নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

BNPর যেন BPH (Benign prostatic hyperplasia) হয়েছে

২৯ শে জুন, ২০২৫ সকাল ৮:৫৬

পুরুষ মানুষ যখন বার্ধক্যে পৌছায় বা ৫০ বছর বয়সের পর অলস জীবন যাপন করে, তখন প্রোস্টেট গ্লান্ড বড় হয়ে যায়। প্রশ্রাব ঠিক মত বের হয় না বা ব্লাডারে থেকে যায়, অল্প অল্প করে সারদিন প্রশ্রাব পায়, কারো কারে পায়খানা কষা হয়ে যায় বা ক্লিয়ার হয় না। অন্য একটি কারন হল, দীর্ঘ সময় প্রশ্রাব আটকে রাখার বদ অভ্যাসে হয়। প্রোস্টেট গ্লান্ড বড় হবার এই অসুখটার নাম Benign prostatic hyperplasia, সংক্ষেপে BPH


BNPর বর্তমান আচার আচরন দেখে মনে হচ্ছে, গত ১৭বছর ওরা হিসু আটকে রেখেছিল। এখন BPH হয়ে গেছে। কোথায় বাথরুম/টয়লেট সে দিকে ছোটাছুটি। মানে কোথায় কোথায় থাবা মারা যাবে, আর আখেড় গোছানো যাবে, তার জন্যে দৌড়াদৌড়ি শুুরু হয়ে গেছে। ভুলেই গেছে হয়ত, BNP এখনও নির্বাচিত কেউ না।

চাঁদাবাজি, খুন, ভূমি দখল, থানায় হামলা, আসামির কেস নিতে বাঁধা, নারী ধর্ষণ, কিশোর গ্যং কে সাপোর্ট দেয়া, সরকারি কাজে বাঁধা দেয়া, বালুমহল দখল, প্যারবন ধ্বংস, মাছের ঘের দখল, খাস জমি দখল, ড্রাগ লেনদেন, ত্বত্তাবধায়ক সরকারকে পরোক্ষভাবে হুমকি দেয়া সহ বহু কাজ কারবার করছে সেই আশির দশকের জিয়ার স্বপ্নের দল BNP. । টাকা পয়সা বানাতে এদের আর তর সইছে না।

ধরা খাওয়ার দিন হাসিনার মত খালেদার ঘরেও পাওয়া গেছে মদ, প্লেবয় পত্রিকা, কনডম, এডাল্ট সিডি ডিস্ক সহ অনেক কিছু। কারে ভাল বলব? ধরলাম, BNP যোগ্য দল। কিন্তু সেখানে আছে কে দেশ চালানোর মত? কার মাথায় বুদ্ধিজীবীর মত চিন্তা ধারা আছে। মান্নান বা সাইফুুর রহমানের মত কেউ নাই। সব তো আতারি পাতারি। তারেক জিয়া, নির্বাচনে উঠলে সে তো আগের পারফরমেন্সে ফিরে যাবে, মদ, মাগি আর ভোগে।

সালাহউদ্দিন, সে তো ইন্ডিয়ার এজেন্ট। হাসিনার মত ঘটের বুদ্ধি হাঁটুতে নামছে, না হলে তো মোদীর সাথে লবিং করত না ! এস,আলমের গাড়ি বাড়ি দখল করে BNPর প্রচারনা চালায় এই সালাহউদ্দিন সাহেব। তার তো আবার পি.আর পদ্ধতি পছন্দ হচ্ছে না, মানধাত্মা আমলের নির্বাচন পদ্ধতিতে যেতে হবে, বলে হুশিয়ারী দিয়েছে।

এদিকে ফকরুল সাহেব যদিও রাজনীতিতে দারুন সমঝদার মানুষ, তিনি একা আর কতটুকু সামলাবেন। তিনি গা বাঁচিয়ে চলেন সবসময়, ভবিষ্যতেও চলবেন। রুমেনা ফারহানা, শুধু্ই ফটর ফটর, কাজের কাজ নাই, মিডিয়া ফেস ছাড়া আর কিছু না।

একটা রাষ্ট্র চালনার জন্যে একটা ভাল টীম লাগে, প্রাকাশ্যে এবং আড়ালে কাজ করার জন্যে এক্সপার্ট লোক লাগে, ভাল নেটওয়ার্ক লাগে। আমি তো দেখছি, দলে দলে লীগের বেপরোয়া আন্ডা বাচ্চা বুড়া হামড়া দামড়া BNPতে যোগ দিয়েছে, আরও দেবে। BNP যেন হয়ে গেছে আওয়ামি বিএনপি (ABNP) । ABP= আওয়ামি বিএনপি পার্টি বললেও ভাল শোনায়। আরে ভাই, দুধ দিয়ে গোসল করলেও কি কয়লা, কষ্টিপাথর হয়?



