নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: সিলেট অঞ্চল (৫)

০১ লা জুলাই, ২০২৫ রাত ২:০৭

প্রথম লাউরের গড় বা বাজারে যাই ২০১৩ তে। অপূর্ব গ্রাম। পাহাড়ে ঘেরা। লোভ সামলাতে না পেরে পরপর কয়েক বার গেলাম আমার এক বন্ধুর সাথে। সে ওখানকার ছেলে। ২০১৪ তে আমি হুট করে গেছি। গিয়ে শুনি ঐ বন্ধুর বন্ধর বিয়ে। অতিথি বনে গেলাম। তারপর এদিক সেদিক ঘুরে কিছু ছবি তুললাম। সেই তখনকার ছবি আজ শেয়ার করছি। গ্রামটা এখনও অনেক সুন্দর। আশাকরি আমার সামুর বন্ধুদেরও ভাল লাগবে।



এত বালি বোঝায় করেছে যে, আর একটু হলেই যেন ডুবে যাবে...



ঘাট পারাপারের দৃশ্য। আমি খুব ভয়ে ছিলাম বাইক নিয়ে নদীর ঢাল বেয়ে উঠার জন্যে। ঢাল বেয়ে ওঠার সময় চোখের সামানেই একজনকে নদীর পানিতে পড়তে দেখেছি।



ওপারে বারেক টিলা



ধু ধু বালি চর। প্রায় ১ কিমি হবে। পদ্মার মত অবস্থা। বর্ষায় ২০ফুট পানির নীচে থাকে এই চর।



বিজিবি ক্যাম্প থেকে ইন্ডিয়ার পাহাড়



নীল সবুজের খেলা



সবুজে সবুজে ঢাকা পাহাড়



পাংশুটে মেঘের মেলা



পাহাড়ে সন্ধ্যা আগেই নামে



সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব আমি ...



যাদুকাটা নদীর বুক হাচরে কয়লা পাথরের সংগ্রহসালা



অপলক চোখে দেখি তোমায়...



প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৮:৪৪

নতুন নকিব বলেছেন:



চমৎকার ছবি ব্লগ। নীল সবুজের খেলা এবং সবুজে সবুজে ঢাকা পাহাড় বেশি ভালো লেগেছে।

২| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৮:৪৯

ওমর খাইয়াম বলেছেন:



১৫/১৬ কোটী বাংগালী, যাদের কাছে ফোন আছে, তারা দৈনিক এই ধরণের কত ছবি তুলছে? এরা যদি এগুলোকে সোস্যাল মিডিয়ায় দেয়, সোস্যাল মিডিয়া ফেল করবে।

৩| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ছবি তোলার উপরে কোনো কোর্স করেছেন।
ছবি তোলার একটা হিসাব আছে, একটা আর্ট আছে। ফ্রেমিং আছে। আছে আরো অনেক কিছু।
ছবি তো একজন রিকশাচালকও তুলতে পারে।


হয়তো এখন আপনি ভাববেন- আমি পাকনামি করছি।
ভাইসাহেব আমি একজন ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘদিন দৈনিক পত্রিকাতে কাজ করেছি। ফ্লিকারে আমার তোলা কিছু ছবি আছে, সময় পেলে চোখ বুলাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.