নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

রাঘব বোয়ালদের নাম কই?

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

StarsInsider
এ দারুন এক খবর বের হয়েছে, যেখানে বিশ্বের ১৯৫টা দেশের ভেতরে সবচেয়ে ৩০ টা বিপজ্জনক দেশের তালিকা দেয়া হয়েছে। ভাবলাম হয় রাঘব বোয়ালদের নাম থাকবে, না হয় বাংলাদেশের নাম থাকবে। অবাক হলাম, বাংলাদেশের নাম নাই। কি আজব ঘটনা।



প্রত্যেক বছর অস্ট্রেলিয়ার (IPE) ইন্সটিটিউট এ তালিকা প্রকাশ করে। আসুন দেখি কোন কোন দেশ ২০২৫ এ জায়গা পেয়েছে:
১. ইয়েমেন
২. সুদান
০৩. সাউথ সুদান
০৪. আফগানিস্তান
০৫. ইউক্রেইন
০৬. ডেমো্ক্রেটিক রিপাল্বিক অব কঙ্গো
০৭. রাশিয়া
০৮. সিরিয়া
০৯. ইসরাইল
১০. মালি
১১.সোমালিয়া
১২. নর্থ কোরিয়া
১৩. ইরাক
১৪. সেন্ট্রাল আফ্রিকান রিপাব্লিক
১৫. বুরকিনা ফেসো
১৬. মিয়ানমার
১৭. নাইজেরিয়া
১৮. কলম্বিয়া
১৯. পালেস্টাইন
২০. ইথিওপিয়া
২১. হাইতি
২২. ভেনেযুয়েলা
২৩. নাইজার
২৪. পাকিস্তান
২৫. তুর্কি
২৬. মেক্সিকো
২৭. ক্যামেরন
২৮. ইরিট্রিয়া
২৯. চাদ
৩০. লেবানন

যে দেশ সারা দুনিয়াতে যুদ্ধ লাগায় আর অস্ত্রের ব্যবসা করে, অবৈধ অভিবাসীদের গোস্ত দিয়ে বার্গার বানায়, বাৎসরিক প্রতি ১০০ জনে ৪৪ জন মহিলা এবং ২৫জন পুরুষ ধর্ষিত হয়, নাম মাত্র বিচার, স্কুলে ঢুকে ওপেন ফায়ারে ক্লাসমেটদের গুলি করা সাধারন ঘটনা, সেসব দেশের পক্ষে কত টাকা খাইলে অস্ট্রেলিয়ার IPE এমন প্রশ্নবিদ্ধ তালিকা প্রকাশ করেছে বোঝাই যাচ্ছে।

সৃষ্টিকর্তা সেসব দেশের কুদৃষ্টির আগোচরে আমাদের দেশকে রাখুন, সেই প্রার্থনা করি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ৮:২৪

মেঠোপথ২৩ বলেছেন: বর্তমান বাংলাদেশ ডক্টর ইউনুসের বাংলাদেশ। চুরি, ডাকাতি , চাঁদাবাজি , অর্থ পাচারের পৃষ্ঠপোষক আওয়ামিলীগ / বিএনপির বাংলাদেশ নয়।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১০:১১

অপলক বলেছেন: কোথায় লাথি খাইছো বাপধন? আয় রোজগার বন্ধ হয়ে গেছে? লুকায়া লুকায়া থাকতে হচ্ছে? মনের ইচ্ছা পূরন হচ্ছে না? লালন চত্বরে গিয়ে সবজি সেবন করো...আধ্যাতিক গান শোন, সব ঠিক হয়ে যাবে...

বুঝতে পারবা: মানব কল্যাণ-ই সব। বাকি সব মিথ্যা। ইউনূস আর মুজিবের মধ্যে কোন তফাত নাই...কেউ চামুচ দিয়ে ভাত খায়, কেউ খালি হাতে। উভয়েই ভাত খায়।

২| ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ মানবিক দেশ।

০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৭

অপলক বলেছেন: মজার কথা বললেন। ভাল লাগছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.