নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

সমাজের আইডলরাও ধর্ষক: জুনিয়ররা শিখবে কি?

২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৩১



গায়ক নোবেলের প্রতিভায় আমি মুদ্ধ ছিলাম। তার কত গান কত বার শুনেছি ! খুব নিখুঁতভাবে পুরোন গান নকল করতে পারত। স্বীকার করতেই হবে।

সেই বিখ্যাত গায়ক একজন রেপিস্ট/ধর্ষক। যে কিনা আইনের ফাঁক গলে জেল থেকে মুক্তি পেতে ইডেনের সেই ধর্ষিতা মেয়েকে বিয়ে করল কারা ফটকে। কি সম্মানের ব্যাপার স্যাপার ! তাই না?

যে বাচ্চাটি জন্ম নেবে আর বড় হয়ে জানবে যে তার বাবা ক্যারেকটারলেস, একটা ধর্ষক, ধর্ষণের কেস থেকে মু্ক্তি পেতে তার মা কে বিয়ে করেছিল, আসলে স্ত্রীর সন্মান তার জন্মদাত্রী মা পায়নি, তখন ঐ বাচ্চাটির কেমন লাগবে? স্কুলে বন্ধুরাই বা কি বলবে?

ভোগ, সম্ভোগ, বিলাসিতা ভাল তবে উগ্রতা, অবৈধতা , বর্ববরতা ভাল না। বর্তমানে মিডিয়া মানেই কি নষ্ট মানুষদের সম্ভার?

@নোবেল: ছি ! তোমার থেকে পরবর্তী প্রজন্ম / জুনিয়ররা কি শিখল? পরক্রীয়া করতেও তুমি ছাড়নি, একাধিক মেয়েকে বেডে নিয়েছো? তোমার বাড়ি দৌলতিয়ায় হওয়া উচিত। তোমার গান শুনলেই তোমার লুজ ক্যারেক্টার এর কথা মনে পড়বে। মুখের ভেতরে থুুতু দলা পেকে উঠবে...

কারাগারে ইডেনের সেই ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: “দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য”

২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৫

অপলক বলেছেন: হুমম

২| ২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৪০

কাঁউটাল বলেছেন: বুঝলাম, ব্যাডা ধর্ষক
কিন্তু বেডি একটা ধর্ষকরে বিবাহ করল কেন?

২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৮

অপলক বলেছেন: সম্ভবত: বাচ্চার পিতৃ পরিচয় পাবার জন্যে। এখনও তো দেশে স্কুল কলেজে ভর্তি হতে পিতৃ পরিচয় লাগে। নোবেল যে খুব ভাল মানুষ তা না, সে ড্রাগ এডিকটেড + মিডিল ম্যান। মেয়েটাকে যে ভয় ভীতি দেখায়নি, তার নিশ্চয়তা কি !!!

৩| ২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৫২

নাহল তরকারি বলেছেন: খারাপ। খুব খারাপ। মাইন্সে কি কইবো?

২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৯

অপলক বলেছেন: দারুন বলছেন...

৪| ২৬ শে জুন, ২০২৫ দুপুর ১২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বিয়ে টিকে না। তাও জামাই আবার নোবেল-এর মত লম্পট। জাস্ট মুক্তি পাওয়ার জন্য এই বিয়ে করা। আর মেয়েও মনে হয় ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা পাবে সেই আশায় বিয়ে করেছে্...

২৬ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৫

অপলক বলেছেন: হয়ত যথার্থ বলেছেন।

মিডিয়া পাড়া মানেই এখন কমন স্টরি। দুদিন পরপর মোবাইল চেন্জ...

৫| ২৬ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছিঃ ও এতটা নীচে নেমে গেল ভাবতেই অবাক লাগে।

২৬ শে জুন, ২০২৫ দুপুর ১২:১৪

অপলক বলেছেন: নোবলে আশা ব্যক্ত করেছে যে, সে এসব থেকে বেরিয়ে আসবে। তবে এর আগেও ২ বার ড্রাগ আর নারী নিয়ে ধরা পড়লে এমন প্রতিজ্ঞা করেছিল।

প্রবাদে পড়েছিলাম, কুকুরের লেজ কখনও সোজা হয় না। ওরা ভাল হবার নয়।

৬| ২৬ শে জুন, ২০২৫ দুপুর ২:১১

নতুন নকিব বলেছেন:



এরা বখে যাওয়া। নষ্টরা আইডল হতে পারে না।

২৬ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪০

অপলক বলেছেন: লজিক্যাল কথা বলেছেন। সহমত পোশন করছি।

৭| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: এরা মূলত সমাজের আগাছা।

৮| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১:৪০

নতুন বলেছেন: সেই বিখ্যাত গায়ক একজন রেপিস্ট/ধর্ষক। যে কিনা আইনের ফাঁক গলে জেল থেকে মুক্তি পেতে ইডেনের সেই ধর্ষিতা মেয়েকে বিয়ে করল কারা ফটকে। কি সম্মানের ব্যাপার স্যাপার ! তাই না?


বাংলাদেশের ধর্ষনের আইন সংশোধনের দরকার আছে।

বালক বন্ধু বা বালিকা বান্ধবীর সাথে সেক্স করাকে ধর্ষন বলা যায় না। ব্রেক আপ হয়ে গেলে ধর্ষনের মামলা দেওয়ার ব্যবস্থা বন্ধ করতে হবে।

এতে করে আসল ধর্ষের অপরাধ হালকা হয়ে যাচ্ছে সমাজের চোখে।

২৭ শে জুন, ২০২৫ দুপুর ১:৪৩

অপলক বলেছেন: অনেক গুরুত্বপূর্ন কথা বলেছেন। এই ত্বত্তগুলো জায়গা মত পৌছায় না। আমরা ব্লগাররা শুধু বলেই যাই...

৯| ২৭ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪৮

নতুন বলেছেন: যারা উপরে বসে আছে তাদের বয়স বেশি তারা অনেক সময় বাস্তবতা বুঝতে পারেনা।

বাস্তবতা হইলো এখন প্রেম করছে সেক্স করছে পোলাপাইন। তাই ব্রেকআপের পরে যেন ধর্ষন মামলা করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।

যারা বিয়ের কথা বলে সেক্স করবে তাদের বিরুদ্ধে প্রতারনার মামলা চলে ধর্ষন মামলা না।

এতে করে আসল ধর্ষকরা পার পেয়ে যায়।

২৭ শে জুন, ২০২৫ বিকাল ৪:০৪

অপলক বলেছেন: তাও ঠিক।

আসলে সব দোষ ইয়াবা আর সেক্স পিলের। আর বুবুর ভেজাল মুক্ত পুষ্টিকর খাবার অভিযানের। বুড়া থেকে ছোড়া, সবার প্রজনন ক্ষমতা বেড়ে গেছে। আকাঙ্খা বেড়ে গেছে। গত জানুয়ারী থেকে মোট ৪জন তরুন তরুনী মিডিয়া আর্টিস্ট এ পর্যন্ত হার্টফেইল করে মারা গেছে। একজন তো ওভার ডোজের কারনে বাসর রাতেই মরছে।

অপরাধীদের জন্যে বাংলাদেশ স্বর্গরাজ্য।

ধর্ষক-ধর্ষণ-ধর্ষিতা: কুলকিনারা নেই, ধর্ষিতাকে দেয়া উচিত আজীবন রাষ্ট্রীয় ভাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.