নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

সরকারী হিসেবে মৃত্যু সংখ্যা এত কম কেন? আসলে কত?

২৯ শে জুলাই, ২০২৪ রাত ৯:৩৪




আমি জানি না সঠিক কারন বা সঠিক সংখ্যা। নানা দিকে নানা খবর ছড়াচ্ছে। তাই ভাবলাম সব এক জায়গায় নোট রাখি।

১. ঘটনার ২য় দিনে সমস্ত হাসপাতাল - ক্লিনিক থেকে ডেথ রেকর্ড বই গুলো ডিবি পুলিশ নিয়ে গেছে। তারপর থেকে আর রেকর্ড হয়নি। (অনলাইন)

২. গন্ডগোল এলাকার নিকটবর্তী ক্লিনিকগুলোতে গুলি বিদ্ধ রুগিদের ভর্তি নেয়া হয়নি অনেক ক্ষেত্রে। বিনা চিকিৎসায় এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিক বা হাসপাতালে নেয়ার পথেই অনেক রুগি মারা গেছে। ঝামেলা এড়াতে সবকিছু গোপন করেই বাসায় লাশ নিয়ে ফিরেছে। কাজেই সেই সব মৃত্যুর হিসেব কোন রেকর্ড বই এ নেই। (ইউটিউব)

৩. ঢাকার বিভিন্ন হসপিটাল থেকে ডজন ডজন বেওয়ারিশ লাশ নিয়ে বিভিন্ন গোরস্থানে দাফন করা হয়েছে। গোর খোদক সাক্ষ্য দেয়া অনলাইন ভিডিও এক ভাই দিয়েছে। এক দিনেই ৩৬টা বেওযারিশ লাশ দাফন করেছেন সেই গোরখোদক। (ইউটিউব)

৪. ফুটপাতের ব্যবসায়ী, রিক্সাচালক বা আরও দরিদ্র শ্রেনীর মানুষ যারা অনাঙ্কাখিত ভাবে গুলি বিদ্ধ হয়ে মারা গেছে, তাদের আত্মীয়রা ভয়ে হাসপাতাল পর্যন্ত নেয়নি। হয়রানি সেই সাথে খরচ, গরিবের চিন্তা একটু বেশিই। কাজেই সে মৃত্যুর হিসেব কোথাও নেই। (অনলাইন)

কেউ যদি আরও কোন কারন জানেন, সম্ভব হলে মন্তব্যে লিখুন।



আল্লাহ পাক এই ঘটনায় হিন্দু মুসলিম সকল মৃত্যুবরণকারী ভাই বোনদের মাফ করুন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:১০

সাহাদাত উদরাজী বলেছেন: সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহত ২৬৬ জনের তালিকা
https://mzamin.com/news.php?news=120418
মানবজমিনের নিউজ লিঙ্ক এখানে।view this link

২৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:২২

অপলক বলেছেন: সব টিভি এখন বিটিভি। সব পত্রিকাই প্রথম আলো।

নেট কানেকশন চালু হবার পরপর জেনেছিলাম ৩২৩ জনের কথা। অথচ সরকার এবং পত্রিকা উভয়েই বলছে একই কথা। এবার হয়ত বুঝতে পেরেছেন।

২| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ২:০১

কামাল১৮ বলেছেন: রেকর্ড যখন নাই সহ হিসাব ভুল।কেউ গভেষণা করলে সঠিক হিসাব জানা যাবে।সেই জন্য অপেক্ষা করতে হবে।

৩| ৩০ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: সরকার বিরোধীরাও ২৬৬ জনের লিষ্ট করেছে, কিন্তু আপনি এটাকে টেনেটুনে কত হাজার পর্যন্ত করতে চান? আপনার আসলে কত লাশের প্রয়োজন? কত হাজার লাশ পড়লে আপনি খুশি? এই ২৬৬ জনের লাশও কি আপনাদের জন্য যথেষ্ট নয়!! :-<

৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:১৩

অপলক বলেছেন: চোখে আঙ্গুল দিয়ে দেখানো মানে চোখে ঘুতো মেরে দেখানো নয়। বাংলা ভাষা আর ভাষার ভাব বোঝার ক্ষমতাও সবার থাকে না।

৪| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৩

জটিল ভাই বলেছেন:
আল্লাহ্ জানেন...... :(

৫| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদিন সবই বের হবে।

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৮

অপলক বলেছেন: সেই একদিন টা খুব তাড়াতাড়ি আসুক। সুবিচার পেতে ৪০ বছর অপেক্ষা করতে চাই না, ৪০ দিনের ভেতরেই হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.