নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

RLF বা প্রাণের পন্য কাদিয়ানী হল ক্যামনে?

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৯



বাংলাদেশের টুপি বাহিনীর কিছু অংশ কাদিয়ানীদের (আহমদীয়া ) রাষ্ট্রীয় ভাবে অসুমলিম ঘোষনা চায়। মসজিদের শৌচাগারে RLF বদনা , ওযুর জায়গায় RLF ট্যাপ কল বয়কট করতে চায়। আবার বলছে, RLF বা প্রাণের সব পন্য বর্জন করা নাকি এখন ফরজে আকবর হয়ে গেছে।

আমি ঠিক বুজলাম না ক্যামনে ? RLF বা প্রাণ গ্রুপ যদি কাদিয়ানী অনুসারী হয়, তাহলে তাদের সেবা বা পন্যও কাদিয়ানী? সে জন্যে্ই বর্জন করতে হবে?

তাইলে তো যে ইন্টারনেট + ইউটিউব + ফেসবুক + সার্ভার ব্যবহার করে তারা (টুপি বাহিনী) প্রচার চালিয়ে যাচ্ছে সেটাও বর্জনীয়। কেননা এগুলো সবই ইয়াহুদীদের উদ্ভাবন বা পন্য বা শেয়ারে মালিক।

বুঝিনা এদের মাথায় কি গোবুরে পোকায় পরিপূর্ন? কাদিয়ানীদের (আহমদীয়া ) রাষ্ট্রীয় ভাবে অসুমলিম ঘোষনা করলে কি একটা ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কি আসে যায়?

আমি যে পান্জাবী / জুব্বা পরি, তার দর্জি যদি কোন হিন্দু হয়/কাদিয়ানী হয়, তাহলে কি আমার নামাজ হবে না? আমি যে ভাত আলু খাই, সেটা যদি কোন অসুমলিম উৎপাদন করে, তাহলে কি আমার ইবাদত কবুল হবে না? আমি না খেয়ে শুটকি হয়ে যাব? আমি যদি মসজিদের টয়লেটে গিয়ে RLF বদনা না পেয়ে, সুচু না করে, পাছায় গু নিয়ে নামাযে দাঁড়াই তাহলে কি নামায কবুল হবে?

টুপি বহিনী যে আঁতর গায়ে মাখে, সেটা যদি কোন কাদিয়ানী বা অমুসলিম তৈরী করে, তাহলে কি সেটার ব্যবহার হারাম? তারা যে সাবান গায়ে মাখে, সেখানে শুকরের চর্বি থাকে, তাহলে কি তাদের গা নাপাক?

আমি বুঝি, আঙ্গুর থেকে মদ তৈরী হলে সেটা খাওয়া হারাম, কিন্তু আঙ্গুর খাওয়া হারাম নয়। দুনিয়ার ৯৫% মিঠা পানি কোন না কোন ভাবে ডাইনোসার খেয়ে হিসু করে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছে। তাইলে কি ডাইনোসারের হিসু আলা পানি দিয়ে ওযু করা হারাম?

ভাই আপনি কোন বিজ্ঞ মানুষ হয়ে থাকলে আমাকে একটু বুঝিয়ে দিয়ে যান। সব প্যাচ লেগে যাচ্ছে...






প্রাণ-আরএফএল বর্জন করা ফরজ! জাতীয় খতিব আব্দুল মালেকের প্রকাশ্য ফতোয়া ...

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
প্রানের মালিক বাংলার রথচাইল্ড.... তাঁদের লভ্যাংশের ২০% নাকি কাদিয়ানীদের দান করেন :p

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৩

অপলক বলেছেন: মন চাইল আর হঠাৎ করে কাউকে রথচাইল্ড বা ইয়াহুদি পরিবার থেকে এসেছে বলা ঠিক না।

যখন দান শব্দটা এসেছে, তখন একান্ত ব্যক্তিগত বা সংঘ সংশ্লিষ্ট ব্যাপার। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যা আমি জানতাম না। তাহলে মোদ্দা কথা হল ২০% লভ্যাংশ কাদিয়ানীরা পাচ্ছে বাকি শ্রেনীর হুজুররা পাচ্ছে না, সেটাই সমস্যা।

২| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:
মন্তব্যের শেষে :p চিহ্নটি বোঝার চেষ্টা করুন....

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩২

অপলক বলেছেন: :P

৩| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো জোশের কথা । কিছুই হবে না ।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩১

অপলক বলেছেন: বাঙ্গালীদের জোশের অভাব নেই ... টুপি ওয়ালাদের তো আরও বেশি।

আসলে ৫০০ টাকায় মাইক ভাড়া সারদিনের জন্যে। কাজেই বক বক করা সহজ হয়ে গেছে। তারউপর দেশে কাকের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি হয়ে গেছে। সুন্দরবনের বাঘের চেয়ে খবর চ্যানেল বেশি হয়ে গেছে।

শেষ মেষ আপনার কথা সত্য হবে: "কিছুই হবে না"

৪| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:১৭

নূর আলম হিরণ বলেছেন: এরাই পণ্য বর্জন করে ফ্রান্স, ইন্ডিয়া ও ইহুদীদের অর্থনীতি মাটির সাথে মিশিয়ে দিয়েছে :)

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৩

অপলক বলেছেন: :P

৫| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৫

আলামিন১০৪ বলেছেন: এটা একটা প্রতিকী প্রতিবাদ, আপনার অপছন্দ হলে আপনি প্রাণের পঁচা ভেজাল জুস খেতে থাকুন, সমস্যা নেই

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৯

অপলক বলেছেন: আমি কি করব সেটা জানতে চাইনি। যা জানতে চেয়েছি ব্লগে লিখেছি, পারলে তার স্বদুত্তর দিয়ে যান।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪০

নতুন বলেছেন: বুঝিনা এদের মাথায় কি গোবুরে পোকায় পরিপূর্ন?

হুম এদের মাথা কম কাজ করে,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.