নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

জেলেনেস্কি কে আসলে বাংলা র ্যাগ দেয়া হয়েছে...

০৩ রা মার্চ, ২০২৫ রাত ১০:২৪

গেল ০১ মার্চে ট্রাম্প জেলেনেস্কির যে উন্মুক্ত বৈঠক হল ওভাল অফিসে, পুরো ভিডিও দেখে যে বুঝলাম, জেলেনেস্কি পুরাই বাংলা র ্যাগিঙের শিকার। আহা বেচারা !!!

জেলেনেস্কি কয়েকটা গুরুত্বপূর্ন প্রশ্ন করেছিল। যার কোনটারি সোজাসাপ্টা উত্তর দেয়নি ট্রাম্প বা জেডি ভ্যান্স। উল্টো মনের ভেতর যেসব লুকিয়ে ছিল, সব ঝেড়ে দিয়েছে ট্রাম্প। জেলেনেস্কির প্রশ্ন ছিল এরকম:

১. ২০১৪-২০২২ এ অসংখ্য মানুষ রাশিয়া মেরেছে। কেউ তাকে থামায়নি। আমোরিকার মাধ্যমে একটা চুক্তি হল কূটনৈতিক আলোচনার পর। কিন্তু সে সেটা ভেঙ্গে ফেলল। এখন আপনি আবারও কি ধরনের কূটনৈতিক আলোচনা বোঝাচ্ছেন?
২. আপনি কি জানেন আমাদের কোন ধরনের সমস্যা আছে? আপনি একটা ব্যাপার নিয়ে কথা বলছেন। আপনি কিভাবে জেনেছেন আমাদের কি কি সমস্যা আছে?
৩. আপনার একটা দারুন সমূদ্র আছে। আমাদের সমূদ্র সমস্যা নিয়ে ভরা। আপনি ব্যপার টা অনুভব করতে পারেন কি?
৪. আমি কোন কার্ড নিয়ে খেলছি না, আমি যুদ্ধের ময়দানের অবস্থা দেখে এসেছি। আপনি কেন মনে করছেন ৩য় বিশ্ব যুদ্ধ নিয়ে আমি যুয়া খেলছি?
৫. আমি আমেরিকার উপর কখনও অকৃতজ্ঞ ছিলাম না। কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপনি বলেন অক্টোবরের ক্যাম্পেইন কি নিয়ে ছিল (আমেরিকার অপজিশন নিয়ে ছিল কি)?
৬. ট্রাম্প: তোমার মত একটা স্ট্যুপিড প্রেসিডেন্ট কে আমেরিকা যুদ্ধ সরঞ্জাম এবং ৩৫০বিলিয়ন ডলার দিয়েছে, নয়ত ইউক্রেন ২ সপ্তাহে ধ্বংস হয়ে যেত। জেলেনেস্কি তোমার আরও থ্যঙ্কফুল হওয়ার দরকার ....
জেলেনেস্কি: আমি সব সময়ই ছিলাম। .... আপনি কি গ্যরান্টি দিতে পারবেন নতুন চুক্তি রাশিয়া ভঙ্গ করবে না?
জেডি ভ্যান্স: আমেরিকার জনগন মিডিয়ার মাধ্যমে জানছে যে, জেলেনেস্কি আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত নয় যা প্রমান করছে আপনি ভুল....


বাকিটা ইতিহাস... বেচারা জেলেনেস্কি হুদায় ট্রাম্পের কাছে গেছে। ইলন মাস্কের কাছে গেলে তাও হতো...
ভিডিও লিঙ্ক:
Trump, Zelensky meeting: FULL fiery exchange at White House

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: জেলেনেস্কি আবেগী মানুষ।

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:০৯

অপলক বলেছেন: এক সময় থিয়েটারে ছিল কিনা, আবেগের আভিনয় ভাল পারার কথা...

জেলেনেস্কি এই যুদ্ধে কি পরিমান ইনকাম করছে, তা কল্পনাতীত। জেলেনেস্কি বস্তুত একটা বদমাইশ। ট্রাম্প এমনি এমনি খেপেনি... ট্রাম্প লুচ্চা হলেও ভাল ব্যবসায়ী। সব খবর তার হাতে। অন্যদিকে পুতিন অনেক নেতার চেয়ে ভাল মানুষ। সে জন্যে ইউক্রেনের মানুষ এখনও বিতারিত হয়নি বা গাজা বাসীর মত অবস্থায় যায়নি।

২| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:৩২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জেলেনেস্কি;র প্রশ্নের উত্তর না দিয়ে ট্রাম্প নিজেকে ধুর্ত শেয়াল/হায়েনার কাতারে দাঁড় করিয়েছে।

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:১০

অপলক বলেছেন: দরকার ছিল... জেলেনেস্কি অত ভাল মানুষ না।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অর্ধেক খনিজ দিয়ে দিলেই ভালো মানুষ হতো! ট্রাম্প নিজেকে বিশ্ব মোড়ল ভেবে যে আচরণ করেছে সেটা কি কোন কুটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে?

ট্রাম্প ও ভাস এর আচরণ গ্রামের হিল্লা বিয়া পড়ানো মোড়লের মতো।

০৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩০

অপলক বলেছেন: একমত।

গতকাল ট্রাম্প ঘোষনা দিয়েছে, গ্রীনল্যান্ড ওরা দখল করবে। গতমাসে ঘোষনা দিয়েছে, কানাডা ওদের চাই। ট্রাম যে কি করতেছে !!! মনে হচ্ছে সে ৩য় বিশ্বযুদ্ধ চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.