নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
কাক কর্কশ কন্ঠের হলেও এরা পরিবেশ পরিষ্কারক বুদ্ধিমান একটা পাখি। এদের বড় গুন হল, ইউনিটি বা একতা। দেখবেন এক কাক আক্রমনের শীকার হলে বা মারা গেলে সবাই কা কা করতে করতে এক জায়গায় জড় হয়। অনেক সময় চিল শকুনকেও ধাওয়া করে। এরা এত সাহস পায় কারন এরা "ঐক্যবদ্ধ" ।
কাকের একটা স্বভাব হল, এরা সব মৃত পঁচা প্রানীর মাংস খায়। কিন্তু স্বজাতীর মরা মাংস খায় না। বরং শুনেছি মাটি চাপা দেয়। এত এত কথা বললাম এ জন্যে যে, বর্তমানে দেশে কিছু রাজনৈতীক দল একমত হয়ে অন্য রাজনৈতীক দলকে খেয়ে ফেলতে চাইছে। ভিন্ন মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে একটা দলের। তাই বলে যদি তাকে ভ্যানিস করতে চাওয়া হয়, তাহলে সেদেশে গনতন্ত্রের ছন্দে পতন ঘটবে।
যে রাজনৈতিক দলকে উপেক্ষা করতে চাওয়া হচ্ছে, সেখানে অবশ্যই ঐ দলের মতাদর্শী বহু মানুষ আছে। তারা কিন্তু একই ভূ-ভাগে বাস করে। যদি সেই দলকে ইতিহাস বানাতে চায়, তাহলে ঐ দলের লোকজনদেরও ইতিহাস বানাতে হবে। না হলে তারা একসময় ছড়িয়ে ছিটিয়ে এ দল সে দলে ঢুকে যাবে। সেটা বেশ ধরে হোক বা অজ্ঞাতসারেই হোক ঢুকে পরবে, ঢোকার পর সুন্দর একটা দলকে নষ্ট করবে। ঐ দলের কেউ কেউ হয়ত দেশান্তলী হয়ে যাবে। কিন্তু ঐ টার্গেটেড দলের সব লোকদের তো কখনই ইতিহাস বানানো যাবে না। মানে দাঁড়াল, ফোঁড়ায় ওষুধ লাগাতে গিয়ে, গলিয়ে ফেলা হল। তারপর রক্ত পূজে মাখামাখি।
কাজেই বুদ্ধিমান রাজনীতিকদের উচিত হবে, সেই টার্গেটেড দলটাকে ইতিহাস না বানিয়ে, সার্ভাইব করতে দেয়া। এটা সত্যি যে, এক বনে দুই বাঘ থাকতে পারে না। কাজেই উচিত হবে বাঘের মত সুবিধাযুক্ত টেরিটরি এরিয়া ভাগ করে নিয়ে গদিতে তা দেয়া। সবাই জানে, একদেশের গালি আর এক দেশের বুলি। এক দেশের শত্রু, আর এক দেশের বন্ধুও হতে পারে। কাজেই প্রতিবেশীর কথাবর্তায় কান না দেয়াই ভাল।
জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, কমবেশি সব দলেই আছে। তবে মনে রাখা দরকার, গলির কুত্তা ভোগে বেশি। ফাটা ঢোলের শব্দ বেশি। ঢাকি দিয়ে ঢোল পেটাতে হবে। যাতে ঢোল না ফাটে। আর কুত্তার শেকল টানতে হবে, যখন আপনার আগে পা ফেলবে।
শুরুতে কাকের একতা বা ঐক্যবদ্ধ হবার গুনের কথা বলছিলাম। লিডিং পাওয়ার নষ্ট হয়ে গেলে দল নষ্ট হয়ে যায়। অভিবাবক শূন্য হয়ে পড়ে। আজ বিকেলে এমন একটা ঘটনা সবাই দেখতে পেয়েছে। একটি বিশেষ দলের সা. সম্পাদকের কথা কেউ শুনছে না।