আমাদের মিডিয়া যখন, BNPর মারামারি ফাটাফাটির চিত্র তুুলে ধরছে, অন্যায়ের বিবরন প্রকাশ করছে, তখন BNP হয় সেই নেতা বা কর্মীদের বহিস্কার করছে নয়ত বলছে, দুষ্ট লোকদের সামাল দেয়া যাচ্ছে না (বলেছেন, ফখরুল সাহেব ও রুমেনা উভয়ে)। যারা নিজের দলের কর্মীদের বা কর্মীকে সামাল দিতে পারে না, তারা দেশ সামাল দিবে কিভাবে?

নির্বাচনে উঠলে তো শুধু দেশ না, বিদেশও সামাল দিতে হবে, প্রতিবেশীকেও সামাল দিতে হবে, বেডে যাদের নিবে তাদেরও সামাল দিতে হবে। BPH থাকলে তো ছোট ভাই দাঁড়িয়ে নামায পড়তে পারবে না, সব সময় শুয়ে থাকবে। BNPর দল সামলানো শিখতে হবে, প্রয়োজনে দলের ভেতরে কঠিন সার্জিক্যাল অপারেশন করতে হবে। না হলে কাউয়া কাদেরর মত বলতে হবে: "মাসুদ তুই ভাল হ...কেউ কথা রাখেনি...তাই মনের দু:খে নীশি কন্যাদের কোলে নিয়ে ঘুমাই।"



একফোঁটা চূনা পড়লে এক ড্রাম দুধ ফেটে যায়। ফাঁটা দুধে ছানা হবে, দই হবে না। BNPর দেখতে হবে, সে কি চায়? অবশ্যই ক্ষমতা। কিন্তু ক্ষমতার উৎস জনগন। জনগন মানে শুধু তার দলীয় কর্মী না, আমরা সাধারন মানুষও আছি। আমরা সাধারন মানুষ দেখি, শান্তিতে থাকতে পাচ্ছি কিনা, বিচার পাচ্ছি কি না, আমার অধিকার খর্ব হচ্ছে কিনা, চিকিৎসা পাচ্ছি কি না, অর্থনৈতিক অবমূল্যায়ন হয়েছে কি না, দ্রব্যের দাম সহনীয় কিনা, পাসপোর্টের ভ্যালু কমে যাওয়ায় বিদেশে হেনেস্তা হচ্ছি কিনা।

এসব যদি পূরন না হয়, BNP হোক আর জামায়াত হোক বা এনসিপি, লীগের মত বা তারচেয়েও খারাপ ভাবে বিতাড়িত হবে। জনগন শিখে গেছে, কিভাবে নিতম্বে খাড়া লাত্থি দিতে হয়

BNPর আর এক বুদ্ধিমান নেতা (আমির খসরু) বলেন কিনা, ক্ষমতায় গেলে ১৮মাসে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে। আমরা তো জানি, জায়গায় জায়গায় দলের লোক সেট করা নির্বাচনের পর ফরজে আকবর। নিজেদের লোককে চাকরি দেবার সূত্রে সেট করা তো ম্যান্ডেটরী। আরেক লীগ আপনারা।

লীগের মত একই ভুল করবেন না, ঘটি বাঁশ সময়ে সাড়া দিয়ে নিয়োগ প্রাপ্তরাই আপনাদের নিতম্বে প্রয়োগ ঘটাবে। কারন ওরা বেশির ভাগ লীগ থেকে মাইগ্রেটেড হবে। মজার কথা হল, কর্মসংস্থান বলা কি আদৌ ঠিক হয়েছে? বলা ভাল ছিল কর্মী নিয়োগ দেয়া হবে প্রত্যেক অফিস আদালতে ভ্যাকেন্সী থাকুক বা, না থাকুক, লীগের মত লুটে পুটে ১৫-১৬ বছরে হয়ে যাবো ইয়াহু, খাব কুত্তার গু...। তা না হলে BPH র ট্রিটমেন্ট শুরু করা দরকার BNPর । নির্বাচনের আগেই যাতে ঠিক মত হিসু সামাল দিতে পারে।



