কিচু রাজাকার পদক পেয়েছে।
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:১৯
অপলক বলেছেন: মন খারাপ কইরেননা। চলেন মিরপুর ১০ তে বিহারে পল্লীতে যাই। নাস্তাপাতি করে আসি... মন ভাল হয়ে যাবে।
৮| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৯
রানার ব্লগ বলেছেন: তো আপনি এই লাইন লিখে কি আত্মতুষ্টি বোধ করছন??
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:২১
অপলক বলেছেন: বুঝতে চাইছিলাম, আপনি নি:গুনের কবিতা পড়েন কিনা।
ঐ লাইন দুটা নি:গুনের লেখা সবচেয়ে ছোট কবিতা...
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: উনার ভুল হয়ে গেছে, উনাকে ক্ষমা করে দেন!
বেচারার বয়স হয়েছে, এতকাল খাটুনি করেছেন, এখন একটু শান্তি চান। তাছাড়া আচরণ ও পারসোনালিটি চেঞ্জ - বয়স্ক জনগনের মধ্যে একটি পরিচিত সমস্যা!