যে রাজনৈতীক দলই করেন না কেন, দলের ভেতরে একতা থাকতে হবে, লিডিং পার্সন থাকতে হবে। চেইন ইন কমান্ড থাকতে হবে। না হলে টেরিটরি এরিয়াতে ভাগ হারাতে হবে। একই অর্থে দিন শেষে দেশের সব বা বেশির ভাগ দলকেই এক হতে হবে, না হলে আন্তর্জাতিক শুত্রু অন্তর্কোন্দল শুরু করে দেবে। ফায়দা লুটতে থাকবে।
তখন ব্যাপারটা হবে, নগরে আগুন লাগার মত, দেবালয়ও রক্ষা পাবে না।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:২০
অপলক বলেছেন: আমি নিশ্চিত। ১ মিনিটের ভেতরে এত বড় লেখা আপনি পুরোপুরি পড়েননি।
না পড়েই কমেন্ট লিখেছেন। সম্ববত বিরক্ত হয়ে। অথবা হাস্যকর মনে হওয়াতে।
২| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৯:২৭
রাসেল বলেছেন: তাহলে কি দেশের লিজগ্রহীতা পরিবর্তন হচ্ছে। এমতাবস্তায়, নিশ্চয়ই সম্ভাব্য লিজগ্রহীতা দেশকে ভালোবাসার জন্য নতুন উদ্দমে প্রস্ততি নিতেছে। যারা সরকারি দল করে, তারা তাদের রূপ বদলাবে। আমরা যারা সাধারণ জনগণ, তারা ছাগলের তিন নম্বর বাচ্চার মত কিছু দিন লাফাবো।
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:২২
অপলক বলেছেন: ঘরের খেয়ে বনের মোষ কে তাড়ায় এ যুগে। দেশ প্রেমের ব্যানারে দেশ কে লিজ নেয়াই সবচেয়ে প্রফিট। আমজনতা শুধু দিয়েই যাবে। জান দেবে, ট্যাক্স দিবে, চাঁদা দেবে, বউ দেবে, সন্তান দেবে, রক্ত দেবে ।
তবুও আমজনতা বাঁশ দিতে এগিয়ে আসবে না... প্রতিবাদের জন্যে মুষ্টিবদ্ধ করবে না। ছাগলের তিন নম্বর বাচ্চার মত কিছু দিন লাফাবে শুধু। যদি ধরি ১ কোটি লোক চরমভাবে রাজনীতি করে বা ধর্মব্যবসায়ী, তারপরেও বাকি ১৭ কোটির ভেতরে ৭ কোটিও যদি রাস্তায় নামে, প্রতিবাদে নামে, দেশ নতুন করে শুরু করতে পারবে। বাঙ্গালী করবে না। কারন ওরা ভাবে নিজে বাঁচলে বাপের নাম।
ইংরেজরা যখন সীরাজউদ্দৌকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন সেখানে এত জনসাধারন দাড়িয়ে ছিল যে, সবাই খালি হাতে ঝাপিয়ে পড়লেও ইংরেজরা সবাই মারা পড়ত। আমরা এখনও ওরকমই আছি। মনে মস্তিস্কে বিচি ছাড়া পাঠার মত।
৩| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১০:২৪
কামাল১৮ বলেছেন: কাক হওয়াই ভালো।অন্তত মৃত্যুর পর জুয়েল মোল্লার মতো অবস্থা হবে না।মৃত্যুর পরেও তার লাশ গাছে ঝুলিয়ে পিটায় জামাত শিবিরের কর্মিরা দেশের সকল পত্রিকার খবর।
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:২৩
অপলক বলেছেন: সময় ফুরিয়ে যাচ্ছে... তাড়াতাড়ি
৪| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৮
সাহাদাত উদরাজী বলেছেন: ্মোদ্দা কথা আমাদের নুতন চিন্তার সরকার প্রধান দরকার।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:০৮
সোনাগাজী বলেছেন:
এখনো যদি না'হয়ে থাকেন, আপনি কাক হয়ে যান!