নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

এই জন্যেই দেশের সংবাদ মাধ্যমের চরম দুর্দশা

১৫ ই মে, ২০২৫ রাত ৯:১৩

কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ১৮ কোটি মেধাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই।


ওহে বিশিষ্ট সাংবাদিক মহোদয়, আপনি কি জানেন না, দেশের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ শিশু। যারা বিছানায় এখনও হিসু দেয় বা মায়ের দুধ খায়। তাদের মেধা আপনি কোন কাজে লাগাবেন? এছাড়াও আছে বুদ্ধি প্রতিবন্ধি, ঘাটের মরা বৃদ্ধ বৃদ্ধা বা রুগি। এছাড়াও আছে অটোপাশ স্ট্যুডেন্ট টানা ৩ বছরের। যারা স্বাধীনতা দিবস আর বিজয় দিবস কি জানে না।

আপনার মাথায় মেধা আছে বলে কি সবার মাথায় আছে? আর আপনার মাথাতেও কত মেধা সেটা তো বুঝতেই পাচ্ছি: ১৮ কোটির দেশে সবাইকেমেধাবী ভাবেন !!! আপনি কি শেখ মুজিবের ক্লাসমেট ছিলেন? এত স্বপ্ন দেখেন ক্যামনে?

ডিজিটাল যুগ। কথা বলার আগে স্ক্রিপ্ট লিখে নিতে পারেন না? আপনাকে যে সংবর্ধনা দেয়া হল, সেটাই এখন প্রশ্নবিদ্ধ।

এদের জ্বালায় দেশটা রক্ষা পেল না...

১৮ কোটি মেধাকে কাজে লাগালে উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২৫ রাত ১১:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসুস!

১৬ ই মে, ২০২৫ সকাল ৮:৪৯

অপলক বলেছেন: আফসুস!

২| ১৬ ই মে, ২০২৫ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: সংবাদ পত্রে দক্ষ ও যোগ্য লোকের সংখ্যা খুব কম।

১৬ ই মে, ২০২৫ সকাল ১১:৩১

অপলক বলেছেন: যার নাই গতি, সে করে ওকালতি।
যে বাউন্ডেলে ঘোরে দিক বেদিক, সে হল সাংবাদিক...
তার ওপর আছে, হলুদ সাংবাদিকতা...

রাজনীতির বেড়া জালে পরে যোগ্য লোক যোগ্যতা দেখাতে পারে না। কি আর করা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.