দেশটা কি আর ভাল যোগ্য মানুষের হাতে পড়বে না? একজন মহাথির মোহাম্মদ দরকার পরের ২০ বছরের জন্যে। নয়ত দেশটা সেনাবাহিনী চালাক সামনের ১০ বছর। ভাল থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, নিজের ঘরে নি:শ্চিতে ঘুমাতে চাই, দিন শেষে মনের আবেগে কবিতা লিখতে চাই...



বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে
বাংলাদেশের নির্বাচনে পিআর পদ্ধতি উপযুক্ত নয়, বললেন সালাহউদ্দিন
Mahathir Mohamad : Wikipedia

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২৫ সকাল ৯:২৫

সৈয়দ কুতুব বলেছেন: বিগত ১৬ বছর বাকি দলগুলো কি করেছিলো ? :P ,

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১:০৭

অপলক বলেছেন: বাকি দলগুলোর আগেই BPH ছিল। তারা অপেক্ষায় ছিল, বিএনপির কবে হয়।

তবে বাকি দলগুলো একটু গা ঝাড়া দিয়ে উঠেছে। এক্সারসাইজ শুরু করেছে। এন.সি.পি.র কথা আর কি বলব, যে আগাছা যত তাড়াতাড়ি বাড়ে সে আগাছা তত তাড়াতাড়ি মরে...

২| ২৯ শে জুন, ২০২৫ সকাল ৯:৪৩

ওমর খাইয়াম বলেছেন:



আপনার মতে, দেশ চালানোর মতো দক্ষ রাজনীতিবিদ কোন দলে আছে?

আপনি বলছেন, সেনাবাহিনী থাকুক ক্ষমতায়; সেনাবাহিনীতে কি রাজনীতিবিদ আছে, নাকি দেশ চালানোর মতো দক্ষ লোকজন আছে?

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১:০৯

অপলক বলেছেন: ভাই সাহেব, আপনি থাকতে আমি কেন এসবের উত্তর দেব। আপনি তো সব বিষয়ে সেনসাস/শুমারি করে থাকেন। আপনিই আপনার প্রশ্নগুলোর উত্তর দিন। সেটাই পারফেক্ট হবে।

ঘোড়া ডিঙিয়ে তো ঘাস খাওয়া যায় না , তা্ই না?

৩| ২৯ শে জুন, ২০২৫ সকাল ৯:৫৮

কামাল১৮ বলেছেন: দলগুলিতে গনতন্ত্র না থাকার কারনে গলগুলি দেউলিয়া হয়ে গেছে।দলগুলিতে গনতন্ত্র চালু করতে হবে।এই জন্য কঠোর আইন থাকতে হবে।

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১:১১

অপলক বলেছেন: কোথায় যেন পড়েছিলাম, গনতন্ত্র বলে আসলে কিছু হয় না। তবে গনতন্ত্রের লোবাসে যেটা হয় তা হল, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র বা এক নায়ক তন্ত্র।

বৈচিত্রময় আমাদের দেশে আছে, পারিবারিক এক নাইকা গনতন্ত্র।

৪| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৫০ বছর না ৬০ বছর?


বিগত ১৬ বছর তারা কেন কেশগুচ্ছ ছিড়তে পারেননি তার কোন উত্তর নেই।

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১:১৫

অপলক বলেছেন: BPH সাধারনত ৫০ বছর পরেই বেশি দেখা যায়।

বিগত ১৬ বছর তারা কেন কেশগুচ্ছ ছিড়তে পারেননি তার কোন উত্তর নেই।<<< এগুলা বলে আর ওদের লজ্জা দিয়েন না। শেষে রেগে মেগে আপনার গোডাউন ফাঁকা করে দিবে কিন্তু...

৫| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৫

মাহদী হাসান শিহাব বলেছেন: খুবই প্রয়োজনীয় লেখা। বিএনপির লোকেরা যদি বুঝতো!

