নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

2024Jan07: এবারও ভোট দিতে গেলাম না

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৬

৬টি জাতীয় নির্বাচন অংশগ্রহনের সুযোগ আমার হল এই ছোট্ট জীবনে। কিন্তু এবার ভোট দেয়া থেকে বিরত থাকলাম। অনেক কারন:
১. নিরাপত্তার হীনতা
২. উপযুক্ত পার্থী না থাকা
৩. উৎসবমূখর পরিবেশ না থাকা
৪. নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকা
৫. বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা না থাকা
৬. লীগ সরকাররের অর্থনৈতিক দূরাবস্থার সৃষ্টির জন্যে মানসিক ক্ষোভ
৭. সকল মিডিয়ার স্বাধীনতা না থাকা
৮. যে লাউ সেই কদু... আমার এলাকায় একজন সতন্ত্র (যে ছিল আওমীলীগের সাবেক সভাপতি ), আর একজন বর্তমান সভাপতি, অন্য একজন বিরোধি দল ছেড়ে দিয়ে আওমিলীগে যোগদান করা আর এক পার্থী... মজা আর মজা...

দেশে আসলে হ্যাঁ না ভোট দরকার ১৯৮১ র মতো। ৪ বারের মত টেকনিকাল জয়ী হয়ে জন জীবন বিশিয়ে তোলার কোন মানে হয় না। মহাথীর মোহাম্মদ কি করেছে আর বুবু জান কি করতেছে... আফসোস...

যাই হোক, যারা বিজয়ী হলেন, তাদের বিশেষ যোগ্যতা আছে বলেই হলেন। সবাইকে শুভাশীষ।


আনন্দে কাল থেকে একটা গান শুনছি, ভালই লাগছে... আপনারাও হয়ত শুনেছেন...

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩

নয়ন বড়ুয়া বলেছেন: আমি ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু দিতে পারিনি, ঘুলাঘুলির কারণে। যোগ্য প্রার্থীই ছিলো। তবে উনি হননি।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৫

অপলক বলেছেন: দু:খ জনক ...

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কিছু ব্যতিক্রম ছাড়া নির্বাচন ভালোই হয়েছে।
তবে একটা দুঃখের বিষয়ঃ আমি যেই মার্কায় ভোট দিয়েছিলাম তিনি ডাব্বা কাত করিয়া দিয়াছেন।
আফসোস!

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

অপলক বলেছেন: ব্যাপার না...

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮

বিজন রয় বলেছেন: ভোট দিতে না যাওয়ার যে কারণগুলো বললেন সেগুলো যুক্তিযুক্ত, আরো কিছি কারণ আছে।

তবে দেশটা পাল্টাতে হবে।

তৈরী হন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

অপলক বলেছেন: নিজেকে পাল্টান আগে... আপনিও দেশের একটা ক্ষুদ্র অংশ...

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: আমিও ভোট দিতে যাইনি।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

অপলক বলেছেন: আপনার কাহিনী কি?

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


রাজীব নুর বলেছেন: আমিও ভোট দিতে যাইনি।

রিজভীর ভাব শিষ্য......

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১

অপলক বলেছেন: রাজীব ভাই নিজের মত চলে... গুরু শিষ্যের কিছু নেই...

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০১

বিজন রয় বলেছেন: নিজেকে পাল্টান আগে... আপনিও দেশের একটা ক্ষুদ্র অংশ...

আমিও সেই বদলানোর কথাই বলেছি।
তাই বলেছি তৈরী হন।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কাহিনী কি?

আমাদের এলাকায় যিনি দাড়িয়েছেন, তাকে যোগ্য এবং দক্ষ বলে মনে হয়নি।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১০

জ্যাক স্মিথ বলেছেন: ভালো, ভোট না দেওয়াও আপনার রাজনৈতিক অধিকার।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১

প্রামানিক বলেছেন: মনের মতো প্রার্থী না থাকলে ভোট না দেওয়াও ভোটের সামিল

০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১৬

অপলক বলেছেন: মনের মত পাত্রী না পেলে, বিয়ে না করলেও বিয়ার সামিল। বাচ্চা এমনি এমনি পয়দা হইব... শুনতে খারাপ। কিন্তু সোনার বাংলায় তাই হচ্ছে...বেজন্মা দিয়ে ভরে গেছে।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিক হতেন তাহলে গতকালই আপনাকে ৫০ ডলার জরিমানা গুনতে হতো।
আফসোস!
আপনি অস্ট্রেলিয়ার নাগরিক নন।
বাংলালিয়ার নাগরিক।

০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১৩

অপলক বলেছেন: কৈ আইয়ূব খান, কৈ খিলিপান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.