নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

তিস্তা পাড়ের গরীবেরা: তোমাদের অত খুশি হবার দরকার নাই

০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:০৫

তিস্তা পাড়ের ভাইদের গণ জমায়েত আর আন্দোলন দেখে মন ভরে গেছে। চীন তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করলে সেখানে নাকি:

১. নদী ড্রেজিং করে দুপাড় বাধায় করবে ১৩৩ কিমি পর্যন্ত
২. চীনের সুকিয়ান সিটির আদলে দুপাড়ে হবে স্যাটেলাইট সিটি, থাকবে পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্প
৩. ১৫০মেগা ওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প হবে
৪. ইকোনোমিক জোন হবে ইত্যাদি ইত্যাদি...

চীনের লাভ:
১. ভূ-রাজনৈতিক সুবিধা হাছিল
২. সেভেন সিস্টারস কে ঘিরে ফেলা
৩. ১০০ কিমি এর ভেতরে চিকেন নেক এবং শিলিগুড়ি কোরিডোর কে অবর্জাভ করা
৪. বিআরআই (বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ) প্রযেক্ট যা ৩ দেশের অর্থনৈতীক কোরিডোর প্রযেক্ট বাস্তাবায়নে এগিয়ে যাওয়া
৫. রথ দেখা আর কলা বেচা: তিস্তা পাড়ের মানুষদের জীবন মান উন্নয়নে তথা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হয়ে, চীনের নিজের শ্রমিক+ ইঞ্জিনিয়ার + র-ম্যাটেরিয়ালস ব্যবহার+ ইয়েন (টাকা) ধার দিয়ে সুদ সহ দেশে ফিরে নিয়ে যাওয়া। বিশাল বানিজ্য...

গরীবের লাভ:
১. এখন দাদন ব্যবসায়ীরা খায়, তখন খাবে বিভিন্ন ইনসটিটিউশন
২. এখন এক পাড় ভাঙ্গলে অন্য পাড় জাগে। তখন আর পাড় ভাঙ্গা ভাঙ্গি নাই। একবার উচ্ছেদ মানে আজীবনের জন্যে সব ভাঙ্গল।
৩. কৃষি জমি উদ্ধার করার পর, প্রান্তিক কৃষক আর ছোট ছোট কৃষি জমি পাবে না । সম্ভবত: চীনের মত বানিজ্যিক আদলে বিশাল ল্যান্ড স্কেপে এক দাগে শষ্য উৎপাদন হবে। মানে, গরীবেরা তোমরা ইতিহাসের সাক্ষী হবে...
৪. এখন জাল ফেলে নদীতে যখন তখন খ্যাপ দাও, মাছ ধরো। তখন কার্ড / পাশ নিয়ে নদীতে খ্যাপ মারতে হবে...
৫. এখন লুঙ্গি তুলেই চরে হাগু দিয়ে ফেল, তখন কিন্তু নদীতে হিসুও দেয়া যাবে না। চীনের এআই(আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এতটাই আপডেটেড যে তোমার ওটার সাইজ দেখেই তোমার বাপ দাদার চৌদ্দগুষ্টির পরিচয় বের করে ফেলবে। পালাবা কোথায়?
৬. তিস্তা মহাপ্রকল্পে কাজ করতে হলে চাইনিজ ভাষা শিখতে হবে। তখন তিস্তার গরীবেরা চুং চাং ঝুং ঝাং বলতে বলতে কাজ করবে। এখন বাদাম আবাদ করে, তখন চুং চাং করে বাদাম বেচবে...
৭. চীন-ভরতের সম্পর্ক যেহেতু খাওজানি চুলকানির মত। না চুলকায়া থাকা যায় না। আবার চুলকানি শুরু হলে থামা যায় না। কাজেই গরীবেরা গুলি বোমা মিছাইল হেলিকপ্টার ইত্যাদির শব্দে অভ্যাস্ত হয়ে যাবে...
৮. টিকটকাররা নতুন কিছু স্পট পাবে তিস্তা দুপাড়ের বাধে আর স্যাটেলাইট শহরে...
৯. চীনে যেহেতু ২.৫ কোটি নারী কম পুরুষের তুলনায়, সেহেতু তিস্তা পারের গরীবেরা তোমরা তোমাদের সুন্দরী মেয়েদের চীনা শ্রমিকদের সাথে বিয়ে দিতে পারবে।
১০. যা গেলা যায়, চীনারা তা-ই খায়। কাজেই কুত্তা, বিড়াল, বেজি, কেচো, সাপ যা যা আছে, সবই চীনা শ্রমিকদের কাছে বিক্রি করতে পারবা। ধরবা, দিবা আর গিলবে... ইয়েন আর ইয়েন... আহা !!! ভাবতেই ভাল লাগে...



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:১৪

অপলক বলেছেন: উহাই বলিতে চাই, যাহা আপনি পড়িয়া বুঝিয়াছেন...

২| ০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৪:০৬

খাঁজা বাবা বলেছেন: চিনের লাভ কিভাবে হবে ব্যাখ্যা করেন? সেভেন শিষ্টার ঘিরবে কিভাবে? ওখানে কি চিনের ক্যান্টনমেন্ট থাকবে?

০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৪:৩০

অপলক বলেছেন: আপনি প্রায়ই ফুডপান্ডায় খাবার অর্ডার দেন, তাই না? রেডিমেড সব কিছু ভাল না। নেট ঘেটে দেখেন, ম্যাপ দেখেন, নিউজ দেখেন, কেমনে ঘিরতে পারে বুঝতে পারবেন।

চীনের নিজের ক্যান্টনমেন্ট বাংলাদেশে থাকার কথা না। কিন্তু নিরাপত্তা চুক্তি অংশে কি থাকবে, সেটা আপনি আমি কেউ কখনও জানবো না।

বিডিআর বিদ্রোহে ভারত কি তার পোশাক পরা সৈন্য পাঠিয়েছিল? '২৪এর জুলাই আন্দোলনে ভারত যে বেনাপলে ট্রেন ভর্তি অস্ত্রসহ লোক পাঠাল, সেখানে কি তারা সেনাবাহিনীর পোশাক পড়ে ছিল? ওসবের প্রয়োজন হয় না। কার নির্দেশে কে কার হয়ে কাজ করবে, বলা মুশকিল...

৩| ০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০০

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন । যেন চীনের প্রোজেক্ট তা সফল হয়। আসায় বুক বাঁধি ,কিন্তু হয় না তো ?

১২ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৪

অপলক বলেছেন: হুম... নতুন করে চিন্তায় পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.