নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

জনগনকে বাঁচানো সরকারের দায়ীত্ব, ট্রাভেল এজেন্সিকে নয়

০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৩

প্রথম আলো রিপোর্ট খুবই গুরুত্বপূর্ন। সরকারের উচিত এই পরিপত্র দ্রুত বাস্তবায়ন করা।

ট্রাভেল এজেন্সি কে বাাঁচানো সরকারের কাজ না। সরকারের কাজ জনগন কে বাঁচানো। যারা রেমিটেন্স যোদ্ধা, যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবে, যারা হজ করতে যাবে, যারা চিকিৎসার জন্যে বিদেশ যাবে ,তাদের উপর ট্রাভেল এজেন্সির কেন এত মরন ফাদ। ৩৫ বছর ধরে কম তো ইনকাম করেনি।

৫০হাজারের টিকেট ১লাখ ৫ হাজারে কিনতে হয়, ৭৫ হাজারের টিকেট দেড় লাখে কিনতে হয়। কেন রে ভাই। দেশের সবাই কি তোদের মত মারিং কাটিং ব্যবসা করে। এসি রুমে কয়েকটা কম্পিটার নিয়ে বসে দালালি করে?

ভন্ডের দল সব। ড: ইউনূস সাহেব , দয়াকরে ভোক্তার দিকে তাকান। ব্যবসায়ীর দিকে নয়। বাংলাদেশ এয়ার লাইন্স এবং উড়োজাহজ শিল্প এই সব জোচ্চর ট্রাভেল এজেন্সি জন্যে লস খায়। মানুষ ঠকে।

প্রস্তাবিত পরিপত্র শীঘ্রই বাস্তবায়ন হোক। সৎ এজেন্সি টিকে থাক।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের দেশে এয়ার টিকেটের মূল্য অত্যাধিক। টিকেটের এতো দাম মনে হতে পারে ভৌতিক ব্যাপার।

০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৭

অপলক বলেছেন: হুমম

২| ০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:১৪

এইচ এন নার্গিস বলেছেন: দেশের এই অবস্থায় মানুষ কি আনন্দ ভ্রমণ করে?

০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৯

অপলক বলেছেন: সেটাই তো ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা বোঝেনা। তাদের উচিত ছিল স্বউদ্যোগে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে, অবান্তর মূল্য কমিয়ে দেশ গড়তে সাহায্য করা।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ০৮ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:৫১

নকল কাক বলেছেন: আমার লেখা গল্প "এ্যমবুশ" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ

৫| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৩

নকল কাক বলেছেন: আমার লেখা ছোটগল্প "এ্যমবুশ" এর ২য় পর্ব "এ্যমবুশ ২" পড়ার জন্য আমন্ত্রণ রইল।

৬| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩১

নকল কাক বলেছেন: আমার লেখা সিরিজ গল্প "এ্যমবুশ" এর ৩য় পর্ব "এ্যমবুশ ৩" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।

৭| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৮

এইচ এন নার্গিস বলেছেন: সঠিক বক্তব্য ।

৮| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১২

নকল কাক বলেছেন: মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে লেখা ফিকশন সিরিজ গল্প এ্যমবুশের ৫ম পর্ব "এ্যমবুশ ৫" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.