তাদের কার্যক্রম দেখে হতাশ হতে হয়।

তারা আওয়ামিলীগের টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। টাকার জন্য তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে।

এমন কোন এলাকা নেই যেখানে বিএনপির একাধিক দল নেই।

দলের মধ্যে দল, তার মধ্যে উপদল।

কেউ কাউরে মানে না।

সবাই লিডার। কী বিশ্রী অবস্থা।

সবচেয়ে বড় কথা, এদের অধিকাংশই চরম অশিক্ষিত।

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১:২৭

অপলক বলেছেন: সঠিক বলেছেন। তবে সত্য কি জানেন, ওরা ভাল করেই জানে বাংলাদেশে রাজনীতি হল সবচেয়ে প্রফিটেবল বিজনেজ। যে একবার ঐ গদির সুখ পায়, সে তার মায়া ছাড়তে চায় না।

ওনারা ভাবেন না যে, ফাইভ স্টার হোটেলের চারপাশে যদি বস্তি আর ময়লার ভাগার থাকে, তাহলে তার সন্মান ফাইভ স্টার আর থাকে না। তারা ভোগে বিশ্বাসী। লিগাল ইললিগাল ব্যাপার না। দেখেন একটি বিশেষ মহল ৩৬ লক্ষ কোটি ডলার নিয়ে পলাতক। বর্তমানে যারা আছে, তারও খাওয়া শুরু করেছে। নির্বাচনের পর যে আসবে সে হয়ত ডবল এমাউন্ট, মানে ৭২ লক্ষ কোটি ডলার নিয়ে পালাবে।

এভাবেই এদেশ চলবে। আমি আপনি শুধুশুধু ব্লগে গলা ফাটিয়ে তর্ক বিতর্ক করব।

৬| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:০১

ওমর খাইয়াম বলেছেন:



যারা সত্যের দোহাই দিয়ে জ্বীন দেখার পোষ্ট লেখে, তাদের রাজনৈতিক জ্ঞান অবশ্যই গার্বেজ লেভেলের।

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৬

অপলক বলেছেন: দারুন বলেছেন।

একটা গল্প বলি, আমরা দুই কলিগ একবার পাহাড়ে ঘুরতে গেছি। জ্বীন দেখব বলে। হঠাৎ দেখলাম মাথার উপর হাজারও শকুন । আমি কয়েকটা ছবিও তুললাম। জ্বীনের ছবি তো আর তুলতে পারব না, শকুনের ছবিই তুললাম। আমার কলিগকে বললাম, দেখো আকাশে কত শকুন উড়ছে। সে বলল, কই? আমি বললাম, আরে ভাই সোজা মাথার উপরে তাকাও।

কলিগ বলে, আরে ধেট, ওগুলা শকুন না, মশা। জঙ্গলে আসছি, ওগুলা মশা ছাড়া আর কিছু না। তাছাড়া দেশে এত শকুন আছে নাকি? আমি বললাম, স্যার দয়াকরে আপনার ৪০০ পাওয়ারের চশমাটা পড়ে তাকান। সে বুঝল, আমি রেগে গেছি এবং সে যে ভুল সেটা বুঝল। সেই কলিগ চশমা পড়ল , তারপর সত্যি সত্যি শ'খানেক শকুন দেখল উড়তে। খুশিতে সে কি বলছে জানেন? শালার শালা ... তোমার চোখ তো শকুনের চোখ, কেমনে এত দূরের জিনিসও মিস যায় না।

মোরালিটি হল: চোখ মেলে অন্যকে যাচাই করতে শেখ। তুমি যা দেখো না, অন্যরা তা দেখতেও পারে।

আর একটা গল্প শুনাই। এক ইন্টারভিউ বোর্ডে বস বলল তোমাকে চাকরিটা দিতেই হবে। উপর থেকে চাপ আছে। শর্ত হল, যদি এই প্রশ্নের উত্তর দিতে পার তবে কাল জয়েন করবে। আর যদি না পারো তাহলে তোমার বিয়ের সময় প্রথম রাত তোমার ওয়াইফের সাথে আমাকে থাকতে দিতে হবে। তখন ছেলেটি বলল, স্যার আমি রিক্স নিতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা তখন বলব যদি আমি আপনার প্রশ্নের উত্তর না দিতে পারি। বস তাতে রাজি। ছেলেটি আরও বলল, স্যার শর্তটা কিন্তু মানতেই হবে, না হলে আপনার সিটটা ছাড়তে হবে।

