নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: হবিগঞ্জ সাতছড়ি

০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৩৬

সাতছড়িতে নাকি সাতটি পাহাড়ি ছড়া এক জায়গায় মিলিত হয়েছিল। সেখান থেকে নামকরন। আমি যতবার গেছি, শুষ্ক মৌসুমে যাওয়া পড়েছে, বিধান পাহাডী ছড়া আর দেখা হয়নি।

আজ কয়েক বছর আগের ছবি দিয়ে পোষ্ট। আহামরি সুন্দর জায়গা নয়। তবুও প্রকৃতির ছোয়া পাওয়া যায়। অযত্নে অবহেলায় অসংখ্য পাম ট্রি আর বাদড় দেখা যায়। একটি পিকনিক স্পট আছে। পুুকুর আছে তবে পানি নেই। জঙ্গল আছে কিন্তু সাপ খোপ নেই। আছে বর্ডার পার হবার গোপন সুড়ং।

বগবগ না করে, ছবি শেয়ার করাই বরং ভাল...

সিলেট থেকে যাত্রা শুরু করে অনেক কটি ব্রিজ পাই। এটি সাঁদিপুর ব্রিজের ফলক।




নদীর এ পাড়



নদীর ও পাড়

সাতছড়ি প্রবেশ দ্বার...



পাম বাগান। সম্ভবত ১৯৬০ সালের পরের কোন একটা প্রজেক্ট ছিল।





জঙ্গলে ফোটা নাম না জানা ফুল



বয়স্ক গাছ তেমন একটা নেই বললেই চলে







চা বাগান







বাদড়ের অবকাশ যাপন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ৮:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার এলাকা ঘুরে এলেন। ভালো লাগলো

আগে সাতছড়ি অনেক সুন্দর ছিল। এখন অন্যান্য চা বাগান সুন্দর করে ফেলেছে। আর সাতছড়িকে অবহেলায় রেখেছে।

চুনারুঘাট থানায় আরও অনেক চা বাগান আছে। ঘুরে দেখবেন।

০২ রা জুলাই, ২০২৫ সকাল ৮:৪২

অপলক বলেছেন: ছবি গুলো আজ থেকে প্রায় ১০ বছর আগের। এখন গেলে আর ছবি তোলা হয় না।


চুনারুঘাটের মোটামুটি সব চা বাগানে গেছি... এখন ছবি তোলার থেকে, মনভরে দেখতেই বেশি ভাললাগে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.