![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
ডিবির হাওড়...সকাল ৭টার দিকে...
আকাশে সেদিন মেঘের খেলা
ভোলাগজ্ঞ যেতে যেতে পথে পাথারে...
আমার ছাদ বাগানের লিলি:
২৭ শে জুন, ২০২৫ রাত ১২:১৪
অপলক বলেছেন: রাজিব ভাই আমার ছবি তোলায় ফ্রেমিঙের ভুল ধরছে। আর আপনে বলছেন, দারুন ছবি তুলি।
সে যাই হোক, মোবাইলে তোলা। প্রফেশনাল কেউ না আমি। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
২| ২৭ শে জুন, ২০২৫ রাত ১২:৩৯
আরিফ আটলান্টা বলেছেন: ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ রইলো।
২৭ শে জুন, ২০২৫ রাত ১:৫৫
অপলক বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে জুন, ২০২৫ সকাল ৮:০৭
কামাল১৮ বলেছেন: বাংলাদেশের প্রতিটা জেলারই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে।প্রত্যের কাছে তার জেলাই সুন্দর।
ছবি সুন্দর হয়েছে।
২৭ শে জুন, ২০২৫ সকাল ৯:৩৬
অপলক বলেছেন: দেশের অনেক জেলা ঘুরেছি। ঢাকা গাজিপুর জেলা ছাড়া কমবেশি সবই ন্যাচারালি সুন্দর। মানুষ হেলায় ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করে।
হয়ত নিজে সৌন্দর্য দেখতে দুর দূরান্তে যায়, কিন্তু নিজের বাসার সামনে নোংরা করে রাখে। সিটি মেয়ররা বা পৌরসভার চেয়ারম্যানরা সৌন্দর্য দেখতে্ দেশের বাইরে যায়। অথচ নিজ শহরের পার্ক বা খেলার মাঠটাও ঠিক রাখে না।
সিলেট পর্ব শেষ হলে অন্যান্য জেলা শহরের ছবিও দিব ইনশাল্লাহ। ধন্যবাদ।
৪| ২৭ শে জুন, ২০২৫ সকাল ৮:৩৫
নতুন নকিব বলেছেন:
চমৎকার ছবি ব্লগ।
২৭ শে জুন, ২০২৫ সকাল ৯:৩৭
অপলক বলেছেন: আমার ধারনাই ছিল না এই সব ছবি ব্লগারদের ভাল লাগবে।
ধন্যবাদ নকিব ভাই।
৫| ২৭ শে জুন, ২০২৫ সকাল ৮:৫৩
Akasher tara বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে।ছবি গুলো সুন্দর হয়েছে। আমিও কোথাও ঘুরতে গেলে প্রকৃতির মুহুর্তুগুলো সংরক্ষণ করি ছবি গুলো সুন্দর হয়েছে।ছবি গুলো সুন্দর হয়েছে।
ছবি গুলো সুন্দর হয়েছে।ছবি গুলো সুন্দর হয়েছে।
ছবি গুলো সুন্দর হয়েছে।ছবি গুলো সুন্দর হয়েছে।
২৭ শে জুন, ২০২৫ সকাল ৯:৪১
অপলক বলেছেন: কলাবতি ফুল আমারও ভাললাগে। রোড আই্ল্যান্ডে লাগানোর জন্যে খুবই ভাল।
আপনার ছবি গুলােও সুন্দর। ধন্যবাদ।
৬| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
৭| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ছবি। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য একটু ভিন্ন ধরণের। গত বছর প্রায় ৩৮ বছর পরে সাদা পাথর, জাফ্লং, রাতারগুল দেখতে গিয়েছিলাম সপরিবারে। আপনি ওখানে থাকেন মনে হয়। পার্বত্য চট্টগ্রামে চিতা বাঘ দেখা গেছে। ১০০ বছর আগে সুন্দরবনে গণ্ডার ছিল।
২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৭
অপলক বলেছেন: সিলেটরে ২৪ বছর আগের সৌন্দর্য আর এখনকার সৌন্দর্যের অনেক পার্থক্য। আগেই সুন্দর ছিল বেশি। সাদাপাথর প্রথম দেখতে গেছি ২০০৬এ, বিজিবি ক্যাম্পে আমরা প্রোগ্রাম করেছিলাম। তারপর অনেক অনেক বার গেছি। এখন আর ভাল লাগেনা।
রাতারগুলে আগে বুনো মহিষ, বান্দর, বড়বড় গুইশাপ, নানা প্রজাতির দেশীয় সাপ দেখতাম, এখন কয়েকটা ঝোপঝাড় ছাড়া আর কিছুই নেই। কালে ভাদ্রে বাদর দেখা যায়।
পার্বত্য চট্রগ্রাম প্রথম ঘুরেছি ১৯৯৫ এ। তখন যোগযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। কিন্তু তখন ছিল একটু বুনো ভাব, এখন পরিপাটি, মানুষের হাতের ছোয়া, সেখানেও সৌন্দর্য কমে গেছে। তখন বনমানুষ বা গেরিলাও ছিল পাহাড়ে। এখন তো শুধু হাতির খবর শুনি।
কক্সবাজার সৈকত বা সেন্টমার্টিন ২০ বছর আগে যেমন ছিল, তার ১০ ভাগের ১ ভাগও নেই। যৌবন হােরিয়ে ফেলেছে সব।
৮| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তরে ''ধন্যবাদ'' না দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০২৫ রাত ১২:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ ছবি তুলেন তো আপনি!