প্রশ্ন: একটা প্লেন একটা বনের উপর দিয়ে যাচ্ছিল। একটা হাতির বাচ্চা সেটা দেখে ফেলে। বাবার কাছে আবদার করে, ঐ প্লেনটা তার লাগবেই লাগবে। বাবা হাতি স্বুর দিয়ে সেই প্লেনটা টেনে নামাল। এখন বলো, বিমান এয়ারলাইন্সের মত একটা প্লেনকে হাতি কি করে নামাল?

চাকরীপার্থী দেরি না করে বলে ফেলল, পারবো না স্যার। বস বলল, তাইলে তো আমার শর্ত মানতে হবে। জ্বি স্যার মানব। তার আগে আমার শর্তটা শুনবেন না স্যার? হুম অবশ্যই ... বলো এবার। স্যার আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। তারপর শুধু বাসর রাত না, যত রাত খুশি আপনি থাকবেন।

মোরালিটি হল: ভালোদের সাথে দুষ্টমি করলে, ভালোরাও দুষ্টমি শুরু করবে।

৭| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৮

ওমর খাইয়াম বলেছেন:



আপনারা হলেন টং দোকানের গল্পের আসরের মানুষ, ব্লগে এসে গার্বজ ছাড়ছেন।

২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

অপলক বলেছেন: বুঝতে পারার জন্যে ধন্যবাদ।

চিরে তরে আমার ব্লগ থেকে বিদায় নিলে কৃতজ্ঞ থাকব। আপনার মূল্যবান সময় নষ্ট করার কোন অভিপ্রায় আমার নেই। আশা করি আপনার পিতৃ পরিচয় আছে এবং লজ্জাবোধ আছে।

৮| ২৯ শে জুন, ২০২৫ রাত ৮:৩৭

ওমর খাইয়াম বলেছেন:




শিক্ষিত বাংগালী যখন মিথ্যা বলে ( জ্বীন, ভুত, পরী নিয়ে ) তাদেরকে ব্লগের মতো আধুনিক মিডিয়ায় আসতে দেয়া অনুচিত।

২৯ শে জুন, ২০২৫ রাত ৮:৫৮

অপলক বলেছেন: যাক বুঝতে পারলাম, আপনার পিতৃ পরিচয় নেই এবং লজ্জাবোধও নেই।

সংক্ষেপে বলি, আমার ধর্মমতে এবং আমার জীবনের আলোকে জ্বীন মিথ্যা নয়। আমার প্রকাশিত লেখনী গুলো মিথ্যা নয়। আপনার যদি সমস্যা হয়, সামুতে মডারেটরদের অডিট করতে অনুরোধ করেন। উচিত অনুচিত তারা যাচায় করবেন।

আর যদি সেই সৎ সাহস না থাকে, তবে চুপচাপ ভদ্র লোকের মত লেখাগুলো পড়ে, লাইক মেরে সটকে পড়বেন।

৯| ২৯ শে জুন, ২০২৫ রাত ৯:২৩

ওমর খাইয়াম বলেছেন:



আমি কারো নামে নালিশ করি না, আমি চাই যে, টংদোকানের শিক্ষিতরা টং দোকানেই থাকুক।

২৯ শে জুন, ২০২৫ রাত ৯:৩৯

অপলক বলেছেন: আপনি খুব মজার মানুষ। অন্যদিকে নাছোড় বান্দা...

আমার খুব ভাল লাগছে, টং দোকানের লেখকের লেখা পড়ে আপনি অসংখ্য মন্তব্য ছুড়ছেন তাই। কতটা না জানি গুরুত্ব দিচ্ছেন আমাকে। হয়ত ভাষায় প্রকাশ করতে পারছেন না।

সত্যি কথা কি জানেন, টংদোকানের আড্ডার মজা যে একবার পায়, সে শালীর সাথে লুডুও খেলতে চাইবে না। আড্ডাই বড়...

১০| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর।
এই ৫৪ বছরে খালেদা হাসিনা এরশাদ জিয়া ছিলো। সব দলই দূর্নীতি করেছে। আগামীতে যে আসবে সে-ও দূর্নীতি করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.